Ajker Patrika

অটোরিকশা চুরির অভিযোগে দুজন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২: ৫৭
অটোরিকশা চুরির অভিযোগে দুজন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার এলাকার নাসির উদ্দিন (৬৫) ও জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের জুলমত আলী (৫০)। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, গত রোববার দুপুর আড়াইটার দিকে নিশার আলী নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা রেখে হাসপাতালের ভেতরে যান। ১০ মিনিট পর তিনি এসে দেখেন, তাঁর অটোরিকশাটি নেই। এ নিয়ে তিনি থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত দেড়টায় রাজপাড়া থানা-পুলিশের একটি দল রামেক হাসপাতালের সামনে থেকে প্রথমে নাসিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং চুরি করা অটোরিকশা জুলমত আলীর কাছে আছে বলে জানান। এরপর রাতেই পুঠিয়ার রধুরামপুর গ্রামে অভিযান চালিয়ে জুলমতকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অটোরিকশা।

ওসি জানান, এ দুই আসামি বিভিন্ন সময় অসুস্থতার ভান করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা ভাড়া করেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে চালককে ব্যস্ত রেখে কৌশলে অটোরিকশা চুরি করে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত