অর্চি হক, ঢাকা

ইফতারি বাজার যেন খাবারদাবারের বিশাল এক প্রদর্শনী। কত রকম খাবারের সন্ধান যে পাওয়া যায় এ সময়, সেগুলোর হিসাব রাখা সত্যিই কঠিন।
চিকেন হরিয়ালি, রেশমি, লতা, বিফ শিক, মাটন বটিসহ ১২ রকম কাবাবের পসরা সাজিয়েছে বেইলি রোডের ক্যাপিটাল ইফতারি বাজার। একই এলাকার নিউ চিন চিন চায়নিজ ইফতারি বাজারে কাবাবের বৈচিত্র্য আরও বেশি। তাদের তালিকায় রয়েছে ২০ ধরনের কাবাব। তবে এই ইফতারি বাজারের ব্যবস্থাপক মুক্তি মোহাম্মদ মহিউল আজম জানালেন, তালিকায় ২০টির নাম থাকলেও তাঁরা আসলে ২৭ ধরনের কাবাব বিক্রি করছেন। নাটকপাড়া হিসেবে পরিচিত রাজধানীর বেইলি রোডের খাবারের দোকানগুলো বহু বছর ধরে বাহারি ইফতার আয়োজনের জন্য বিখ্যাত। প্রতিবছরের মতো এবারের রোজাতেও এই এলাকার দোকানগুলোতে নানান পদের, নানান স্বাদের ইফতারসামগ্রীর পসরা বসেছে। আর এসবেরবড় অংশজুড়ে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব।
গতকাল শনিবার বেইলি রোডের বিভিন্ন খাবারের দোকান ঘুরে দেখা যায়, ৩৫টির বেশি ধরনের কাবাব বিক্রি হচ্ছে এখানে। কাবাবের সঙ্গে রয়েছে পরোটা, নানসহ বিভিন্ন ধরনের রুটি। আছে গরু, খাসি, মুরগি, কবুতর ও কোয়েলের মাংসের নানান পদ। শরবত আর মিষ্টির তালিকাতেও রয়েছে বৈচিত্র্য। হালিম, পোলাও, বিরিয়ানি, কাচ্চিসহ নিয়মিত পদগুলোও আছে বরাবরের মতো। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বেইলি রোডে ক্রেতারা আসছেন ইফতারি কিনতে। তবে বিক্রেতারা জানান, এখনো ইফতারির বাজার তেমন জমে ওঠেনি। লোকজন আসছে বটে, তবে বিক্রি তেমন হচ্ছে না। বিশেষ করে গত বছরের চেয়ে এবার বিক্রি কম। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার ইফতারসামগ্রীর দাম বেশি।
বেইলি রোডে কাবাব বিক্রি হয় ইউনিট হিসেবে। এর আবার অনেক ধরন আছে। এখানে কাবাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১ হাজার ৫০০ টাকা ইউনিট হিসেবে। পরোটা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৫০ টাকা প্রতিটি। সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বাটার নান, প্রতিটি ৬ টাকা।

ইফতারি বাজার যেন খাবারদাবারের বিশাল এক প্রদর্শনী। কত রকম খাবারের সন্ধান যে পাওয়া যায় এ সময়, সেগুলোর হিসাব রাখা সত্যিই কঠিন।
চিকেন হরিয়ালি, রেশমি, লতা, বিফ শিক, মাটন বটিসহ ১২ রকম কাবাবের পসরা সাজিয়েছে বেইলি রোডের ক্যাপিটাল ইফতারি বাজার। একই এলাকার নিউ চিন চিন চায়নিজ ইফতারি বাজারে কাবাবের বৈচিত্র্য আরও বেশি। তাদের তালিকায় রয়েছে ২০ ধরনের কাবাব। তবে এই ইফতারি বাজারের ব্যবস্থাপক মুক্তি মোহাম্মদ মহিউল আজম জানালেন, তালিকায় ২০টির নাম থাকলেও তাঁরা আসলে ২৭ ধরনের কাবাব বিক্রি করছেন। নাটকপাড়া হিসেবে পরিচিত রাজধানীর বেইলি রোডের খাবারের দোকানগুলো বহু বছর ধরে বাহারি ইফতার আয়োজনের জন্য বিখ্যাত। প্রতিবছরের মতো এবারের রোজাতেও এই এলাকার দোকানগুলোতে নানান পদের, নানান স্বাদের ইফতারসামগ্রীর পসরা বসেছে। আর এসবেরবড় অংশজুড়ে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব।
গতকাল শনিবার বেইলি রোডের বিভিন্ন খাবারের দোকান ঘুরে দেখা যায়, ৩৫টির বেশি ধরনের কাবাব বিক্রি হচ্ছে এখানে। কাবাবের সঙ্গে রয়েছে পরোটা, নানসহ বিভিন্ন ধরনের রুটি। আছে গরু, খাসি, মুরগি, কবুতর ও কোয়েলের মাংসের নানান পদ। শরবত আর মিষ্টির তালিকাতেও রয়েছে বৈচিত্র্য। হালিম, পোলাও, বিরিয়ানি, কাচ্চিসহ নিয়মিত পদগুলোও আছে বরাবরের মতো। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বেইলি রোডে ক্রেতারা আসছেন ইফতারি কিনতে। তবে বিক্রেতারা জানান, এখনো ইফতারির বাজার তেমন জমে ওঠেনি। লোকজন আসছে বটে, তবে বিক্রি তেমন হচ্ছে না। বিশেষ করে গত বছরের চেয়ে এবার বিক্রি কম। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার ইফতারসামগ্রীর দাম বেশি।
বেইলি রোডে কাবাব বিক্রি হয় ইউনিট হিসেবে। এর আবার অনেক ধরন আছে। এখানে কাবাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১ হাজার ৫০০ টাকা ইউনিট হিসেবে। পরোটা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৫০ টাকা প্রতিটি। সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বাটার নান, প্রতিটি ৬ টাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫