Ajker Patrika

জামানত হারিয়েছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১: ২৫
জামানত হারিয়েছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী

পঞ্চম ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানাত হারিয়েছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী। জামানত হারানো ২৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০০ ভোটের কম পেয়েছেন ৮ জন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আশাশুনির ১১ ইউপিতে চেয়ারম্যান পদে সর্বমোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১১, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের ৪, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের ১ জন জামানাত হারিয়েছেন। এ ছাড়া চশমা, ঘোড়া, আনারস, মোটরসাইকেল, টেবিল ফ্যান, টেলিফোনসহ বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করে ৩৮ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাঁদের জামানত হারান।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে, শোভনালী ইউপিতে আব্দুল মজিদ মোল্যা, এস এম মনিরুজ্জামান ও লুৎফর রহমান। বুধহাটায় মো. ফিরোজ আহমেদ, আবুল হাসেম, রেজওয়ান সরদার ও মোবারক হোসেন। কুল্যায় মাসুম আলী ও ইয়াকুব আলী। দরগাহপুর ইউপিতে আব্দুর রাজ্জাক, স ম জাকির হোসেন ও অজিয়ার রহমান। বড়দলে আব্দুল হান্নান মন্টু সরদার, এস এম নাসিরউদ্দীন আরজু সানা, আবু সাইদ ঢালী ও আব্দুল গফুর।

আশাশুনি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করা ৩ প্রার্থীই পর্যাপ্ত ভোট পাওয়ায় কারও জামানত বাজেয়াপ্ত হয়নি। শ্রীউলা ইউপিতে রফিকুজ্জামান ছট্টু জামানত হারিয়েছেন।

খাজরায় ফজলুর রহমান, রবিউল ইসলাম রবি, বোরহান উদ্দিন, ফজলুল হক ও নৃপেন্দ্রনাথ মন্ডল। আনুলিয়ায় শুধু জাবেদুল মাওলা জামানত হারিয়েছেন। প্রতাপনগরে নুরুল ইসলাম, শেখ রিয়াদ মাহমুদ ও হারুন-উর-রশিদ। কাদাকাটি ইউপির অমৃত কুমার সানা জামানত হারান।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ভোটারদের দেওয়া ভোটের ৮ শতাংশের কম ভোট না পাওয়ায় প্রার্থীদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম বলেন, ‘প্রত্যেকেরই প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। তবে প্রার্থীর গ্রহণযোগ্যতার বিষয়ে তাঁর একটি ধারণা থাকা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত