
সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র, পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায়। পানিনিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উপজেলার হাজারো মানুষ।
গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি শপিং মল। যে কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এ এলাকায়। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক মাওনা চৌরাস্তায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিশেছে। আরেকটি সড়ক মাওনা থেকে কালিয়াকৈরে গেছে।
মাওনা-শ্রীপুর সংযোগ সড়কের দুই পাশে রয়েছে কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান। রয়েছে শতাধিক বাড়িঘর। রয়েছে ৩০টির মতো ব্যাংকের শাখা কার্যালয়। আশপাশে রয়েছে বহু শিল্পপ্রতিষ্ঠান।
গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার শ্রীপুরমুখী সড়কের প্রবেশ মুখে গতকাল বেলা ১১টা থেকে হওয়া বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাওনা চৌরাস্তায় সৃষ্ট জলাবদ্ধতার ফলে মানুষ ময়লাযুক্ত পানির ভেতর দিয়ে চলাচল করছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব পরিবহন চলাচল করছে পানির মধ্য দিয়েই। এ সময় দু-একটি মোটরসাইকেল পড়ছে দুর্ঘটনার কবলে।
মাওনা চৌরাস্তার একটি শপিং মলে কেনাকাটা করতে আসা নারগিস আক্তার বলেন, সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার যে হাল, বর্ষাকালে যে কী হবে ভাবা যায় না। সড়কের এপার থেকে ওপার যেতে কাদা আর ময়লা পানি ঠেলে যেতে হবে। তাতে কাপড় ভিজে যাবে। পরে ভেজা কাপড়ে বাড়ি ফিরতে হবে।’
শ্রীপুরের গাজীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান আলী শেখ বলেন, ‘রিকশা থেকে নেমে পানির মধ্যে হেঁটে এ পর্যন্ত আসলাম। রাস্তার ওপর জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এসব পানি বিভিন্ন টয়লেটের পানির সঙ্গে মিশে গেছে। এই পানি শরীরের মধ্যে লাগলে চর্মরোগ হওয়ার আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে বর্ষাকালে এই ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যাবে।’
মাওনা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম রতন বলেন, পৌরসভার একটি গুরুত্বপূর্ণ স্থান মাওনা চৌরাস্তা। তবে বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত সময়ের মধ্যে এর একটি স্থায়ী সমাধান দরকার।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, জলাবদ্ধতার খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র, পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায়। পানিনিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উপজেলার হাজারো মানুষ।
গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি শপিং মল। যে কারণে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এ এলাকায়। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক মাওনা চৌরাস্তায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিশেছে। আরেকটি সড়ক মাওনা থেকে কালিয়াকৈরে গেছে।
মাওনা-শ্রীপুর সংযোগ সড়কের দুই পাশে রয়েছে কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান। রয়েছে শতাধিক বাড়িঘর। রয়েছে ৩০টির মতো ব্যাংকের শাখা কার্যালয়। আশপাশে রয়েছে বহু শিল্পপ্রতিষ্ঠান।
গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার শ্রীপুরমুখী সড়কের প্রবেশ মুখে গতকাল বেলা ১১টা থেকে হওয়া বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাওনা চৌরাস্তায় সৃষ্ট জলাবদ্ধতার ফলে মানুষ ময়লাযুক্ত পানির ভেতর দিয়ে চলাচল করছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সব পরিবহন চলাচল করছে পানির মধ্য দিয়েই। এ সময় দু-একটি মোটরসাইকেল পড়ছে দুর্ঘটনার কবলে।
মাওনা চৌরাস্তার একটি শপিং মলে কেনাকাটা করতে আসা নারগিস আক্তার বলেন, সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই চৌরাস্তার যে হাল, বর্ষাকালে যে কী হবে ভাবা যায় না। সড়কের এপার থেকে ওপার যেতে কাদা আর ময়লা পানি ঠেলে যেতে হবে। তাতে কাপড় ভিজে যাবে। পরে ভেজা কাপড়ে বাড়ি ফিরতে হবে।’
শ্রীপুরের গাজীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান আলী শেখ বলেন, ‘রিকশা থেকে নেমে পানির মধ্যে হেঁটে এ পর্যন্ত আসলাম। রাস্তার ওপর জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এসব পানি বিভিন্ন টয়লেটের পানির সঙ্গে মিশে গেছে। এই পানি শরীরের মধ্যে লাগলে চর্মরোগ হওয়ার আশঙ্কা রয়েছে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে বর্ষাকালে এই ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যাবে।’
মাওনা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম রতন বলেন, পৌরসভার একটি গুরুত্বপূর্ণ স্থান মাওনা চৌরাস্তা। তবে বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত সময়ের মধ্যে এর একটি স্থায়ী সমাধান দরকার।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রাকিবুল আহসান বলেন, জলাবদ্ধতার খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫