সিলেট সংবাদদাতা

জমজম বাংলাদেশের উদ্যোগে ১ হাজার ২০০ পরিবারকে ৩৬ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ প্রদান করা হয়। গতকাল শনিবার সকালে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জমজম বাংলাদেশের অন্যতম দাতা মো. রফিকের (মজনু মিয়া) পরিবারের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জমজমের নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী। আরও বক্তব্য দেন জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী, পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, পরিচালক মো. কামরুজ্জামান (জুয়েল), পরিচালক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মনোজ্জির আলী, জমজমের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, রোটারিয়ান ডা. এম. এ সালাম, ইউসিবিএল এর সাবেক ইভিপি মো. জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুর রহমান ওয়াহিদ বলেন, জমজম বাংলাদেশ দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করছে তা প্রশংসার দাবিদার। বস্তিবাসী শিশুদের শিক্ষাদানের জন্য একশর অধিক স্কুল করা সহজ ব্যাপার না। এই সংগঠনের সঙ্গে যুক্ত চেয়ারম্যান ও পরিচালকরা যুক্তরাজ্যপ্রবাসী হয়েও দেশ এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, দরিদ্র মানুষকে নিয়ে চিন্তা-চেতনা তার জন্য তাকে স্যালুট জানাচ্ছি।
জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ২০০৩ সালে জমজম প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিত্তবান মানুষ আমাদের এ যাত্রায় সহযোগিতা করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ। এই সংগঠন সব সময় সুবিধাভোগী মানুষের কল্যাণে, শিশুশিক্ষা বিকাশে এবং বেকারত্ব রোধে কাজ করে যাবে।
নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী বলেন, জমজম মূলত বস্তিবাসী শিশুদের শিক্ষাদানে কাজ করে যাচ্ছে। একশতের বেশি প্রতিষ্ঠানে প্রায় ৩০০০ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা এবং ইউনিফর্মও প্রদান করা হয়। তা ছাড়া জমজম এর ট্রেনিং সেন্টারের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ ব্যবস্থা আছে।

জমজম বাংলাদেশের উদ্যোগে ১ হাজার ২০০ পরিবারকে ৩৬ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ প্রদান করা হয়। গতকাল শনিবার সকালে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জমজম বাংলাদেশের অন্যতম দাতা মো. রফিকের (মজনু মিয়া) পরিবারের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জমজমের নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী। আরও বক্তব্য দেন জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী, পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, পরিচালক মো. কামরুজ্জামান (জুয়েল), পরিচালক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মনোজ্জির আলী, জমজমের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, রোটারিয়ান ডা. এম. এ সালাম, ইউসিবিএল এর সাবেক ইভিপি মো. জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুর রহমান ওয়াহিদ বলেন, জমজম বাংলাদেশ দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করছে তা প্রশংসার দাবিদার। বস্তিবাসী শিশুদের শিক্ষাদানের জন্য একশর অধিক স্কুল করা সহজ ব্যাপার না। এই সংগঠনের সঙ্গে যুক্ত চেয়ারম্যান ও পরিচালকরা যুক্তরাজ্যপ্রবাসী হয়েও দেশ এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, দরিদ্র মানুষকে নিয়ে চিন্তা-চেতনা তার জন্য তাকে স্যালুট জানাচ্ছি।
জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ২০০৩ সালে জমজম প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিত্তবান মানুষ আমাদের এ যাত্রায় সহযোগিতা করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ। এই সংগঠন সব সময় সুবিধাভোগী মানুষের কল্যাণে, শিশুশিক্ষা বিকাশে এবং বেকারত্ব রোধে কাজ করে যাবে।
নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী বলেন, জমজম মূলত বস্তিবাসী শিশুদের শিক্ষাদানে কাজ করে যাচ্ছে। একশতের বেশি প্রতিষ্ঠানে প্রায় ৩০০০ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা এবং ইউনিফর্মও প্রদান করা হয়। তা ছাড়া জমজম এর ট্রেনিং সেন্টারের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ ব্যবস্থা আছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫