Ajker Patrika

ঢাকায় বেড়িয়ে গেলেন ভারতীয় তারকারা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৮: ৪৫
ঢাকায় বেড়িয়ে গেলেন ভারতীয় তারকারা

অনেকটা চুপিসারেই ১২ মার্চ দিবাগত রাতটা ঢাকায় কাটালেন বলিউড ও টালিউডের একঝাঁক তারকা। এদের মধ্যে ছিলেন বলিউডের সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, শেফালি ও কণ্ঠশিল্পী কৈলাশ খের। টালিউড তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী।

রাজধানীর একটি কনভেনশন হলে এ দিন রাতে অনুষ্ঠিত হয় গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নীর মেয়ের বিবাহ-পরবর্তী সংবর্ধনা। সেখানে অংশ নিতেই ঢাকা এসেছিলেন ভারতীয় তারকারা। রাতের অনুষ্ঠানে নাচে-গানে মেতে ওঠেন সবাই। সকাল গড়াতেই আবার ফিরে গেছেন ভারতে। এঁদের মধ্যে কেবল সানি লিওনির আসার খবর চাউর হয়। তিনি নিজেই এটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অন্যরা বেশ গোপনেই ঢাকায় এসে নেচে-গেয়ে-খেয়ে গেলেন বিয়ে। ফারজানা মুন্নীর পারিবারিক ওই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হয়। কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাঁক শিল্পী। গেয়েছেন কৈলাশ খেরও। সানি লিওনি, নারগিস ফাখরি, নুসরাত জাহান, মিমি চক্রবর্তীসহ বেশির ভাগ ভারতীয় তারকাই ফারজানা মুন্নীর টিএম রেকর্ডসের গানে মডেল হয়েছেন। বাংলাদেশেরও অনেক তারকা এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত