নুরুল আমীন রবীন, শরীয়তপুর

ভূমি অধিগ্রহণ আইনে না থাকলেও অর্থ ছাড়ে ১০ শতাংশ কর্তনের শর্তে ক্ষতিপূরণের চেক বিতরণ করতে পারছে না জেলা প্রশাসকের কার্যালয়। এ কারণে শুরু হচ্ছে না শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে চালু হওয়ার কথা রয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে শরীয়তপুরের যোগাযোগ সহজ করতে জেলা শহর থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নয়নের কাজ হাতে নেয় সরকার। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ১ হাজার ৬৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। প্রকল্পে সড়ক উন্নয়নে নতুন করে ১০৫ দশমিক ৫৬ হেক্টর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রাখা হয় ১ হাজার ২১৮ কোটি টাকা, বাকি ৪২৪ কোটি টাকা ব্যয় করা হবে সড়ক নির্মাণে। এর মধ্যে অধিগ্রহণ করা জমির মালিকদের পরিশোধ করার জন্য জেলা প্রশাসককে ১১০ কোটি টাকার অর্থ ছাড় দেয় সওজ বিভাগ। প্রকল্পের মেয়াদ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত থাকলেও ইতিমধ্যে সওজ বিভাগের পক্ষ থেকে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে।
সড়ক উন্নয়নে গত বছরের সেপ্টেম্বর থেকে ২১টি এলএ কেসের মাধ্যমে জমি অধিগ্রহণের কাজ শুরু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫ নম্বর এলএ কেসে থাকা ১০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ৩৬ কোটি ১১ লাখ ১২ হাজার ৩৫৫ টাকার প্রাক্কলন মূল্য নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য চিঠি দেয় সওজ বিভাগকে। প্রাক্কলিত মূল্য থেকে অধিগ্রহণ করা জমিতে থাকা অবকাঠামো ও গাছপালার ক্ষতিপূরণের টাকা থেকে নিলাম মূল্য বাবদ ১০ শতাংশ কর্তনের শর্ত দিয়ে জেলা প্রশাসককে অর্থ অনুমোদনের চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
ভূমি অধিগ্রহণ আইনে বিষয়টি না থাকায় ওই চিঠি দেওয়ার পর থেমে যায় ক্ষতিপূরণের চেক হস্তান্তরের কাজ। বিষয়টি সমাধানের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সই করা চিঠিতে বলা হয়, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭-তে নিলাম মূল্য হিসেবে ১০ শতাংশ কর্তনের বিষয়টি উল্লেখ নেই। কোনো প্রকল্পের প্রাক্কলিত অর্থ শর্ত সাপেক্ষে দেওয়া আইন সিদ্ধ নয় বা কোনো শর্ত আরোপ করে প্রাক্কলিত অর্থ প্রাপ্তির নজির এ কার্যালয়ে নেই। শর্তটি বাস্তবায়িত হলে জনরোষ সৃষ্টি হতে পারে।
নাওডোবা এলাকার মজিবর মাতবর বলেন, ‘এর আগেও আমাগো জমি অধিগ্রহণ করা হয়েছিল। তখন কোনো টাকা কাটেনি সরকার। এমন হলে আমরা ক্ষতিপূরণের টাকা নিব না, আমাদের জমিও সরকারকে দিব না।’
শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওনুর রহমান বলেন, ‘প্রাক্কলন মূল্য থেকে ১০ শতাংশ কর্তনের বিষয়টি ভূমি অধিগ্রহণ আইনে না থাকলেও এ জাতীয় বিষয় আমাদের প্র্যাকটিসে আছে। মন্ত্রণালয়ের অর্ডারের পরিপ্রেক্ষিতে এখন ডিসি অফিস যে ব্যবস্থা নিবে, সেটাই হবে।’
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা আজকের পত্রিকাকে বলেন, ‘সওজ বিভাগ থেকে আমরা যে চিঠিটা পেয়েছি, সেটা আমাদের ভূমি অধিগ্রহণ আইন পারমিট করে না। আইনের বাইরে জেলা প্রশাসন থেকে কিছু করার সুযোগ নেই। যেহেতু চিঠিতে ১০ শতাংশ কাটার শর্ত উল্লেখ করা আছে, তাই এটা নিয়ে সিদ্ধান্তের বিষয় আছে। এ জন্য একটু বিলম্ব হচ্ছে। তবে আশা করি, দ্রুতই আমরা এটা সমাধান করতে পারব।’

ভূমি অধিগ্রহণ আইনে না থাকলেও অর্থ ছাড়ে ১০ শতাংশ কর্তনের শর্তে ক্ষতিপূরণের চেক বিতরণ করতে পারছে না জেলা প্রশাসকের কার্যালয়। এ কারণে শুরু হচ্ছে না শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে চালু হওয়ার কথা রয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে শরীয়তপুরের যোগাযোগ সহজ করতে জেলা শহর থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নয়নের কাজ হাতে নেয় সরকার। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ১ হাজার ৬৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। প্রকল্পে সড়ক উন্নয়নে নতুন করে ১০৫ দশমিক ৫৬ হেক্টর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রাখা হয় ১ হাজার ২১৮ কোটি টাকা, বাকি ৪২৪ কোটি টাকা ব্যয় করা হবে সড়ক নির্মাণে। এর মধ্যে অধিগ্রহণ করা জমির মালিকদের পরিশোধ করার জন্য জেলা প্রশাসককে ১১০ কোটি টাকার অর্থ ছাড় দেয় সওজ বিভাগ। প্রকল্পের মেয়াদ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত থাকলেও ইতিমধ্যে সওজ বিভাগের পক্ষ থেকে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে।
সড়ক উন্নয়নে গত বছরের সেপ্টেম্বর থেকে ২১টি এলএ কেসের মাধ্যমে জমি অধিগ্রহণের কাজ শুরু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫ নম্বর এলএ কেসে থাকা ১০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ৩৬ কোটি ১১ লাখ ১২ হাজার ৩৫৫ টাকার প্রাক্কলন মূল্য নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য চিঠি দেয় সওজ বিভাগকে। প্রাক্কলিত মূল্য থেকে অধিগ্রহণ করা জমিতে থাকা অবকাঠামো ও গাছপালার ক্ষতিপূরণের টাকা থেকে নিলাম মূল্য বাবদ ১০ শতাংশ কর্তনের শর্ত দিয়ে জেলা প্রশাসককে অর্থ অনুমোদনের চিঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
ভূমি অধিগ্রহণ আইনে বিষয়টি না থাকায় ওই চিঠি দেওয়ার পর থেমে যায় ক্ষতিপূরণের চেক হস্তান্তরের কাজ। বিষয়টি সমাধানের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সই করা চিঠিতে বলা হয়, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭-তে নিলাম মূল্য হিসেবে ১০ শতাংশ কর্তনের বিষয়টি উল্লেখ নেই। কোনো প্রকল্পের প্রাক্কলিত অর্থ শর্ত সাপেক্ষে দেওয়া আইন সিদ্ধ নয় বা কোনো শর্ত আরোপ করে প্রাক্কলিত অর্থ প্রাপ্তির নজির এ কার্যালয়ে নেই। শর্তটি বাস্তবায়িত হলে জনরোষ সৃষ্টি হতে পারে।
নাওডোবা এলাকার মজিবর মাতবর বলেন, ‘এর আগেও আমাগো জমি অধিগ্রহণ করা হয়েছিল। তখন কোনো টাকা কাটেনি সরকার। এমন হলে আমরা ক্ষতিপূরণের টাকা নিব না, আমাদের জমিও সরকারকে দিব না।’
শরীয়তপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওনুর রহমান বলেন, ‘প্রাক্কলন মূল্য থেকে ১০ শতাংশ কর্তনের বিষয়টি ভূমি অধিগ্রহণ আইনে না থাকলেও এ জাতীয় বিষয় আমাদের প্র্যাকটিসে আছে। মন্ত্রণালয়ের অর্ডারের পরিপ্রেক্ষিতে এখন ডিসি অফিস যে ব্যবস্থা নিবে, সেটাই হবে।’
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা আজকের পত্রিকাকে বলেন, ‘সওজ বিভাগ থেকে আমরা যে চিঠিটা পেয়েছি, সেটা আমাদের ভূমি অধিগ্রহণ আইন পারমিট করে না। আইনের বাইরে জেলা প্রশাসন থেকে কিছু করার সুযোগ নেই। যেহেতু চিঠিতে ১০ শতাংশ কাটার শর্ত উল্লেখ করা আছে, তাই এটা নিয়ে সিদ্ধান্তের বিষয় আছে। এ জন্য একটু বিলম্ব হচ্ছে। তবে আশা করি, দ্রুতই আমরা এটা সমাধান করতে পারব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫