Ajker Patrika

করোনায় মৃত্যুশূন্য পাঁচ বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬: ৩১
করোনায় মৃত্যুশূন্য   পাঁচ বিভাগ

নিয়ন্ত্রণে করোনার দ্বিতীয় ঢেউ। সংক্রমণের মাত্রা কমে যাওয়ায় এবার শনাক্ত রোগীর সংখ্যা তিন শর ঘরে চলে এসেছে। অন্যদিকে প্রায় দুই সপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর তালিকায় ৩-৪টি বিভাগ থাকলেও গতকাল শুক্রবার মৃত্যুশূন্য ছিল পাঁচ বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগের দিনের মতো গতকাল সারা দেশে করোনায় মৃতের সংখ্যা এক অঙ্কের ঘরে ছিল। এদিন মারা গেছে নয়জন। আগের দিন ছিল সাতজন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৪৬ জনে ঠেকেছে।

নতুন মারা যাওয়াদের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে দুজন ও সিলেট বিভাগে একজন। আর মৃত্যুশূন্য ছিল রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮ মাস পর সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ