ইবি প্রতিনিধি

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ডাইরেক্টর অব প্ল্যানিং ও বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এবং মঈন নামের এক ব্যক্তির অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে এই অডিও সাথী খাতুন নামের একটি আইডি দিয়ে প্রচার হচ্ছে। এ সময় লেনদেন-সংক্রান্ত একই অডিওতে পরপর কয়েকটি ভিন্ন ভিন্ন সময়ের কথোপকথন শোনা যায়।
অডিওটি ২ মিনিট ৫০ সেকেন্ডের। সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওর প্রথম অংশে শোনা যায়, মঈন নামের একজন বলেন, স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি মঈন বলছিলাম। স্যার, আজকে তো ওইটা জমা দিয়ে দিলাম। টাকা কোথায় কখন প্লেস করব আপনাকে। বললে আমি ওইভাবে প্রিপারেশন নিতাম আরকি।
এ সময় বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ৩টার সময় কুষ্টিয়া এসে দিতে হবে। তখন মঈন বলেন, ‘৩টার সময় স্যার পারব না। সাড়ে ৪টার সময় পারব।
আলী হাসান বলেন, সাড়ে ৪টার সময়ই দিয়েন। মঈন বলেন, জ্বি স্যার সাড়ে ৪টার সময় পাব। চার লাখ টাকা পাব। আপনার টোটাল টাকাটাই পাব কিন্তু আপনার চার লাখ টাকা সাড়ে ৪টা থেকে পাব, ৫টা সাড়ে ৫টার ভেতর মধ্যে দিয়ে দেব।
আলী হাসান বলেন, ফোনে এগুলো বলা দরকার নাই। মঈন বলেন, আমি সেফ জায়গায় আছি। আলী হাসান বলেন, না না ফোনে এগুলো বলার দরকার নেই।
মঈন বলেন, ওহ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আলী হাসান বলেন, আমি শুধু ফোনে বলে দেব কোন জায়গা। মঈন বলেন, ওকে, ধন্যবাদ স্যার।
অডিওর দ্বিতীয় অংশে রেজিস্ট্রার আলী হাসান বলেন, কে বলছেন? বিপরীত পক্ষ থেকে বলেন, মঈন সাহেব বলছিলাম, আপনি কে বলছিলেন? আলী হাসান, আমি ডাইরেক্টর প্ল্যানিং বলছিলাম। মঈন, ও আচ্ছা স্যার। ওইটা সাড়ে ৪টার দিকে পাবেন। আলী হাসান বলেন, আচ্ছা ঠিক আছে। ওইটা একটু দেখেশুনে বলবেন। মঈন, না স্যার বলব না। আমি শুধু ইঙ্গিত দেব আপনাকে। যে আমার হয়ে গেছে আমি কোথায় আসব। আলী হাসান বলেন, আচ্ছা ঠিক আছে।
অডিওর তৃতীয় অংশে রেজিস্ট্রার আলী হাসান মঈনকে উদ্দেশ করে বলেন, হয়েছে? মঈন বলেন, না এখনো হয়নি স্যার, বসে আছি ব্যাংকে। কনফার্মেশনের জন্য বসে আছি। এ সময় আলী হাসান বলেন, আচ্ছা, আমি আছি শহরের ভেতরেই আছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা খুবই বিব্রত। আমি নিশ্চিত এটা তাঁর কণ্ঠ। কর্মকর্তা সমিতির একটি জরুরি মিটিং ডেকেছি, মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা উপাচার্যের কাছে বিষয়টি উপস্থাপন করব।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত না। এমন ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ নিতে পারি। দেখি কী করা যায়।’
সম্প্রতি কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ একাধিক অডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ডাইরেক্টর অব প্ল্যানিং ও বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এবং মঈন নামের এক ব্যক্তির অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে এই অডিও সাথী খাতুন নামের একটি আইডি দিয়ে প্রচার হচ্ছে। এ সময় লেনদেন-সংক্রান্ত একই অডিওতে পরপর কয়েকটি ভিন্ন ভিন্ন সময়ের কথোপকথন শোনা যায়।
অডিওটি ২ মিনিট ৫০ সেকেন্ডের। সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওর প্রথম অংশে শোনা যায়, মঈন নামের একজন বলেন, স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি মঈন বলছিলাম। স্যার, আজকে তো ওইটা জমা দিয়ে দিলাম। টাকা কোথায় কখন প্লেস করব আপনাকে। বললে আমি ওইভাবে প্রিপারেশন নিতাম আরকি।
এ সময় বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ৩টার সময় কুষ্টিয়া এসে দিতে হবে। তখন মঈন বলেন, ‘৩টার সময় স্যার পারব না। সাড়ে ৪টার সময় পারব।
আলী হাসান বলেন, সাড়ে ৪টার সময়ই দিয়েন। মঈন বলেন, জ্বি স্যার সাড়ে ৪টার সময় পাব। চার লাখ টাকা পাব। আপনার টোটাল টাকাটাই পাব কিন্তু আপনার চার লাখ টাকা সাড়ে ৪টা থেকে পাব, ৫টা সাড়ে ৫টার ভেতর মধ্যে দিয়ে দেব।
আলী হাসান বলেন, ফোনে এগুলো বলা দরকার নাই। মঈন বলেন, আমি সেফ জায়গায় আছি। আলী হাসান বলেন, না না ফোনে এগুলো বলার দরকার নেই।
মঈন বলেন, ওহ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আলী হাসান বলেন, আমি শুধু ফোনে বলে দেব কোন জায়গা। মঈন বলেন, ওকে, ধন্যবাদ স্যার।
অডিওর দ্বিতীয় অংশে রেজিস্ট্রার আলী হাসান বলেন, কে বলছেন? বিপরীত পক্ষ থেকে বলেন, মঈন সাহেব বলছিলাম, আপনি কে বলছিলেন? আলী হাসান, আমি ডাইরেক্টর প্ল্যানিং বলছিলাম। মঈন, ও আচ্ছা স্যার। ওইটা সাড়ে ৪টার দিকে পাবেন। আলী হাসান বলেন, আচ্ছা ঠিক আছে। ওইটা একটু দেখেশুনে বলবেন। মঈন, না স্যার বলব না। আমি শুধু ইঙ্গিত দেব আপনাকে। যে আমার হয়ে গেছে আমি কোথায় আসব। আলী হাসান বলেন, আচ্ছা ঠিক আছে।
অডিওর তৃতীয় অংশে রেজিস্ট্রার আলী হাসান মঈনকে উদ্দেশ করে বলেন, হয়েছে? মঈন বলেন, না এখনো হয়নি স্যার, বসে আছি ব্যাংকে। কনফার্মেশনের জন্য বসে আছি। এ সময় আলী হাসান বলেন, আচ্ছা, আমি আছি শহরের ভেতরেই আছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা খুবই বিব্রত। আমি নিশ্চিত এটা তাঁর কণ্ঠ। কর্মকর্তা সমিতির একটি জরুরি মিটিং ডেকেছি, মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা উপাচার্যের কাছে বিষয়টি উপস্থাপন করব।’
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত না। এমন ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ নিতে পারি। দেখি কী করা যায়।’
সম্প্রতি কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ একাধিক অডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫