নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয় রেকর্ড দামে। যুদ্ধের তেজ ধীরে ধীরে কমতে শুরু করলে পড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। তবে বিশ্ববাজারে দাম কমার এ প্রভাব পড়ছে না স্থানীয় বাজারে। ক্ষেত্রবিশেষে দেখা যায়, বিশ্ববাজারের তুলনায় দেশে পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ হারে।
সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এক প্রতিবেদনে বলছে, গত ১২ মাসে গম, ভুট্টা, ভোজ্যতেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমেছে ২০ দশমিক ০৫ শতাংশ, আর এপ্রিল থেকে টানা নয় মাস বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে।
দেশের প্রধান কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যে যেমন—সয়াবিন তেল, চিনি, গম, পেঁয়াজ, মসুর ডাল ও ছোলার দাম বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববাজারের তুলনায় স্থানীয় বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে।
২০২১ সাল থেকেই সয়াবিনের দাম ঊর্ধ্বমুখী। দেশের বাজারে সয়াবিনের দাম প্রতি লিটার ২১০ টাকা পর্যন্ত ছুঁয়েছে। যদিও বাজারে এখন ১৮০ টাকা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে।
গত বছরের মে মাসে অপরিশোধিত সয়াবিনের গড় আমদানিমূল্য ছিল টনপ্রতি ১ হাজার ৮৮৩ ডলার। আর চলতি বছরের মার্চে তা প্রতি টনে ৫৫২ ডলার কমে দাঁড়ায় ১ হাজার ৩৩১ ডলার, যা শতাংশের হিসাবে প্রায় ২৯ শতাংশ অথচ এ সময়ে দেশে ভোক্তাপর্যায়ে দাম কমেছে মাত্র ৮ শতাংশ।
বিশ্ববাজারে সয়াবিন তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে পাম তেলের দামও। বছরখানেক আগেও যে পাম তেলের আমদানিমূল্য ছিল প্রতি টন ১ হাজার ৫৩৩ ডলার, এখন তা কমে হয়েছে ৯৭৫ ডলার। পাম তেলের দাম স্থানীয় বাজারে কমেছে ২৬ শতাংশ। যদিও বিশ্ববাজারে কমে ৩৬ শতাংশ।
চিনির দাম এক বছর ধরে ছিল ভোক্তাদের অন্যতম মাথাব্যথার কারণ। গত বছরের মে মাসে আমদানি হওয়া অপরিশোধিত চিনির গড়মূল্য ছিল টনপ্রতি ৪৫৭ ডলার। চলতি বছরের মার্চে তা দাঁড়ায় টনপ্রতি ৪৯১ ডলার। বিশ্ববাজারে ৭ শতাংশ দাম বাড়লেও দেশে বেড়েছে ৪৭ শতাংশ।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়লে স্থানীয় বাজারে হু হু করে বাড়ানো হয়; কিন্তু বিশ্ববাজারে কমলেও দেশে কমানো হয় না। এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতারণা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয় রেকর্ড দামে। যুদ্ধের তেজ ধীরে ধীরে কমতে শুরু করলে পড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। তবে বিশ্ববাজারে দাম কমার এ প্রভাব পড়ছে না স্থানীয় বাজারে। ক্ষেত্রবিশেষে দেখা যায়, বিশ্ববাজারের তুলনায় দেশে পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ হারে।
সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এক প্রতিবেদনে বলছে, গত ১২ মাসে গম, ভুট্টা, ভোজ্যতেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমেছে ২০ দশমিক ০৫ শতাংশ, আর এপ্রিল থেকে টানা নয় মাস বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে।
দেশের প্রধান কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যে যেমন—সয়াবিন তেল, চিনি, গম, পেঁয়াজ, মসুর ডাল ও ছোলার দাম বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববাজারের তুলনায় স্থানীয় বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে।
২০২১ সাল থেকেই সয়াবিনের দাম ঊর্ধ্বমুখী। দেশের বাজারে সয়াবিনের দাম প্রতি লিটার ২১০ টাকা পর্যন্ত ছুঁয়েছে। যদিও বাজারে এখন ১৮০ টাকা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে।
গত বছরের মে মাসে অপরিশোধিত সয়াবিনের গড় আমদানিমূল্য ছিল টনপ্রতি ১ হাজার ৮৮৩ ডলার। আর চলতি বছরের মার্চে তা প্রতি টনে ৫৫২ ডলার কমে দাঁড়ায় ১ হাজার ৩৩১ ডলার, যা শতাংশের হিসাবে প্রায় ২৯ শতাংশ অথচ এ সময়ে দেশে ভোক্তাপর্যায়ে দাম কমেছে মাত্র ৮ শতাংশ।
বিশ্ববাজারে সয়াবিন তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে পাম তেলের দামও। বছরখানেক আগেও যে পাম তেলের আমদানিমূল্য ছিল প্রতি টন ১ হাজার ৫৩৩ ডলার, এখন তা কমে হয়েছে ৯৭৫ ডলার। পাম তেলের দাম স্থানীয় বাজারে কমেছে ২৬ শতাংশ। যদিও বিশ্ববাজারে কমে ৩৬ শতাংশ।
চিনির দাম এক বছর ধরে ছিল ভোক্তাদের অন্যতম মাথাব্যথার কারণ। গত বছরের মে মাসে আমদানি হওয়া অপরিশোধিত চিনির গড়মূল্য ছিল টনপ্রতি ৪৫৭ ডলার। চলতি বছরের মার্চে তা দাঁড়ায় টনপ্রতি ৪৯১ ডলার। বিশ্ববাজারে ৭ শতাংশ দাম বাড়লেও দেশে বেড়েছে ৪৭ শতাংশ।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়লে স্থানীয় বাজারে হু হু করে বাড়ানো হয়; কিন্তু বিশ্ববাজারে কমলেও দেশে কমানো হয় না। এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতারণা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫