
আজ থেকে ঠিক দুই বছর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) উত্থাপন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ। বিলটি তাৎক্ষণিকভাবে পাস হয়ে নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) পরিণত হয়।
ভারতের সংসদের নির্দেশনা অনুযায়ী, কোনো আইন পাস হওয়ার ছয় মাসের মধ্যে তা কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা প্রকাশ করতে হয়। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও তা করা হয়নি কেন, তার কিছু কারণ উঠে এসেছে স্ক্রলডটকমের একটি বিশ্লেষণে।
দেশের বিক্ষোভ ও বিদেশের চাপের কারণেই মূলত তা বাস্তবায়ন করা যায়নি উল্লেখ করে স্ক্রলের প্রতিবেদনে বলা হয়, ‘সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দিল্লির পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বিক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কারণ, সিএএতে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। ফলে সীমান্তবর্তী রাজ্যগুলোয় শঙ্কা দেখা দেয়, প্রতিবেশী দেশ থেকে তাদের রাজ্যে শিগগির শরণার্থীদের ঢল দেখা দিতে পারে। আসামে সিএএবিরোধী বিক্ষোভে অন্তত পাঁচজন নিহত হন। এ নিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গত বছর এ নিয়ে দিল্লিতে হিন্দু-মুসলমান দাঙ্গা হয়।
নাগরিকত্ব আইন নিয়ে ভারতে বিরোধ যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সফর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরকে কেন্দ্র করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটে। তা ছাড়া, পশ্চিমা দেশগুলোও ভারতের এসব আইনকে ভালো চোখে দেখেনি। দ্য ইকোনমিস্টের ২০২০ সালের বার্ষিক গণতন্ত্র সূচকে ভারতের অবস্থান ১০ ধাপ নিচে নেমে আসে।
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক ‘ফ্রিডম হাউস’ ভারতের মর্যাদা ‘মুক্ত’ থেকে ‘আংশিক মুক্ত’ দেশের স্তরে নামিয়ে আনে।

আজ থেকে ঠিক দুই বছর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) উত্থাপন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ। বিলটি তাৎক্ষণিকভাবে পাস হয়ে নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) পরিণত হয়।
ভারতের সংসদের নির্দেশনা অনুযায়ী, কোনো আইন পাস হওয়ার ছয় মাসের মধ্যে তা কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা প্রকাশ করতে হয়। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও তা করা হয়নি কেন, তার কিছু কারণ উঠে এসেছে স্ক্রলডটকমের একটি বিশ্লেষণে।
দেশের বিক্ষোভ ও বিদেশের চাপের কারণেই মূলত তা বাস্তবায়ন করা যায়নি উল্লেখ করে স্ক্রলের প্রতিবেদনে বলা হয়, ‘সিএএ ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দিল্লির পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বিক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কারণ, সিএএতে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। ফলে সীমান্তবর্তী রাজ্যগুলোয় শঙ্কা দেখা দেয়, প্রতিবেশী দেশ থেকে তাদের রাজ্যে শিগগির শরণার্থীদের ঢল দেখা দিতে পারে। আসামে সিএএবিরোধী বিক্ষোভে অন্তত পাঁচজন নিহত হন। এ নিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গত বছর এ নিয়ে দিল্লিতে হিন্দু-মুসলমান দাঙ্গা হয়।
নাগরিকত্ব আইন নিয়ে ভারতে বিরোধ যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সফর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরকে কেন্দ্র করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটে। তা ছাড়া, পশ্চিমা দেশগুলোও ভারতের এসব আইনকে ভালো চোখে দেখেনি। দ্য ইকোনমিস্টের ২০২০ সালের বার্ষিক গণতন্ত্র সূচকে ভারতের অবস্থান ১০ ধাপ নিচে নেমে আসে।
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক ‘ফ্রিডম হাউস’ ভারতের মর্যাদা ‘মুক্ত’ থেকে ‘আংশিক মুক্ত’ দেশের স্তরে নামিয়ে আনে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫