Ajker Patrika

আজ ঢাকায় মুক্তি পাচ্ছে দ্য পোপ’স এক্সরসিস্ট

আজ ঢাকায় মুক্তি পাচ্ছে দ্য পোপ’স এক্সরসিস্ট

আজ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’। একই সঙ্গে সিনেমাটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। অতিপ্রকৃত  ভৌতিক ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন জুলিয়াস আভেরি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। ২০০১ সালে ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা বিভাগে অস্কার জিতেছিলেন এই হলিউড তারকা।

ক্যাথলিক গির্জায় পৈশাচিক দখল, ভূতপ্রেত এবং ষড়যন্ত্রের গল্প উঠে আসবে ‘দ্য পোপ’স এক্সরসিস্ট’ সিনেমায়। যেখানে ফাদার অ্যামর্থ (রাসেল ক্রো) একটি পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসে। ওই পরিবারের অল্পবয়সী ছেলেটি এক ভূতের দ্বারা আবিষ্ট হয়েছে। শুরু হয় ভূতপ্রেত আর মানুষের লড়াই। এই লড়াইয়ে ফাদার অ্যামর্থ বুঝতে পারেন, চোখের দেখা ছাড়া আরও অনেক কিছু আছে ঘটনার অন্তরালে। ক্যাথলিক চার্চের মধ্যে একটি অশুভ পৈশাচিক সত্তার উপস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য একটি দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র আবিষ্কার করেন ফাদার অ্যামর্থ।

হলিউডে অভিনেতা রাসেল ক্রোর নতুন সিনেমা মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা। বরাবরের মতো এ সিনেমা নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। দ্য পোপ’স এক্সরসিস্ট সিনেমায় আরও অভিনয় করেছেন লরেল মার্সডেন, ফ্রোঙ্কো নেরো, অ্যালেক্স এসো প্রমুখ।

রাসেল ক্রো অভিনীত ‘অ্যা বিউটিফুল মাইন্ড’, ‘লা মিজারেবল’, ‘দ্য ইনসাইডার’, ‘ম্যান অব স্টিল’-এর মতো এ সিনেমাও বক্স অফিসে ঝড় তুলবে—এমনটিই প্রত্যাশা ভক্তদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত