Ajker Patrika

শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫: ৩০
শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। গতকাল রোববার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। মামলার বাদী কার্যালয়ের সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী।

মামলায় সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আয় বিবরণীতে তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, আবুল কালাম বর্তমানে অবসরে আছেন। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঠাকাটা গ্রামে।

মামলার এজাহারে বলা হয়েছে, আবুল কালাম তাঁর দাখিলকৃত আয় বিবরণীতে ২২ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ গোপন করে তথ্য দিয়েছেন। এই পরিমাণ সম্পদ তাঁর আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ছাড়া তিনি ৪৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। তাঁর এই অপরাধলব্ধ আয় শাস্তিযোগ্য অপরাধ বলে দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

জানতে চাইলে মামলার বাদী দুদক কর্মকর্তা সুদীপ কুমার বলেন, আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে কমিশনের অনুমতি সাপেক্ষে মামলা করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করার জন্য আবুল কালামের ফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত