Ajker Patrika

ছাত্রীকে উত্ত্যক্ত, জরিমানা

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৬
ছাত্রীকে উত্ত্যক্ত, জরিমানা

কালিহাতীতে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে দেড় লাখ টাকা জরিমানাসহ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, কাউন্সিলর মো. ছবদের আলী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সালিসে এ সিদ্ধান্ত হয়।

অভিযুক্ত শিক্ষক উপজেলার চিনামুড়া এলাকার রওজাতুল জান্নাত মহিলা কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তোফাজ্জল হোসেন ওরফে তুলা মুন্সী। তাঁর বিরুদ্ধে একই মাদ্রাসার এক ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ ও অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করার অভিযোগে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর মতিয়ার রহমান খান বাবলু।

সালিস বৈঠক সূত্রে জানা গেছে, অশ্লীল আচরণের বিষয়টি ছাত্রীটি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। পরে স্বার্থান্বেষী একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে ছাত্রীটির পরিবারকে চাপ দেয়। ছাত্রীটির পরিবার অসহায় হওয়ায় সালিসি সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আইনগত ব্যবস্থা নিতে পারেননি।

পৌর কাউন্সিলর বাবলু খাঁন সাংবাদিকদের জানান, সালিসে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক তোফাজ্জল হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা এবং জরিমানা না দেওয়া পর্যন্ত মাদ্রাসা বন্ধ রাখতে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আইনের আওতায় না এনে জরিমানার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শিক্ষকেরা জাতির পথ প্রদর্শক, তাঁদের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ অত্যন্ত লজ্জা ও দুঃখজনক।

এ ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো প্রকার প্রমাণ ও কারও সাক্ষ্য ছাড়াই সালিসে এ অন্যায় করা হয়েছে।

এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী এ বিষয়ে মুঠোফোনে বলেন, মাদ্রাসাটির পরিচালক ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত ও যৌন নির্যাতন করায় তাকে সালিসি বৈঠকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম এ বিষয়ে বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত