Ajker Patrika

করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু পুঠিয়ায়

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৪: ৫৬
করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু পুঠিয়ায়

রাজশাহীর পুঠিয়ায় গতকাল রোববার করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুস্টার ডোজ দেওয়ার জন্য প্রাথমিকভাবে ৩০০ জনকে এসএমএস দেওয়া হয়। বার্তাপ্রাপ্তরা ষাটোর্ধ্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। এ ডোজে দেওয়া হচ্ছে মর্ডানার টিকা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে তা প্রয়োগ করা হবে। টিকা গ্রহণকারীরা বলছেন, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে টিকাকেন্দ্রে বয়স্কদের হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে আব্দুল মতিন বলেন, ১০ জন ব্যক্তিকে দেওয়া যায় সে পরিমাণ ডোজ একত্রে থাকে। আর দুই-চারজনকে দিতে গেলে বাকি ওষুধ নষ্ট হয়ে যাবে। তাই ৯-১০ জন এক সঙ্গে গেলে পুরো ডোজ কাজে লাগানো যায়। এটাই জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত