সম্পাদকীয়

আজকের পত্রিকায় গত সোমবারের একটি সংবাদের শিরোনাম, ‘দিল্লি ঘুরে রাজনীতি কি এখন সিঙ্গাপুরে’ শিরোনামটি যথার্থ। সামনে নির্বাচন। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনেও এখন অনেক ধরনের জল্পনা-কল্পনা।
আদতেই দেশে নির্বাচন নিয়ে কী হতে যাচ্ছে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে। তবে এ কথা সত্য, রাজনীতিসচেতন অনেকেই ভাবছেন, দেশের রাজনীতির ভবিতব্য নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়নকদের কার্যাবলির ওপর। আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে বিশ্ব রাজনীতির নাটের গুরুরা।
আদতেই আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে কি না, তা নিয়ে গণমাধ্যমেও লেখালেখি, দেখাদেখিসহ (সরাসরি সাক্ষাৎকার) নানা কিছু চলছে। মার্কিনদের ভাবনা কী, তাদের দেওয়া নিষেধাজ্ঞায় আমাদের দেশের লাভ-ক্ষতি কী কী হতে পারে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে কী বোঝাতে চাইবেন, চীনের প্রধান নেতার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কী কথা হলো, ভারত কীভাবে দেখছে বাংলাদেশকে, কেন বিএনপির বড় নেতারা সিঙ্গাপুরে—এই আলাপগুলোয় সরগরম হয়ে রয়েছে চা-খানা আর সামাজিক যোগাযোগমাধ্যম। এই সব আলোচনায় সবই আছে, শুধু একটি জরুরি বিষয়ই নেই তা হলো—নির্বাচনে জনগণের অংশগ্রহণ।
বাংলাদেশের জনগণ পাঁচ বছরের মধ্যে শুধু একটি দিনেই নিজের মতামত জানাতে পারেন। তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য কোনো দলকে নির্বাচিত করতে পারেন। এরপর জনগণের সঙ্গে শাসক কর্তৃপক্ষের আর কোনো যোগাযোগ থাকে না।
অভিজ্ঞতায় দেখা গেছে, আমাদের রাজনীতিতে শাসকশ্রেণি নিজের আখের গুছিয়ে নেওয়ার প্রবণতার কাছে সমর্পিত হয়। জনগণের সেবা করার কথা তাঁরা ভুলে যান। দিনের পর দিন, সরকারের পর সরকার এই প্রবণতার কাছে পরাজিত হয়েছে। নির্বাচিত সংসদ সদস্য এবং তাঁদের কাছের লোকদের সম্পদের হিসাব নিলে খুব কমসংখ্যক জনপ্রতিনিধিই নিজেদের বাড়তি টাকার হিসাব মেলাতে পারবেন।
আক্ষেপের বিষয়, এই বাড়তি টাকা কোত্থেকে এল, তার হিসাব নিয়ে শুধু তখনই কথা ওঠে, যখন ক্ষমতাসীন কেউ ক্ষমতাচ্যুত হন; অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পদের হিসাব নেওয়াটা রেওয়াজ নয়; বরং প্রতিহিংসার কারণে হিসাব নেওয়া হয়। এটা আমাদের রাজনীতির অন্ধকার দিক।
রাজনীতির কাছে জনগণের সেবা করাটাই যদি মুখ্য হতো, তাহলে রাজনীতিবিদেরা ক্ষমতায় গেলেও জনগণের কাছেই থাকতেন। কিন্তু তাঁরা মূলত থাকেন শিল্পপতি, ব্যাংকার, টাকাওয়ালা মানুষের আশপাশে। দেশের উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় হয়, সেই টাকায় নিজের উন্নয়ন কতটা হবে, সেদিকেও থাকে তাঁদের নজর।
সততা ও দক্ষতার দিকে ততটা নয়। কার্যকর শাসনব্যবস্থা কায়েম করতে পারলে ঘুষ-দুর্নীতির হাত থেকে অনেকটাই মুক্ত হতে পারত দেশ। কিন্তু আমাদের প্রশাসনকে ঠিক পথে আনার চেষ্টা কোনো সরকারের আমলে কি দেখা গেছে? আমলাতান্ত্রিক জটিলতা কীভাবে দিনের পর দিন চলতে থাকে, সেটা নিশ্চয়ই জনগণের কাছে অবোধ্য নয়। কিন্তু এই বিশাল আমলাতন্ত্রের ভার বহন করা ছাড়া জনগণের আর উপায়ও কিছু নেই।
তাই আমাদের দেশের ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনায় মুখ্য হয়ে ওঠে অন্যান্য দেশ, দেশের জনগণ নয়। এটাই আক্ষেপের কথা।

আজকের পত্রিকায় গত সোমবারের একটি সংবাদের শিরোনাম, ‘দিল্লি ঘুরে রাজনীতি কি এখন সিঙ্গাপুরে’ শিরোনামটি যথার্থ। সামনে নির্বাচন। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনেও এখন অনেক ধরনের জল্পনা-কল্পনা।
আদতেই দেশে নির্বাচন নিয়ে কী হতে যাচ্ছে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে। তবে এ কথা সত্য, রাজনীতিসচেতন অনেকেই ভাবছেন, দেশের রাজনীতির ভবিতব্য নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়নকদের কার্যাবলির ওপর। আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে বিশ্ব রাজনীতির নাটের গুরুরা।
আদতেই আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে কি না, তা নিয়ে গণমাধ্যমেও লেখালেখি, দেখাদেখিসহ (সরাসরি সাক্ষাৎকার) নানা কিছু চলছে। মার্কিনদের ভাবনা কী, তাদের দেওয়া নিষেধাজ্ঞায় আমাদের দেশের লাভ-ক্ষতি কী কী হতে পারে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে কী বোঝাতে চাইবেন, চীনের প্রধান নেতার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কী কথা হলো, ভারত কীভাবে দেখছে বাংলাদেশকে, কেন বিএনপির বড় নেতারা সিঙ্গাপুরে—এই আলাপগুলোয় সরগরম হয়ে রয়েছে চা-খানা আর সামাজিক যোগাযোগমাধ্যম। এই সব আলোচনায় সবই আছে, শুধু একটি জরুরি বিষয়ই নেই তা হলো—নির্বাচনে জনগণের অংশগ্রহণ।
বাংলাদেশের জনগণ পাঁচ বছরের মধ্যে শুধু একটি দিনেই নিজের মতামত জানাতে পারেন। তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য কোনো দলকে নির্বাচিত করতে পারেন। এরপর জনগণের সঙ্গে শাসক কর্তৃপক্ষের আর কোনো যোগাযোগ থাকে না।
অভিজ্ঞতায় দেখা গেছে, আমাদের রাজনীতিতে শাসকশ্রেণি নিজের আখের গুছিয়ে নেওয়ার প্রবণতার কাছে সমর্পিত হয়। জনগণের সেবা করার কথা তাঁরা ভুলে যান। দিনের পর দিন, সরকারের পর সরকার এই প্রবণতার কাছে পরাজিত হয়েছে। নির্বাচিত সংসদ সদস্য এবং তাঁদের কাছের লোকদের সম্পদের হিসাব নিলে খুব কমসংখ্যক জনপ্রতিনিধিই নিজেদের বাড়তি টাকার হিসাব মেলাতে পারবেন।
আক্ষেপের বিষয়, এই বাড়তি টাকা কোত্থেকে এল, তার হিসাব নিয়ে শুধু তখনই কথা ওঠে, যখন ক্ষমতাসীন কেউ ক্ষমতাচ্যুত হন; অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পদের হিসাব নেওয়াটা রেওয়াজ নয়; বরং প্রতিহিংসার কারণে হিসাব নেওয়া হয়। এটা আমাদের রাজনীতির অন্ধকার দিক।
রাজনীতির কাছে জনগণের সেবা করাটাই যদি মুখ্য হতো, তাহলে রাজনীতিবিদেরা ক্ষমতায় গেলেও জনগণের কাছেই থাকতেন। কিন্তু তাঁরা মূলত থাকেন শিল্পপতি, ব্যাংকার, টাকাওয়ালা মানুষের আশপাশে। দেশের উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় হয়, সেই টাকায় নিজের উন্নয়ন কতটা হবে, সেদিকেও থাকে তাঁদের নজর।
সততা ও দক্ষতার দিকে ততটা নয়। কার্যকর শাসনব্যবস্থা কায়েম করতে পারলে ঘুষ-দুর্নীতির হাত থেকে অনেকটাই মুক্ত হতে পারত দেশ। কিন্তু আমাদের প্রশাসনকে ঠিক পথে আনার চেষ্টা কোনো সরকারের আমলে কি দেখা গেছে? আমলাতান্ত্রিক জটিলতা কীভাবে দিনের পর দিন চলতে থাকে, সেটা নিশ্চয়ই জনগণের কাছে অবোধ্য নয়। কিন্তু এই বিশাল আমলাতন্ত্রের ভার বহন করা ছাড়া জনগণের আর উপায়ও কিছু নেই।
তাই আমাদের দেশের ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনায় মুখ্য হয়ে ওঠে অন্যান্য দেশ, দেশের জনগণ নয়। এটাই আক্ষেপের কথা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫