Ajker Patrika

স্নাতকোত্তর এক্সচেঞ্জ প্রোগ্রাম

মুসাররাত আবির
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৩
স্নাতকোত্তর এক্সচেঞ্জ প্রোগ্রাম

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে (সুসি) যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দেড় মাসের এই এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের পাবলিক পলিসিতে দৃঢ় আগ্রহ থাকতে হবে। এ ছাড়া মিডিয়া ও সাংবাদিকতা, অর্থনীতি ও ব্যবসা, পররাষ্ট্রনীতি, কর্মশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এই প্রোগ্রাম শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক লাভজনক সুযোগ এনে দেবে।

সুযোগ-সুবিধা

# বিমানে আসা-যাওয়ার খরচ।

# ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার।

# আবাসনব্যবস্থা।

# দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানান অঞ্চলে শিক্ষাসফরের সুযোগ।

# যুক্তরাষ্ট্রের ভেতরে সব যাতায়াত খরচ।

# অংশ নিতে আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

 

আবেদনের যোগ্যতা

# ইংরেজিতে সাবলীল হতে হবে।

# যুক্তরাষ্ট্রের নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট হলে আবেদন করা যাবে না।

# বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

# যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে।

# যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।

# পাবলিক পলিসির প্রতি আগ্রহ থাকতে হবে।

# অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রি সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র SultanaR1 @state. #ov এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল লিংক ভিজিট করুন।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২ বিকেল ৪টা পর্যন্ত

কোর্স শুরু: জুন, ২০২২

লেখক: মুসাররাত আবির

সূত্র: এক্সচেঞ্জ প্রোগ্রামের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত