Ajker Patrika

২০ কেজির কাতল ২৪ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২: ১২
২০ কেজির কাতল ২৪ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে তা ২৪ হাজার টাকায় বিক্রি হয়। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে আ. কুদ্দুস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

আ. কুদ্দুস হালদার বলেন, সকাল ৯টার দিকে জাল তুলতেই বিশাল এ মাছটি দেখতে পাই। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নেওয়া হয়। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করি।’

৬ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, ‘সকাল ১০টার দিকে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে কাতলটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় কিনে নিই। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার কয়েক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। প্রতি কেজিতে ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দেব।’

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এ মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। পানি বাড়ার কারণে বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত