Ajker Patrika

উদ্বোধনের তিন দিন হলেও বন্ধ বাস চলাচল

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ৫০
উদ্বোধনের তিন দিন হলেও বন্ধ বাস চলাচল

লালমনিরহাটের কালীগঞ্জ-রংপুর রুটে মিনিবাস চলাচল উদ্বোধনের তিন দিন পার হলেও বন্ধ রয়েছে মিনিবাস। কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের ইউনিয়নের রুদ্বেরশ্বর সিরাজুল মার্কেট এলাকায় ব্যারিকেড দেওয়ায় মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম পৌর বাসস্ট্যান্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনিবাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের আগের রাতে ওই রুটে পুনরায় লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে।

লালমনিরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, পরীক্ষামূলকভাবে ১৬টি মিনিবাস চলাচলে লালমনিরহাট ও রংপুর বাস মালিক সমিতি যৌথ উদ্যোগ নেয়। এ নিয়ে এলজিইডিতে চিঠি দেওয়া হলে কয়েক দিন আগে সড়কের ব্যারিকেড সরিয়ে ফেলে তারা। কিন্তু গত বুধবার রাতে পুলিশের উপস্থিতিতে কাকিনা-মহিপুর সড়কে আবারও ব্যারিকেড বসিয়ে দেওয়ায় বাস চলাচল করানো যাচ্ছে না।

এ বিষয়ে লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, ‘ওপর মহলের নির্দেশে ওই সড়কে আবারও ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটি পুরোপুরি প্রস্তুত করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত