Ajker Patrika

রাতে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাতে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস

চৈত্রের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৮ এপ্রিল) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, রাতে বাড়তে পারে গরম। এ ছাড়া দেশের ৩ বিভাগে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের তেঁতুলিয়া ছাড়া আর কোথাও ঝড়-বৃষ্টি হয়নি। এ সময়ে তেঁতুলিয়াতে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার। নীলফামারীর ডিমলায় সামান্য বৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে। বৃহস্পতিবার ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় দেশের ৩ বিভাগে ঝোড়ো হওয়াসহ বৃষ্টি হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

আজকের রাশিফল: বাবা-মা আজ আবদার রাখবেন, সিঙ্গেলরা দ্রুত প্রোফাইল পিক বদলান

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ