নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য প্রায় একই থাকার কারণে দেশবাসীকে আরও দুই দিন তীব্র গরমে ভুগতে হবে। বৃষ্টিপাত কমে যাওয়ায় এই তাপ দাহ থাকবে সপ্তাহ জুড়ে। আগামী রোববার বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে তাপমাত্রা কমে স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারা দেশে যে তাপমাত্রা ছিল সেটা গত ত্রিশ বছরের সেই দিনের রেকর্ড করা তাপমাত্রার চেয়ে এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত ত্রিশ বছরে, বছরের এই দিনে ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বছরের একই দিনে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বিগত বছরগুলোতে যে পরিমাণ তাপমাত্রা এই দিনে থাকার কথা তার চেয়ে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বৃষ্টি না হওয়া, ওডিশা উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ দেখা দেওয়ায় বঙ্গোপসাগরে বায়ুচাপ বৃদ্ধি পেয়েছে। সাগরে বায়ুচাপ বৃদ্ধি পেলে বাংলাদেশে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়।
বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭০ ভাগের ওপরে ফলে গরম আরও তীব্র হয়েছে। এই কারণে ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেটে বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকবে আরও কয়েক দিন।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, অন্য দিনের থেকে সম্প্রতি সূর্যের কিরণকাল বেশি থাকাতেও তাপমাত্রা বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কম থাকার কারণে সব সময়ই বেশি বেশি গরম অনুভূত হচ্ছে। ঢাকাসহ দেশব্যাপী বৃষ্টিপাত কম হওয়ায় এমন তাপ দাহ অন্তত আরও দুই দিন অব্যাহত থাকবে। সপ্তাহের শেষে বৃষ্টিপাতের তীব্রতা বাড়লে গরমের তীব্রতা কমবে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আজ বৃহস্পতিবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য প্রায় একই থাকার কারণে দেশবাসীকে আরও দুই দিন তীব্র গরমে ভুগতে হবে। বৃষ্টিপাত কমে যাওয়ায় এই তাপ দাহ থাকবে সপ্তাহ জুড়ে। আগামী রোববার বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি শুরু হলে ধীরে ধীরে তাপমাত্রা কমে স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারা দেশে যে তাপমাত্রা ছিল সেটা গত ত্রিশ বছরের সেই দিনের রেকর্ড করা তাপমাত্রার চেয়ে এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত ত্রিশ বছরে, বছরের এই দিনে ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বছরের একই দিনে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বিগত বছরগুলোতে যে পরিমাণ তাপমাত্রা এই দিনে থাকার কথা তার চেয়ে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বৃষ্টি না হওয়া, ওডিশা উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ দেখা দেওয়ায় বঙ্গোপসাগরে বায়ুচাপ বৃদ্ধি পেয়েছে। সাগরে বায়ুচাপ বৃদ্ধি পেলে বাংলাদেশে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়।
বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭০ ভাগের ওপরে ফলে গরম আরও তীব্র হয়েছে। এই কারণে ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেটে বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকবে আরও কয়েক দিন।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, অন্য দিনের থেকে সম্প্রতি সূর্যের কিরণকাল বেশি থাকাতেও তাপমাত্রা বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কম থাকার কারণে সব সময়ই বেশি বেশি গরম অনুভূত হচ্ছে। ঢাকাসহ দেশব্যাপী বৃষ্টিপাত কম হওয়ায় এমন তাপ দাহ অন্তত আরও দুই দিন অব্যাহত থাকবে। সপ্তাহের শেষে বৃষ্টিপাতের তীব্রতা বাড়লে গরমের তীব্রতা কমবে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আজ বৃহস্পতিবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে রাজধানীতে ‘হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পে’র আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগে
আগামী বুধবারের মধ্যে দেশের একাধিক অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ ডিগ্রি সেলসিয়াস।
৮ ঘণ্টা আগে
শীতের মৌসুমে বাতাস থাকে শুষ্ক। বেড়ে যায় ধূলিকণার পরিমাণ। আর এই কারণে বায়ুদূষণও বাড়তে থাকে। আজ শনিবার সকাল ৯টার দিকে দেখা যায় ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।
১৭ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
১৮ ঘণ্টা আগে