Ajker Patrika

খাবারের খোঁজে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল হনুমানের

কেশবপুর (যশোর) প্রতিনিধি
খাবারের খোঁজে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল হনুমানের

কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কোমরপোল গ্রামে একটি গাছে লাফালাফির সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নিচে পড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কোমরপোল গ্রামে শহর থেকে দলছুট হয়ে আসা হনুমানটি খাদ্যের সন্ধানে এসে ওই এলাকার বিভিন্ন গাছগাছালিতে বিচরণ করছিল। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় এলাকার ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যায় কালোমুখো হনুমানটি।

জানা গেছে, কয়েকশ বছর ধরে কেশবপুর সদর ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় পাঁচশ কালোমুখো হনুমান বসবাস করছে। বিভিন্ন সময়ে খাদ্যের সন্ধানে তারা দলছুট হয়ে এলাকা ছেড়ে অন্যত্রও চলে যাচ্ছে। সরকারিভাবে কালোমুখো হনুমানের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিপন্ন প্রজাতির এ হনুমানের পরিচর্যা ও সংরক্ষণে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কেশবপুরের মানুষ।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া ওই হনুমানটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত