নিজস্ব প্রতিবেদক

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে এমনটি হতে পারে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলেও অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম–কক্সবাজার–মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এখনো অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। লঘুচাপটি আরও কয়েক দিন থাকতে পারে। পরে দুর্বল হয়ে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে।

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে এমনটি হতে পারে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলেও অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম–কক্সবাজার–মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এখনো অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। লঘুচাপটি আরও কয়েক দিন থাকতে পারে। পরে দুর্বল হয়ে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে।

রাজধানী ঢাকায় আজ ১ মাঘ, বৃহস্পতিবার সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে। রয়েছে হালকা শীতের আমেজ। এমন সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৫ দশমিক ৬। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
২ ঘণ্টা আগে
শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমতে বলে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
১ দিন আগে
শীতের মৌসুমে বাতাস থাকে শুষ্ক। বেড়ে যায় ধূলিকণার পরিমাণ। আর এ কারণে বায়ুদূষণও বাড়তে থাকে। আজ বুধবার সকাল ৯টার দিকে দেখা যায় ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকায় দেখা যায়
১ দিন আগে
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
১ দিন আগে