অনলাইন ডেস্ক
পৃথিবীজুড়ে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। সুইস বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গত বছর মাত্র সাতটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ বায়ু মান ধরে রাখতে পেরেছিল। আর গত বছর সবচেয়ে বেশি বায়ু দূষণের ছিল বাংলাদেশ ও আফ্রিকার চাদ। দেশ দু’টিতে বায়ু দূষণের গড় মাত্রা ছিল ডব্লিউএইচও–এর আদর্শ মানের ১৫ গুণ।
গত বছরের আইকিউএয়ার উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহামা, বার্বাডোজ, গ্রেনাডা, এস্তোনিয়া এবং আইসল্যান্ড ডব্লিউএইচওর নির্ধারিত বায়ু মান ধরে রাখতে পেরেছে। তবে এশিয়া ও আফ্রিকায় তথ্যের বড় ঘাটতি থাকায় এই বৈশ্বিক চিত্রকে ত্রুটিহীন বলা যাচ্ছে না। অনেক উন্নয়নশীল দেশ বায়ু দূষণের মাত্রা নিরীক্ষণের জন্য মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ভবনে স্থাপিত সেন্সরগুলোর ওপর নির্ভর করে।
তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বাজেট সংকটের কারণে এই প্রকল্প বন্ধ করে দিয়েছে, যার ফলে গত সপ্তাহে ১৭ বছরের বেশি সময়ের ডেটা সরকারিভাবে এয়ারনাউ ডট গভ সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে, যার মধ্যে চাদের তথ্যও অন্তর্ভুক্ত ছিল।
আইকিউএয়ার–এর বায়ু মান বিজ্ঞান ব্যবস্থাপক ক্রিস্টি চেস্টার শ্রোডার বলেন, ‘বেশির ভাগ দেশে বায়ুর মান নিরীক্ষণের কিছু বিকল্প উৎস থাকলেও, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আফ্রিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। কারণ মহাদেশটির জন্য এটিই ছিল একমাত্র উন্মুক্ত এবং রিয়েলটাইম ডেটার উৎস।’
তথ্যের ঘাটতির কারণে চাদকে ২০২৩ সালে আইকিউএয়ার–এর তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে ২০২২ সালেও বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল চাদ। মূলত সাহারা মরুভূমিতে বালিঝড় ও ব্যাপকভাবে ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর কারণে দূষণ ভয়াবহ আকার ধারণ করে দেশটিতে।
দেশটির বাতাসে ২০২৩ সালে পিএম ২.৫ (২ দশমিক ৫ মাইক্রোমিটারের কম ব্যাসের কণা) কণার গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৯১ দশমিক ৮ মাইক্রোগ্রাম, যা ২০২২ সালের তুলনায় কিছুটা বেশি।
ডব্লিউএইচওর মান অনুযায়ী এই মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু গত বছর বিশ্বের মাত্র ১৭ শতাংশ শহর এই মানদণ্ড বজায় রাখতে পেরেছে।
বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় চাদ ও বাংলাদেশের পরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান, কঙ্গো এবং ভারত। বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১২টিই ভারতের। ভারতের সবচেয়ে দূষিত শহর দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে মেঘালয়ের ভারী শিল্পাঞ্চলীয় শহর বিরনিহাট, এ শহরে পিএম ২.৫ কণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১২৮ মাইক্রোগ্রাম। তবে, পুরো ভারতে এই মাত্রা আগের বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে।
চেস্টার শ্রোডার আরও সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তন দূষণ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে, কারণ উচ্চ তাপমাত্রার কারণে বনভূমিতে দাবানল আরও ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হচ্ছে, যা দক্ষিণ–পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার জন্য বড় হুমকি।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের ‘ক্লিন এয়ার প্রোগ্রাম’–এর পরিচালক ক্রিস্টা হাসেনকফ বলেন, মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ভবনে স্থাপিত সেন্সরের মাধ্যমে বায়ু নিরীক্ষণের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্তত ৩৪টি দেশ দূষণের নির্ভরযোগ্য তথ্যে প্রবেশাধিকার হারাবে।
হাসেনকফ আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে যেসব শহরে সেন্সর বসানো হয়েছিল, বায়ুর মান সেখানে উন্নত হয়েছে, বেড়েছে মানুষের আয়ু, এমনকি মার্কিন কূটনীতিকদের জন্য ঝুঁকিভাতাও কমিয়ে দিয়েছে, যা এক অর্থে প্রকল্পের খরচ বাঁচিয়েছিল।
পৃথিবীজুড়ে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। সুইস বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গত বছর মাত্র সাতটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ বায়ু মান ধরে রাখতে পেরেছিল। আর গত বছর সবচেয়ে বেশি বায়ু দূষণের ছিল বাংলাদেশ ও আফ্রিকার চাদ। দেশ দু’টিতে বায়ু দূষণের গড় মাত্রা ছিল ডব্লিউএইচও–এর আদর্শ মানের ১৫ গুণ।
গত বছরের আইকিউএয়ার উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহামা, বার্বাডোজ, গ্রেনাডা, এস্তোনিয়া এবং আইসল্যান্ড ডব্লিউএইচওর নির্ধারিত বায়ু মান ধরে রাখতে পেরেছে। তবে এশিয়া ও আফ্রিকায় তথ্যের বড় ঘাটতি থাকায় এই বৈশ্বিক চিত্রকে ত্রুটিহীন বলা যাচ্ছে না। অনেক উন্নয়নশীল দেশ বায়ু দূষণের মাত্রা নিরীক্ষণের জন্য মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ভবনে স্থাপিত সেন্সরগুলোর ওপর নির্ভর করে।
তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বাজেট সংকটের কারণে এই প্রকল্প বন্ধ করে দিয়েছে, যার ফলে গত সপ্তাহে ১৭ বছরের বেশি সময়ের ডেটা সরকারিভাবে এয়ারনাউ ডট গভ সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে, যার মধ্যে চাদের তথ্যও অন্তর্ভুক্ত ছিল।
আইকিউএয়ার–এর বায়ু মান বিজ্ঞান ব্যবস্থাপক ক্রিস্টি চেস্টার শ্রোডার বলেন, ‘বেশির ভাগ দেশে বায়ুর মান নিরীক্ষণের কিছু বিকল্প উৎস থাকলেও, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আফ্রিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। কারণ মহাদেশটির জন্য এটিই ছিল একমাত্র উন্মুক্ত এবং রিয়েলটাইম ডেটার উৎস।’
তথ্যের ঘাটতির কারণে চাদকে ২০২৩ সালে আইকিউএয়ার–এর তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে ২০২২ সালেও বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল চাদ। মূলত সাহারা মরুভূমিতে বালিঝড় ও ব্যাপকভাবে ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর কারণে দূষণ ভয়াবহ আকার ধারণ করে দেশটিতে।
দেশটির বাতাসে ২০২৩ সালে পিএম ২.৫ (২ দশমিক ৫ মাইক্রোমিটারের কম ব্যাসের কণা) কণার গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৯১ দশমিক ৮ মাইক্রোগ্রাম, যা ২০২২ সালের তুলনায় কিছুটা বেশি।
ডব্লিউএইচওর মান অনুযায়ী এই মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু গত বছর বিশ্বের মাত্র ১৭ শতাংশ শহর এই মানদণ্ড বজায় রাখতে পেরেছে।
বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় চাদ ও বাংলাদেশের পরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান, কঙ্গো এবং ভারত। বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১২টিই ভারতের। ভারতের সবচেয়ে দূষিত শহর দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে মেঘালয়ের ভারী শিল্পাঞ্চলীয় শহর বিরনিহাট, এ শহরে পিএম ২.৫ কণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১২৮ মাইক্রোগ্রাম। তবে, পুরো ভারতে এই মাত্রা আগের বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে।
চেস্টার শ্রোডার আরও সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তন দূষণ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে, কারণ উচ্চ তাপমাত্রার কারণে বনভূমিতে দাবানল আরও ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হচ্ছে, যা দক্ষিণ–পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার জন্য বড় হুমকি।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের ‘ক্লিন এয়ার প্রোগ্রাম’–এর পরিচালক ক্রিস্টা হাসেনকফ বলেন, মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ভবনে স্থাপিত সেন্সরের মাধ্যমে বায়ু নিরীক্ষণের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্তত ৩৪টি দেশ দূষণের নির্ভরযোগ্য তথ্যে প্রবেশাধিকার হারাবে।
হাসেনকফ আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে যেসব শহরে সেন্সর বসানো হয়েছিল, বায়ুর মান সেখানে উন্নত হয়েছে, বেড়েছে মানুষের আয়ু, এমনকি মার্কিন কূটনীতিকদের জন্য ঝুঁকিভাতাও কমিয়ে দিয়েছে, যা এক অর্থে প্রকল্পের খরচ বাঁচিয়েছিল।
সারা দেশে তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে। যেকারণে, অস্বস্তিভাব থাকবে।
১৯ ঘণ্টা আগেরাজধানী ঢাকার বাতাসের মানের আজ কিছুটা উন্নতি দেখা গেছে। তবে আজকের বাতাস সতর্কতামূলক এবং সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। একিউআইয়ের নির্ধারিত মানদণ্ডে বাতাসের গুণমান বেড়েছে...
১ দিন আগেরাজধানী ঢাকার বাতাসের মানের আজ কিছুটা উন্নতি হয়েছে। তবে আজকের বাতাস সতর্কতামূলক এবং সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। আজ শনিবার সকাল ৯টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশ ১৩ তম অবস্থানে রয়েছে। একিউআইয়ের নির্ধারিত মানদণ্ডে বাতাসের গুণমান বেড়েছে।
৩ দিন আগেসারা দেশে তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৪ দিন আগে