
ভাইরালের নেশা বড় কঠিন নেশা! এই অনলাইনের জমানায় এসে যে যেভাবে পারছে মেতেছে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। যে কোনোভাবেই হোক আসতে হবে আলোচনায়। তবে একবার ভাইরাল হয়ে গেলে শুধু যে পরিচিতিই বাড়ে তা তো নয়। সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে অনেক। নির্মাতা সেরনিয়াবাত শাওন নতুন যে নাটক বানিয়েছেন, তাতে আছে ভাইরাল হওয়ার এই নেতিবাচক পরিস্থিতির কথা।
নাটকের নাম ‘আমার কী দোষ’। সেরনিয়াবাত শাওনের সঙ্গে যৌথভাবে এ নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাসেল আজম। অভিনয় করেছেন সাফা কবির, খায়রুল বাসার, এলিনা শাম্মী, আশুতোষ সুজন প্রমুখ।
ভাইরাল প্রবণতা ছাড়াও ‘আমার কী দোষ’ নাটকে দেখানো হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শহরের বাসে, ভীড়ে, ফুটপাতে, ওভারব্রিজে প্রায়ই নারীদেরকে হেনস্থার ঘটনার কথা শোনা যায়। একশ্রেণীর বিকৃত মানসিকতার লোক সুযোগ বুঝে নারীদেরকে বিরক্ত করে। গোপনে টাচ করে পালিয়ে যায়।
ঠিক এমন এক পরিস্থিতিতে পড়ে ‘আমার কী দোষ’ গল্পের নায়িকা অবন্তি (সাফা কবির করেছেন এ চরিত্র)। এক যুবক ইচ্ছাকৃতভাবে টাচ করলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে সে। যুবকটি ক্রমাগত অস্বীকার করতে থাকে। স্বাভাবিকভাবেই উৎসুক মানুষের ভিড় জমে যায়।
দূর থেকে এই জটলা দেখে কৌতুহলী হয় রাফি (এ চরিত্র করেছেন খায়রুল বাসার)। সেও আগ্রহ নিয়ে দেখতে থাকে অবন্তির ঘটনা। অনেকেই ভিডিও করে। সে সব ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশের নামকরা এক ইউটিউবার অবন্তির ভাইরাল ভিডিওকে উপজীব্য করে কনটেন্ট বানায়। তার কনটেন্টের বিষয় ঘটনার সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা। এই ফাঁদে পড়ে যায় গল্পের নায়ক রাফি।
নির্মাতা সেরনিয়াবাত শাওন জানিয়েছেন, দীপ্ত টিভিতে ঈদের চতুর্থ দিন রাত ১১টায় দেখা যাবে ‘আমার কী দোষ’ নাটকটি।

ভাইরালের নেশা বড় কঠিন নেশা! এই অনলাইনের জমানায় এসে যে যেভাবে পারছে মেতেছে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। যে কোনোভাবেই হোক আসতে হবে আলোচনায়। তবে একবার ভাইরাল হয়ে গেলে শুধু যে পরিচিতিই বাড়ে তা তো নয়। সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে অনেক। নির্মাতা সেরনিয়াবাত শাওন নতুন যে নাটক বানিয়েছেন, তাতে আছে ভাইরাল হওয়ার এই নেতিবাচক পরিস্থিতির কথা।
নাটকের নাম ‘আমার কী দোষ’। সেরনিয়াবাত শাওনের সঙ্গে যৌথভাবে এ নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাসেল আজম। অভিনয় করেছেন সাফা কবির, খায়রুল বাসার, এলিনা শাম্মী, আশুতোষ সুজন প্রমুখ।
ভাইরাল প্রবণতা ছাড়াও ‘আমার কী দোষ’ নাটকে দেখানো হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শহরের বাসে, ভীড়ে, ফুটপাতে, ওভারব্রিজে প্রায়ই নারীদেরকে হেনস্থার ঘটনার কথা শোনা যায়। একশ্রেণীর বিকৃত মানসিকতার লোক সুযোগ বুঝে নারীদেরকে বিরক্ত করে। গোপনে টাচ করে পালিয়ে যায়।
ঠিক এমন এক পরিস্থিতিতে পড়ে ‘আমার কী দোষ’ গল্পের নায়িকা অবন্তি (সাফা কবির করেছেন এ চরিত্র)। এক যুবক ইচ্ছাকৃতভাবে টাচ করলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করে সে। যুবকটি ক্রমাগত অস্বীকার করতে থাকে। স্বাভাবিকভাবেই উৎসুক মানুষের ভিড় জমে যায়।
দূর থেকে এই জটলা দেখে কৌতুহলী হয় রাফি (এ চরিত্র করেছেন খায়রুল বাসার)। সেও আগ্রহ নিয়ে দেখতে থাকে অবন্তির ঘটনা। অনেকেই ভিডিও করে। সে সব ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দেশের নামকরা এক ইউটিউবার অবন্তির ভাইরাল ভিডিওকে উপজীব্য করে কনটেন্ট বানায়। তার কনটেন্টের বিষয় ঘটনার সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা। এই ফাঁদে পড়ে যায় গল্পের নায়ক রাফি।
নির্মাতা সেরনিয়াবাত শাওন জানিয়েছেন, দীপ্ত টিভিতে ঈদের চতুর্থ দিন রাত ১১টায় দেখা যাবে ‘আমার কী দোষ’ নাটকটি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৩ ঘণ্টা আগে