Ajker Patrika

সময় এখন সিক্যুয়ালের

মীর রাকিব হাসান, ঢাকা
সময় এখন সিক্যুয়ালের

তৈরি হচ্ছে একগুচ্ছ নাটকের সিক্যুয়াল। এই তালিকায় রয়েছে ‘পুনর্জন্ম’, ‘যমজ’, ‘কমলা রঙের রোদ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’সহ বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য ছবি।

মূলত জনপ্রিয়তার কারণেই নির্মাণ হয় নাটকের সিক্যুয়াল। কোনো কোনো নাটকের গল্পটাও এমনভাবে বলা হয় যেন জনপ্রিয় হলে এর সিক্যুয়াল নির্মাণ সম্ভব হয়। ফলে চরিত্র বা গল্পের পরিণতি জানতেও আগ্রহ জন্মে দর্শকের। সেই আগ্রহে ভর করেই তৈরি হয় সিক্যুয়াল। অনেকেই বলছেন, নতুন গল্পের পেছনে ছোটার চেয়ে জনপ্রিয় হয়ে ওঠা গল্পটি নিয়ে নাটক তৈরি ব্যবসায়িকভাবে কম ঝুঁকিপূর্ণ। তাই নাটক জনপ্রিয় হলেই সিক্যুয়ালের দিকে ঝুঁকছেন নির্মাতা, প্রযোজকেরা।

গত ভালোবাসা দিবসে ইউটিউবে প্রচার হয়েছিল নাটক ‘কমলা রঙের রোদ’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছিলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। প্রচারে আসার পর থেকেই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। অনেক দর্শক নির্মাতাকে অনুরোধ জানিয়েছেন এই নাটকের দ্বিতীয় পর্ব নির্মাণের। বলা যায়, দর্শকের আগ্রহের কারণেই তৈরি হয়েছে নাটকটির সিক্যুয়াল। এবার নাম রাখা হয়েছে ‘কমলা রঙের রোদ ২’। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকটি প্রচারের পর থেকেই এটির সিক্যুয়াল নির্মাণের অনেক অনুরোধ পেয়েছি। একটা কাজ যখন দর্শক বেশি পছন্দ করেন, তখনই সেটির সিক্যুয়াল দেখতে চান। সেই জায়গা থেকেই আমাদের এই প্রয়াস।’

কোনো নাটক কিছুটা জনপ্রিয় হলেই সিক্যুয়ালের দিকে ঝুঁকছেন নির্মাতা, প্রযোজকেরাঅভিনেত্রী তাসনিয়া ফারিণ জানান ভিন্ন আরেকটি কারণ। তিনি জানান, নাটকের চরিত্রগুলোর নতুন পরিণতি জানতেও দর্শক নাটকের সিক্যুয়াল দেখতে চান। কাজটি দর্শক পছন্দ করেছেন বলেই এর দ্বিতীয় পর্ব নির্মিত হলো। সেই আফসানার কী হলো, সেই রহস্য এবার জানতে পারবেন দর্শক।

সিক্যুয়াল নির্মাণের মূল কারণই জনপ্রিয়তা। যখন কোনো নাটক জনপ্রিয় হয়, তখন নির্মাতা বা প্রযোজকেরা নতুন গল্পের পেছনে ছোটার চেয়ে ওই গল্পের ধারাবাহিকতায় নাটক নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন। কখনো কখনো সিক্যুয়ালের সংখ্যাটা অনেক বেড়ে যায়। যেমন, আরটিভিতে প্রচারিত ‘যমজ’। আলোচিত নাটক ‘যমজ’ প্রথম প্রচার শুরু হয় সাত বছর আগে। এখন পর্যন্ত ১৪টি সিক্যুয়াল প্রচার হয়েছে। ‘যমজ’ নাটকে তিনটি চরিত্রে একাই অভিনয় করেন মোশাররফ করিম। বাবা, বড় ছেলে ও ছোট ছেলে—একজনের একাই তিন চরিত্রে অভিনয় দর্শক বেশ পছন্দ করেছেন। এ বছরের শুরুতে ‘যমজ’ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মোশাররফ করিম। তবে নাটকটির নির্মাতা আজাদ কালাম জানান, আবারও ‘যমজ’ আসবে। এই মাসের শেষের দিকে নাটকটির দৃশ্য ধারণে অংশ নেওয়ার কথা মোশাররফ করিমের। নির্মাতা বলেন, ‘অভিনেতা মোশাররফ করিম এ মাসের শেষে সম্ভাব্য একটি শিডিউল দিয়েছেন। তারিখ বদলও হতে পারে। তবে আমরা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’

মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে বলেই নতুন করে এই নাটকের সিকুয়্যেল বানাচ্ছেন তিনি।

নতুন গল্পের পেছনে ছোটার চেয়ে জনপ্রিয় হওয়া গল্প নিয়ে কাজ করা ঝুঁকিপূর্ণগত ঈদে প্রচারিত কয়েক শ নাটকের ভিড়ে প্রশংসিত হয়েছে ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পুনর্জন্ম’। অভিনয় করেছেন আফরান নিশো-মেহজাবীন। নির্মাতা জানান, প্রচারের পর ছবিটি নিয়ে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। অনেকেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অনুরোধ জানিয়েছেন, এমনকি বিদেশি অনেক দর্শক ছবিটি দেখে সাবটাইটেলের অনুরোধ করেছেন। তাই ছবিটিতে সাবটাইটেল যুক্ত করেন নির্মাতা। একই সঙ্গে সিদ্ধান্ত নেন ‘পুনর্জন্ম ২’ বানাবেন। একই শিল্পী ও কলাকুশলী নিয়ে ভিকি নির্মাণ করেছেন ‘পুনর্জন্ম ২’। ছবিটি চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ অক্টোবর প্রচারিত হবে।

ভিকি জানান, যেখানে প্রথম পর্ব শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘পুনর্জন্ম ২’। আগের গল্পের সঙ্গে মিল রাখতে শিল্পীদের কস্টিউম পর্যন্ত একই রাখা হয়েছে। নির্মাতা ভিকি জাহেদ বিশ্বাস করেন, ‘পুনর্জন্ম ২’ পছন্দ করবেন দর্শক।

সম্প্রতি ‘মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’, ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’, ‘বুড়া জামাই ২’, ‘শিশির বিন্দু পার্ট ২’, ‘বুকভরা ভালোবাসা ২’, ‘ক্রেজি লাভার ২’, ‘ফালতু রিলোডেড’, ‘জার্নি বাই রিলেশন ২’, ‘ব্যাচেলর ঈদ ২’, ‘পারফেক্ট ওয়াইফ ২’, ‘ভাই প্রচুর কবিতা ভালোবাসে’, ‘লেডি কিলার ২’, ‘লুজারস ২’সহ বেশ কিছু নাটক জনপ্রিয় হয়েছে। নাম দেখলেই বুঝতে অসুবিধা হয় না, এগুলো সিক্যুয়াল নাটক। নির্মাতারা জানিয়েছেন, জনপ্রিয়তার কারণে এগুলোরও সিক্যুয়াল হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত