
২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। এর পরের বছর ‘অদেখা মেঘের কাব্য’ টেলিফিল্ম দিয়ে নাম লেখান অভিনয়ে। এরপর নিয়মিত কাজ করছেন শোবিজে। ২০২৩ সালে তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্যে অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাঁকে। নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
আর্ট অব প্লেটিং রিয়েলিটি শো নিয়ে টয়া জানান, খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায়, সেটি নিয়েই এই শো। বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘নিজের ইচ্ছা থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুব ভালো লাগছে। বিরতির কারণে প্রথম দুই দিন একটু কষ্ট হয়েছে। ধীরে ধীরে সেটা ঠিক হয়ে গেছে। অনেক এনজয় করেছি অনুষ্ঠানাটি।’
আর্ট অব প্লেটিং অনুষ্ঠানটি ২৫ এপ্রিল থেকে প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিট, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিট, দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।
শুধু উপস্থাপনা নয়, আবারও অভিনয়েও নিয়মিত হওয়ার কথা জানালেন টয়া। ইতিমধ্যে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে জানাবেন বিস্তারিত।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
২ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৫ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১২ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে