
শিহাব শাহীনের একটি নাটকে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি গেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এবার তাঁর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। এনএইচটি মিউজিক বক্স সিজনের ওয়ানে মম গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানটি।
রবীন্দ্রসংগীতটি নতুন করে সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। গত এপ্রিলে গানটিতে কণ্ঠ দিয়েছেন মম। নির্মিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন ভিডিও। গত মাসে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর হয়নি। অবশেষে আগামী সপ্তাহে এনএইচটি মিউজিক বক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে মমর গাওয়া গানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক আহমেদ রাজীব।
গান গাওয়া প্রসঙ্গে মম বলেন, ‘সবাই আমাকে চেনে অভিনয়শিল্পী হিসেবে। এবার দর্শকের সামনে গান নিয়ে আসছি। গান গাওয়া আমার জন্য ভীষণ কষ্টের কাজ। চেষ্টা করেছি কষ্টসাধ্য এই কাজটি করার। আমার চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেটা বলবে দর্শক। যাঁর জন্য এটা হয়েছে, তিনি হলেন আহমেদ রাজীব।’
সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘এক আড্ডায় মমর কণ্ঠে তোমার খোলা হাওয়ায় গানটি শোনার পর খুব ভালো লাগে। এরপর মমকে গানটি রেকর্ড করার কথা বলি। পেশাদার শিল্পী না হলেও সে খুব ভালো গেয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
এনএইচটি মিউজিক বক্স সিজন ওয়ানে থাকছে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গান। মমর রবীন্দ্রসংগীতটি ছাড়া বাকি সব গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছয়টি গান। সর্বশেষ প্রকাশিত ‘আমি ভুল করে যাব’ শিরোনামের গানটি গেয়েছেন শফিক তুহিন।

শিহাব শাহীনের একটি নাটকে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি গেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এবার তাঁর কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। এনএইচটি মিউজিক বক্স সিজনের ওয়ানে মম গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের গানটি।
রবীন্দ্রসংগীতটি নতুন করে সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। গত এপ্রিলে গানটিতে কণ্ঠ দিয়েছেন মম। নির্মিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন ভিডিও। গত মাসে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর হয়নি। অবশেষে আগামী সপ্তাহে এনএইচটি মিউজিক বক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে মমর গাওয়া গানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক আহমেদ রাজীব।
গান গাওয়া প্রসঙ্গে মম বলেন, ‘সবাই আমাকে চেনে অভিনয়শিল্পী হিসেবে। এবার দর্শকের সামনে গান নিয়ে আসছি। গান গাওয়া আমার জন্য ভীষণ কষ্টের কাজ। চেষ্টা করেছি কষ্টসাধ্য এই কাজটি করার। আমার চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেটা বলবে দর্শক। যাঁর জন্য এটা হয়েছে, তিনি হলেন আহমেদ রাজীব।’
সংগীত পরিচালক আহমেদ রাজীব বলেন, ‘এক আড্ডায় মমর কণ্ঠে তোমার খোলা হাওয়ায় গানটি শোনার পর খুব ভালো লাগে। এরপর মমকে গানটি রেকর্ড করার কথা বলি। পেশাদার শিল্পী না হলেও সে খুব ভালো গেয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
এনএইচটি মিউজিক বক্স সিজন ওয়ানে থাকছে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গান। মমর রবীন্দ্রসংগীতটি ছাড়া বাকি সব গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছয়টি গান। সর্বশেষ প্রকাশিত ‘আমি ভুল করে যাব’ শিরোনামের গানটি গেয়েছেন শফিক তুহিন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৬ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে