Ajker Patrika

চ্যানেল আইয়ে মামুনুর রশীদের ১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
চ্যানেল আইয়ে মামুনুর রশীদের ১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’
‘চরণ ছুঁয়ে যাই’ ধারাবাহিকে আজাদ আবুল কালাম ও মোহাম্মদ বারী। ছবি: সংগৃহীত

২৮ জুন থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে নাট্যজন মামুনুর রশীদের রচনা ও পরিচালনায় নির্মিত নতুন ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’। মোট ১০০ পর্বে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। মূলত একটি স্কুলের নানা সমস্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধারাবাহিকটির গল্প। এতে স্কুলের একজন প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয়ও করেছেন মামুনুর রশীদ।

একটি স্কুল, সেই স্কুলের শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ ওই এলাকার সংশ্লিষ্টদের নিয়ে তৈরি হয়েছে কাহিনি। গল্প প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘এটি একটি প্রেমের গল্প নয়। দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক গল্প।’

মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত
মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

ধারাবাহিকটির মূল প্রতিপাদ্য ছাত্র-শিক্ষক-অভিভাবকের সম্পর্ক আর শিক্ষাব্যবস্থা। এমন ভাবনা নিয়ে নাটক বানানোর ইচ্ছা প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘এই সময়ে এমন একটা বিষয় নিয়ে কাজ করার ব্যাপারটা সমাজ ও দেশের প্রতি একরকম দায়বদ্ধতা থেকে। এখন তো আমরা প্রায়ই দেখি, যা কিছু হচ্ছে, তার বেশির ভাগ নৃশংসতা, যৌনতা। এর বাইরে আমরা একটা সামাজিক সমস্যা নিয়ে কাজ করতে চেয়েছি। এটা একটা নিরীক্ষাও। আমি সব সময় আমার ধারাবাহিক নাটকে চেষ্টা করি, সমাজটা কোন অবস্থায় আছে, সেটা দেখানোর। শিক্ষাব্যবস্থা নিয়ে আমি খুব চিন্তিত। কয়েক বছর ধরে এই চিন্তা আমার মধ্যে ভর করেছে। শিক্ষাব্যবস্থা কী দাঁড়াচ্ছে, কোথায় যাচ্ছে, তৃণমূল থেকে শুরু করে একদম উচ্চপর্যায়ের শিক্ষার মধ্যে যে নানা সংকটের কথা প্রতিদিন জানছি, শুনছি, সেসব প্রতিনিয়ত ভাবায়। সেই দেখা, শোনা ও জানার মধ্য থেকে আমি এই নাটক নির্মাণের কথা ভেবেছি।’

চরণ ছুঁয়ে যাই ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আবুল কালাম আজাদ, শামীমা তুষ্টি, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ, সুষমা সরকার প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হবে সপ্তাহের প্রতি শনি থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত