
বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’
নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'
ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।

বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’
নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'
ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
২ ঘণ্টা আগে