বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উৎসবে টিভিতে প্রচারের পর গতকাল হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি।
বাবার ছায়া নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তাঁর স্ত্রীর চরিত্রে মনিরা মিঠু আর মেয়ের চরিত্রে আছেন আইশা খান। গল্পে দেখা যাবে, বয়স হয়ে গেলেও স্ত্রী ও সন্তানের জন্য এখনো নিরাপত্তারক্ষীর কাজ করে বাবা। নিজের শরীরের দিকে না চেয়ে কীভাবে তার পরিবারের সদস্যরা ভালো থাকবে, এ নিয়েই বেশি চিন্তা তার। এ কাজ করতে গিয়ে একদিন বিপদের মুখে পড়ে চরিত্রটি। বাবার ছায়া নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জয়রাজ, মুকুল সিরাজ প্রমুখ। কাব্য হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
বাবার ছায়া নাটক নিয়ে নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘সবার জীবনে মা হলো অনন্য। বাবার পরিশ্রমকেও কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। বাবা শব্দের মানে বিশ্বস্ততার হাত, বটবৃক্ষ, শ্রদ্ধার ব্যক্তিত্ব। শত কষ্ট হলেও তাঁরা নিজের কষ্ট প্রকাশ করতে চান না। সারা জীবন তাঁরা পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে যান। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে বাবার ছায়া। এই নাটকের মাধ্যমে বাবাদের সেই ত্যাগের কথাই তুলে ধরার চেষ্টা করেছি।’
নির্মাতা আরও বলেন, ‘টেলিভিশনে প্রচারের পর থেকেই অনেকে ফোন করে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করছেন। ইউটিউবে প্রকাশের পরও অনেকে নানা মন্তব্য করছেন। গল্পের সঙ্গে দর্শক নিজেদের কানেক্ট করতে পারছেন। এ নাটকের অনেক দৃশ্য দর্শককে নিজের বাবার কথা মনে করিয়ে দেবে।’

আজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উৎসবে টিভিতে প্রচারের পর গতকাল হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি।
বাবার ছায়া নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তাঁর স্ত্রীর চরিত্রে মনিরা মিঠু আর মেয়ের চরিত্রে আছেন আইশা খান। গল্পে দেখা যাবে, বয়স হয়ে গেলেও স্ত্রী ও সন্তানের জন্য এখনো নিরাপত্তারক্ষীর কাজ করে বাবা। নিজের শরীরের দিকে না চেয়ে কীভাবে তার পরিবারের সদস্যরা ভালো থাকবে, এ নিয়েই বেশি চিন্তা তার। এ কাজ করতে গিয়ে একদিন বিপদের মুখে পড়ে চরিত্রটি। বাবার ছায়া নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জয়রাজ, মুকুল সিরাজ প্রমুখ। কাব্য হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
বাবার ছায়া নাটক নিয়ে নির্মাতা হাসান রেজাউল বলেন, ‘সবার জীবনে মা হলো অনন্য। বাবার পরিশ্রমকেও কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। বাবা শব্দের মানে বিশ্বস্ততার হাত, বটবৃক্ষ, শ্রদ্ধার ব্যক্তিত্ব। শত কষ্ট হলেও তাঁরা নিজের কষ্ট প্রকাশ করতে চান না। সারা জীবন তাঁরা পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে যান। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে বাবার ছায়া। এই নাটকের মাধ্যমে বাবাদের সেই ত্যাগের কথাই তুলে ধরার চেষ্টা করেছি।’
নির্মাতা আরও বলেন, ‘টেলিভিশনে প্রচারের পর থেকেই অনেকে ফোন করে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করছেন। ইউটিউবে প্রকাশের পরও অনেকে নানা মন্তব্য করছেন। গল্পের সঙ্গে দর্শক নিজেদের কানেক্ট করতে পারছেন। এ নাটকের অনেক দৃশ্য দর্শককে নিজের বাবার কথা মনে করিয়ে দেবে।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে