
অ্যাওয়ার্ড শো চলছে। পাশাপাশি চেয়ারে বসে আছেন মেহজাবীন চৌধুরী, আফরান নিশো ও শবনম বুবলী। কিছুক্ষণ পর সেখানে এলেন তানজিন তিশা। বুবলীর পেছনে চেয়ারে বসলেন। অনেকটা বিরক্তি নিয়েই বুবলীকে ইঙ্গিত করে বললেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এ দৃশ্য।
গত ৩০ অক্টোবর রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ’। উপস্থিত ছিলেন দেশের শোবিজ তারকারা। তাঁরা কে কোন চেয়ারে বসবেন, সবই আগে থেকেই ঠিক করা ছিল। সবার নামে ছিল আলাদা আলাদা চেয়ার। তিশার নাম লেখা ছিল যে চেয়ারে, তাতে বুবলী বসায় মনক্ষুণ্ন হন তিনি। ভিডিওতে দেখা যায়, বুবলীর পেছনের চেয়ারে বসে তাঁকে দেখিয়ে তিশা কাউকে বলছেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’

এদিন চেয়ার নিয়ে ঘটেছে আরও একটি মজার কাণ্ড। আরেক ভিডিওতে দেখা যায়, বুবলীর নাম লেখা চেয়ারে বসে মেহজাবীনের সঙ্গে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে ওঠেন, ‘আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি।’ বুবলী উত্তরে বলেন ‘ওকে, নো প্রবলেম।’ এ কথা বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি।
২০২৩ সালের কাজের ভিত্তিতে দেওয়া হয়েছে এবারের এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী। নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী।
‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী। ‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার।

অ্যাওয়ার্ড শো চলছে। পাশাপাশি চেয়ারে বসে আছেন মেহজাবীন চৌধুরী, আফরান নিশো ও শবনম বুবলী। কিছুক্ষণ পর সেখানে এলেন তানজিন তিশা। বুবলীর পেছনে চেয়ারে বসলেন। অনেকটা বিরক্তি নিয়েই বুবলীকে ইঙ্গিত করে বললেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এ দৃশ্য।
গত ৩০ অক্টোবর রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ’। উপস্থিত ছিলেন দেশের শোবিজ তারকারা। তাঁরা কে কোন চেয়ারে বসবেন, সবই আগে থেকেই ঠিক করা ছিল। সবার নামে ছিল আলাদা আলাদা চেয়ার। তিশার নাম লেখা ছিল যে চেয়ারে, তাতে বুবলী বসায় মনক্ষুণ্ন হন তিনি। ভিডিওতে দেখা যায়, বুবলীর পেছনের চেয়ারে বসে তাঁকে দেখিয়ে তিশা কাউকে বলছেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’

এদিন চেয়ার নিয়ে ঘটেছে আরও একটি মজার কাণ্ড। আরেক ভিডিওতে দেখা যায়, বুবলীর নাম লেখা চেয়ারে বসে মেহজাবীনের সঙ্গে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে ওঠেন, ‘আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি।’ বুবলী উত্তরে বলেন ‘ওকে, নো প্রবলেম।’ এ কথা বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি।
২০২৩ সালের কাজের ভিত্তিতে দেওয়া হয়েছে এবারের এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী। নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী।
‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী। ‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৭ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১৯ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১৯ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
২০ ঘণ্টা আগে