
অ্যাওয়ার্ড শো চলছে। পাশাপাশি চেয়ারে বসে আছেন মেহজাবীন চৌধুরী, আফরান নিশো ও শবনম বুবলী। কিছুক্ষণ পর সেখানে এলেন তানজিন তিশা। বুবলীর পেছনে চেয়ারে বসলেন। অনেকটা বিরক্তি নিয়েই বুবলীকে ইঙ্গিত করে বললেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এ দৃশ্য।
গত ৩০ অক্টোবর রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ’। উপস্থিত ছিলেন দেশের শোবিজ তারকারা। তাঁরা কে কোন চেয়ারে বসবেন, সবই আগে থেকেই ঠিক করা ছিল। সবার নামে ছিল আলাদা আলাদা চেয়ার। তিশার নাম লেখা ছিল যে চেয়ারে, তাতে বুবলী বসায় মনক্ষুণ্ন হন তিনি। ভিডিওতে দেখা যায়, বুবলীর পেছনের চেয়ারে বসে তাঁকে দেখিয়ে তিশা কাউকে বলছেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’

এদিন চেয়ার নিয়ে ঘটেছে আরও একটি মজার কাণ্ড। আরেক ভিডিওতে দেখা যায়, বুবলীর নাম লেখা চেয়ারে বসে মেহজাবীনের সঙ্গে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে ওঠেন, ‘আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি।’ বুবলী উত্তরে বলেন ‘ওকে, নো প্রবলেম।’ এ কথা বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি।
২০২৩ সালের কাজের ভিত্তিতে দেওয়া হয়েছে এবারের এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী। নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী।
‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী। ‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার।

অ্যাওয়ার্ড শো চলছে। পাশাপাশি চেয়ারে বসে আছেন মেহজাবীন চৌধুরী, আফরান নিশো ও শবনম বুবলী। কিছুক্ষণ পর সেখানে এলেন তানজিন তিশা। বুবলীর পেছনে চেয়ারে বসলেন। অনেকটা বিরক্তি নিয়েই বুবলীকে ইঙ্গিত করে বললেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এ দৃশ্য।
গত ৩০ অক্টোবর রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘জুভিরোজ বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ’। উপস্থিত ছিলেন দেশের শোবিজ তারকারা। তাঁরা কে কোন চেয়ারে বসবেন, সবই আগে থেকেই ঠিক করা ছিল। সবার নামে ছিল আলাদা আলাদা চেয়ার। তিশার নাম লেখা ছিল যে চেয়ারে, তাতে বুবলী বসায় মনক্ষুণ্ন হন তিনি। ভিডিওতে দেখা যায়, বুবলীর পেছনের চেয়ারে বসে তাঁকে দেখিয়ে তিশা কাউকে বলছেন, ‘আমার চেয়ারে বসছে কেন?’

এদিন চেয়ার নিয়ে ঘটেছে আরও একটি মজার কাণ্ড। আরেক ভিডিওতে দেখা যায়, বুবলীর নাম লেখা চেয়ারে বসে মেহজাবীনের সঙ্গে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে ওঠেন, ‘আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি।’ বুবলী উত্তরে বলেন ‘ওকে, নো প্রবলেম।’ এ কথা বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি।
২০২৩ সালের কাজের ভিত্তিতে দেওয়া হয়েছে এবারের এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী। নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী।
‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী। ‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে