
শিশুদের জন্য নির্মিত দুই সিনেমা ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ ও ‘মিফি দ্য মুভি’ এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। এ চ্যানেলে সিনেমা দুটি প্রচার হবে বাংলা ভাষায়।
পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার
পাইরেট পিটের বনের লক্ষ্য হলো সমুদ্রের দানব ধ্বংস করা। সে তার দলের সদস্য গ্রাহাম, স্টিফেন ও স্টেলাকে নিয়ে সামুদ্রিক দানবের খোঁজে কমিনো দ্বীপে যায়। ওখানকার অধিবাসীরা সবাই সামুদ্রিক দানবের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। সেখানে তাদের দেখা হয় স্টেলার বোন স্টেফিনির সঙ্গে। একদিন পাইরেট পিট সামুদ্রিক দানবের মুখোমুখি হয়। তারপর বুঝতে পারে, এটা সত্যিকারের দানব নয়। এটা মারিবেল আর তার বাবা ক্যাপ্টেন ক্যাবাগেছেডের বানানো নকল সমুদ্র দানব। পাইরেট পিট তাদের মুখোশ খুলে দেয় এবং স্বর্ণ জাহাজ উদ্ধার করে।
পাইরেট পিটের দুঃসাহসিক সমুদ্র অভিযানের কাহিনি নিয়ে তৈরি ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার রাত ১০টায়।
মিফি দ্য মুভি
মিফি ও তার বন্ধুরা একটি চিড়িয়াখানায় যায়। সেখানে তারা বিভিন্ন প্রাণিদের দেখে। ছোট্ট মিফি ও তার বন্ধুরা প্রাণিদের নাম জানে না। তাই প্রাণিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটি করে ধাঁধা দেয় মিফির মা-বাবা। তারা ধাঁধার সমাধান করে প্রাণিদের সম্পর্কে জানতে পারে। চিড়িয়াখানায় আনন্দের সময় কাটিয়ে তারা বাড়িতে ফিরতে চায় না। তাই তাদের জন্য একটি হট এয়ার বেলুন আনে তাদের বাবা। আর সেই বেলুনে করে তারা বেশ আনন্দে বাড়িতে ফেরে।
এমন গল্প নিয়ে তৈরি ‘মিফি দ্য মুভি’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার দুপুর ৩টায়।

শিশুদের জন্য নির্মিত দুই সিনেমা ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ ও ‘মিফি দ্য মুভি’ এবার দেখা যাবে দুরন্ত টিভিতে। এ চ্যানেলে সিনেমা দুটি প্রচার হবে বাংলা ভাষায়।
পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার
পাইরেট পিটের বনের লক্ষ্য হলো সমুদ্রের দানব ধ্বংস করা। সে তার দলের সদস্য গ্রাহাম, স্টিফেন ও স্টেলাকে নিয়ে সামুদ্রিক দানবের খোঁজে কমিনো দ্বীপে যায়। ওখানকার অধিবাসীরা সবাই সামুদ্রিক দানবের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। সেখানে তাদের দেখা হয় স্টেলার বোন স্টেফিনির সঙ্গে। একদিন পাইরেট পিট সামুদ্রিক দানবের মুখোমুখি হয়। তারপর বুঝতে পারে, এটা সত্যিকারের দানব নয়। এটা মারিবেল আর তার বাবা ক্যাপ্টেন ক্যাবাগেছেডের বানানো নকল সমুদ্র দানব। পাইরেট পিট তাদের মুখোশ খুলে দেয় এবং স্বর্ণ জাহাজ উদ্ধার করে।
পাইরেট পিটের দুঃসাহসিক সমুদ্র অভিযানের কাহিনি নিয়ে তৈরি ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার রাত ১০টায়।
মিফি দ্য মুভি
মিফি ও তার বন্ধুরা একটি চিড়িয়াখানায় যায়। সেখানে তারা বিভিন্ন প্রাণিদের দেখে। ছোট্ট মিফি ও তার বন্ধুরা প্রাণিদের নাম জানে না। তাই প্রাণিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটি করে ধাঁধা দেয় মিফির মা-বাবা। তারা ধাঁধার সমাধান করে প্রাণিদের সম্পর্কে জানতে পারে। চিড়িয়াখানায় আনন্দের সময় কাটিয়ে তারা বাড়িতে ফিরতে চায় না। তাই তাদের জন্য একটি হট এয়ার বেলুন আনে তাদের বাবা। আর সেই বেলুনে করে তারা বেশ আনন্দে বাড়িতে ফেরে।
এমন গল্প নিয়ে তৈরি ‘মিফি দ্য মুভি’ সিনেমাটি দেখা যাবে দুরন্ত টিভিতে, শুক্রবার দুপুর ৩টায়।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৩ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৩ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩ ঘণ্টা আগে