
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২১ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে