
দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই তামিল অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু গতকাল শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে টুইট করেছেন দক্ষিণি তারকা কমল হাসান। তিনি লেখেন, ‘আমার বন্ধু মায়িলসামি তাঁর নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে অভিনয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। সে ছিল আমার প্রিয় একজন বন্ধু। তাঁর প্রতি শ্রদ্ধা।’
আর শরৎ কুমার লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে আমি হতবাক ও ভেঙে পড়েছি। আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে আমরা হতবাক। আপনার হাস্যরস ও ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটে আমাদের আনন্দে পূর্ণ করে রাখত। আপনার পরিবার এবং বন্ধুদের সমবেদনা।’
‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। দক্ষিণের শীর্ষ অভিনেতা অজিত কুমার, বিজয় ও কমল হাসানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। কমেডিয়ান চরিত্রে শুধু দর্শকদের মন জয় করেননি, জিতেছেন অসংখ্য পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।

দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই তামিল অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু গতকাল শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে টুইট করেছেন দক্ষিণি তারকা কমল হাসান। তিনি লেখেন, ‘আমার বন্ধু মায়িলসামি তাঁর নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে অভিনয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। সে ছিল আমার প্রিয় একজন বন্ধু। তাঁর প্রতি শ্রদ্ধা।’
আর শরৎ কুমার লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে আমি হতবাক ও ভেঙে পড়েছি। আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে আমরা হতবাক। আপনার হাস্যরস ও ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটে আমাদের আনন্দে পূর্ণ করে রাখত। আপনার পরিবার এবং বন্ধুদের সমবেদনা।’
‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। দক্ষিণের শীর্ষ অভিনেতা অজিত কুমার, বিজয় ও কমল হাসানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। কমেডিয়ান চরিত্রে শুধু দর্শকদের মন জয় করেননি, জিতেছেন অসংখ্য পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৫ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৫ ঘণ্টা আগে