
দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই তামিল অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু গতকাল শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে টুইট করেছেন দক্ষিণি তারকা কমল হাসান। তিনি লেখেন, ‘আমার বন্ধু মায়িলসামি তাঁর নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে অভিনয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। সে ছিল আমার প্রিয় একজন বন্ধু। তাঁর প্রতি শ্রদ্ধা।’
আর শরৎ কুমার লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে আমি হতবাক ও ভেঙে পড়েছি। আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে আমরা হতবাক। আপনার হাস্যরস ও ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটে আমাদের আনন্দে পূর্ণ করে রাখত। আপনার পরিবার এবং বন্ধুদের সমবেদনা।’
‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। দক্ষিণের শীর্ষ অভিনেতা অজিত কুমার, বিজয় ও কমল হাসানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। কমেডিয়ান চরিত্রে শুধু দর্শকদের মন জয় করেননি, জিতেছেন অসংখ্য পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।

দক্ষিণের জনপ্রিয় কৌতুক অভিনেতা মায়িলসামি মারা গেছেন। আজ রোববার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই তামিল অভিনেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু গতকাল শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে মারা যান ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
তাঁর মৃত্যুতে টুইট করেছেন দক্ষিণি তারকা কমল হাসান। তিনি লেখেন, ‘আমার বন্ধু মায়িলসামি তাঁর নিজস্ব ঢঙে কমেডি চরিত্রে অভিনয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। সে ছিল আমার প্রিয় একজন বন্ধু। তাঁর প্রতি শ্রদ্ধা।’
আর শরৎ কুমার লিখেছেন, ‘আমার ভালো বন্ধু, মহান মানব, মানবহিতৈষী মায়িলসামির অকালমৃত্যুর কথা শুনে আমি হতবাক ও ভেঙে পড়েছি। আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, আত্মীয়, বন্ধু এবং চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
অভিনেতা সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে আমরা হতবাক। আপনার হাস্যরস ও ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটে আমাদের আনন্দে পূর্ণ করে রাখত। আপনার পরিবার এবং বন্ধুদের সমবেদনা।’
‘ধাভানি কানাভুগাল’ সিনেমার মধ্য দিয়ে অভিনেতা হিসেবে মায়িলসামির পথচলা শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ ও ‘কাঙ্গালাল কাইধু সে’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের কাছ থেকে অর্জন করে নিয়েছে ভালোবাসা। অভিনয়ের ক্যারিয়ারে ১০০টির বেশি তামিল সিনেমায় অভিনয় করেছেন মায়িলসামি। দক্ষিণের শীর্ষ অভিনেতা অজিত কুমার, বিজয় ও কমল হাসানের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। কমেডিয়ান চরিত্রে শুধু দর্শকদের মন জয় করেননি, জিতেছেন অসংখ্য পুরস্কার। এগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৩ ঘণ্টা আগে