
ঘুরতে ঘুরতে এক দম্পতি এমন এক গ্রামে গিয়ে পৌঁছায়, যেখান থেকে নাকি কুসংস্কারের উৎপত্তি হয়! একটির চেয়ে আরেকটি কুসংস্কারের পেছনের গল্প অদ্ভুত, আরও বেশি আজব। কী সেই গল্পগুলো? জানা যাবে ‘লোকে বলে’ পর্ব থেকে।
সাইকোলজিক্যাল হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে দারাজ নিবেদিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্থোলজি সিরিজ। এই সিরিজের তৃতীয় পর্ব ‘লোকে বলে’ মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল রাত ১০টা ৫৯মিনিটে।
এটি পরিচালক নুহাশ হুমায়ূনের তৈরি প্রথম ওয়েব সিরিজ। এছাড়া নুহাশ পরিচালিত এই সিরিজটির মাধ্যমে চরকি এই প্রথম ভৌতিক ঘরানার কোনো কনটেন্ট মুক্তি দিতে যাচ্ছে। এরই মধ্যে পেট কাটা ‘ষ’-এর মুক্তি পাওয়া দুটি পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’ ও ‘মিষ্টি কিছু’ দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
‘লোকে বলে’ পর্বে দেখা মিলবে মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হাসান নদী, প্রণয় দেব উচ্ছাস তৌফিকুল ইমন, গীতশ্রী চৌধুরীকে।
কার্টুনিস্ট মোরশেদ মিশু বলেন, ‘আমি পেশায় একজন কার্টুনিস্ট। ক্যামেরার সামনে অভিনয় করার চেষ্টা এবারই প্রথম। আমি একই সাথে নার্ভাস এবং এক্সাইটেড। উন্মাদ ম্যাগাজিনে আমার আঁকা কার্টুন যখন প্রথমবার ছাপা হয়, সেইরকম অনুভব করতেছি।’
মিশু আরও বলেন, ‘নুহাশ হুমায়ূন আমার পছন্দের নির্মাতাদের মধ্যে একজন। প্রথমবারেই তার সাথে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। এখন আশা করতেছি চেনা মানুষ, অচেনা মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, সবাই কাজটা দেখবেন।’
সাঈদা তাসলিমা হাসান নদী বলেন, ‘পেট কাটা ষ সিরিজের লোকে বলে গল্পে কাজ করার অভিজ্ঞতা দূর্দান্ত। বেশ কিছু প্রতিভাবান মানুষের সংস্পর্শে এসে তাদের কাজ করার প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারাটা আমার জন্য ছিলো এ কাজের বাইপ্রডাক্ট। সেই সাথে যারা লোকেশানটা খু্ঁজে বের করেছেন পরিশ্রম করে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সবকিছু মিলিয়ে আশা থাকবে দর্শক লোকে বলে দেখুক।’

ঘুরতে ঘুরতে এক দম্পতি এমন এক গ্রামে গিয়ে পৌঁছায়, যেখান থেকে নাকি কুসংস্কারের উৎপত্তি হয়! একটির চেয়ে আরেকটি কুসংস্কারের পেছনের গল্প অদ্ভুত, আরও বেশি আজব। কী সেই গল্পগুলো? জানা যাবে ‘লোকে বলে’ পর্ব থেকে।
সাইকোলজিক্যাল হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে দারাজ নিবেদিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্থোলজি সিরিজ। এই সিরিজের তৃতীয় পর্ব ‘লোকে বলে’ মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল রাত ১০টা ৫৯মিনিটে।
এটি পরিচালক নুহাশ হুমায়ূনের তৈরি প্রথম ওয়েব সিরিজ। এছাড়া নুহাশ পরিচালিত এই সিরিজটির মাধ্যমে চরকি এই প্রথম ভৌতিক ঘরানার কোনো কনটেন্ট মুক্তি দিতে যাচ্ছে। এরই মধ্যে পেট কাটা ‘ষ’-এর মুক্তি পাওয়া দুটি পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’ ও ‘মিষ্টি কিছু’ দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
‘লোকে বলে’ পর্বে দেখা মিলবে মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হাসান নদী, প্রণয় দেব উচ্ছাস তৌফিকুল ইমন, গীতশ্রী চৌধুরীকে।
কার্টুনিস্ট মোরশেদ মিশু বলেন, ‘আমি পেশায় একজন কার্টুনিস্ট। ক্যামেরার সামনে অভিনয় করার চেষ্টা এবারই প্রথম। আমি একই সাথে নার্ভাস এবং এক্সাইটেড। উন্মাদ ম্যাগাজিনে আমার আঁকা কার্টুন যখন প্রথমবার ছাপা হয়, সেইরকম অনুভব করতেছি।’
মিশু আরও বলেন, ‘নুহাশ হুমায়ূন আমার পছন্দের নির্মাতাদের মধ্যে একজন। প্রথমবারেই তার সাথে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। এখন আশা করতেছি চেনা মানুষ, অচেনা মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, সবাই কাজটা দেখবেন।’
সাঈদা তাসলিমা হাসান নদী বলেন, ‘পেট কাটা ষ সিরিজের লোকে বলে গল্পে কাজ করার অভিজ্ঞতা দূর্দান্ত। বেশ কিছু প্রতিভাবান মানুষের সংস্পর্শে এসে তাদের কাজ করার প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারাটা আমার জন্য ছিলো এ কাজের বাইপ্রডাক্ট। সেই সাথে যারা লোকেশানটা খু্ঁজে বের করেছেন পরিশ্রম করে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সবকিছু মিলিয়ে আশা থাকবে দর্শক লোকে বলে দেখুক।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৯ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৯ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৯ ঘণ্টা আগে