বিনোদন প্রতিবেদক

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের জনপ্রিয় প্রজেক্ট ‘বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২’ ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। সেখানে থাকছে সব প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।
আন্তর্জাতিক জনপ্রিয় ওটিটি সাইটগুলোতে সাহিত্যভিত্তিক কনটেন্টগুলো জনপ্রিয়তার শীর্ষে থাকে। অথচ আমাদের সাহিত্যের ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ হওয়া সত্ত্বেও নাটক, চলচ্চিত্রে তার উপস্থাপন তুলনামূলক কমই হয়েছে। তাই বাংলার সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা ও স্বপ্ন নিয়েই গত বছর থেকে বঙ্গ শুরু করেছে বিশেষ প্রজেক্ট বঙ্গ বব (বেজড অন বুকস), যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়েই এই ঈদে বঙ্গ আবারও নিয়ে এসেছে বিকাশ নিবেদিত ‘বব (বেজড অন বুকস) সিজন ২’।
বঙ্গ বব (বেজড অন বুকস) সিজন-২-এর এই সাত টেলিফিকশনে অভিনয় করেছেন দেশের ছোট পর্দা, বড় পর্দার খ্যাতিমান সব তারকা শিল্পীরা। এ ছাড়া প্রথমবারের মতো দর্শকদের সামনে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বড় পর্দার তারকা ইয়ামিন হক ববিও বিকাশ নিবেদিত বব সিজন ২-এর টেলিফিকশনে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো ওটিটির পর্দায় আসছেন।
বঙ্গের চিফ কনেটন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, ইন্ডাস্ট্রিতে অনেক উদীয়মান পরিচালক আছেন, যাঁরা যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও দুর্বল গল্প নির্বাচনের কারণে তাঁদের নির্মিত কনটেন্ট আশানুরূপ হয় না। কিন্তু বাংলা সাহিত্যে ভালো গল্প কিংবা উপন্যাসের অভাব নেই। এমনকি আমাদের তরুণ লেখকেরাও যথেষ্ট ভালো লিখছেন। সেই ভালো গল্প কিংবা উপন্যাসগুলো দর্শকদের মধ্যে পৌঁছে দিতেই গত বছর আমরা শুরু করেছিলাম বঙ্গ বব। সেখানে আমরা দর্শক ও সমালোচকদের অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই জনপ্রিয় লেখকদের নতুন সাতটি গল্প নিয়ে বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন ২’। বিকাশকে ধন্যবাদ এবারও আমাদের সঙ্গে থাকার জন্য। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) ভাইকে পাশে থেকে আমাদের উৎসাহিত করার জন্য। একই সঙ্গে ধন্যবাদ ববি, মেহজাবিন, আফরান নিশো, সুবর্ণা মুস্তাফাসহ সব অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের। পুরোনোদের পাশাপাশি এবার আমরা নতুন কিছু পরিচালককে নিয়েও কাজ করেছি। বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন ২’ দেখে দর্শক আগের চেয়ে বেশি বিনোদিত হবে বলে আমরা আশাবাদী।’
বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন-২’-এর এবারের নির্বাচিত সেরা বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত ঈদ টেলিফিকশনগুলোর নাম, পরিচালক বৃন্দ ও প্রচারের দিন:
ঈদের প্রথম দিন
এক অলৌকিক বিকেলের গল্প (অন্ধকার ও আলো দেখার গল্প—অপরাহ্নের গল্প), পরিচালনায় নূর ইমরান মিঠু, অভিনয়ে: ফেরদৌস হাসান নেভিল, তানজিকা আমিন, ফজলুর রহমান বাবু প্রমুখ।
গল্প সংক্ষেপ:
ব্যক্তিগত কাজে ও এক রহস্যময় চরিত্রকে খুঁজে বের করতে আঁকাবাঁকা অরণ্যপথে বাসে চড়ে ছুটে চলেছেন নেহাল। যেতে যেতেই তার চোখ পড়ে সহযাত্রী সুন্দরী এক তরুণীর দিকে। তরুণীটিরও ভালো লেগে যায় নেহালকে। হঠাৎ করেই মাঝপথে নষ্ট হয়ে যায় বাস। তারপর কী হয়েছিল সেই অলৌকিক বিকেলে? নেহাল কি জানতে পারে তরুণীর পরিচয়? দেখা পায় বন্ধুর অনুরোধের সেই রহস্যময় ব্যক্তির, যার আছে অলৌকিক ক্ষমতা? জানতে হলে দেখতে হবে ‘এক অলৌকিক বিকেলের গল্প’।
ঈদের দ্বিতীয় দিন
প্রায়শ্চিত্ত
(একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য—প্রায়শ্চিত্ত—ওবায়েদ হক), পরিচালনায়—ভিকি জাহেদ, অভিনয়ে: আফরান নিশো, নিশাত প্রিয়ম, ফারুক আহমেদ।
গল্প সংক্ষেপ:
সমাজের সফল ও প্রতিষ্ঠিত কামরুল সাহেবের অতীতে লুকিয়ে রয়েছে এক অজানা পাপ। কী সেই সেই অজানা পাপ? কীভাবে কামরুল সাহেব করতে চলেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত? জানতে দেখুন ঈদের দ্বিতীয় দিন ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশোর অভিনয়ে বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন ২’-এর বিশেষ টেলিফিকশন ‘প্রায়শ্চিত্ত’।
ঈদের তৃতীয় দিন
ফ্রিল্যান্সার নাদিয়া
(কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া—রাহিতুল ইসলাম), পরিচালনায়—ইমরাউল রাফাত, অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন এবং একটি বিশেষ দৃশ্যে তথ্য ও যোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি।
গল্প সংক্ষে:
সাধারণ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পিতৃহারা শিক্ষিত গৃহবধু নাদিয়া। স্বামীর অল্প আয়ে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাওয়া এবং সংসারে সবার কাছে নিগৃহীত হওয়াই কি তার নিয়তি? নাকি সে নিজের পায়ে দাঁড়িয়ে চমকে দেবে পৃথিবী? কী হয় নাদিয়ার পরিণতি? জানতে দেখুন মেহজাবিন অভিনিত ফ্রিল্যান্সার নাদিয়া ঈদের তৃতীয় দিন।
ঈদের চতুর্থ দিন
সাদা প্রাইভেট
(সাদা প্রাইভেট—ইশতিয়াক আহমেদ), পরিচালনায়—আশিকুর রহমান, অভিনয়ে: তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ।
গল্প সংক্ষেপ:
সদ্য প্রমোশন পাওয়া বজলুল সাহেব অফিস থেকে গাড়ি পাবেন। তাঁর চাওয়া গাড়িটি যেন হয় সাদা প্রাইভেট। গাড়িটি পাওয়ার আগেই বজলুল সাহেব রেখেছেন নিজের পছন্দের ড্রাইভার। শেষ পর্যন্ত কি বজলুল সাহেব পান তাঁর স্বপ্নের সাদা প্রাইভেট কার? জানতে ঈদের চতুর্থ দিন দেখুন তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ অভিনিত ‘সাদা প্রাইভেট’।
ঈদের পঞ্চম দিন
হাফ চান্স
(কলম—রাসয়াত রহমান জিকো), পরিচালনায়— শিহাব শাহীন, অভিনয়ে: তৌসিফ মাহবুব, তামিম মৃধা, তানজিন তিশা, সারিকা সাবাহ।
গল্প সংক্ষেপ:
ফুল কিনতে গিয়ে শ্যামলের সঙ্গে পরিচয় হয় রাকিবের। কথায় কথায় শ্যামল জানতে পারে রাকিবের জীবনে ঘটা প্রতিটি মুহূর্ত আটকে পরে হাফ চান্সের ফাঁদে। ভালোবাসা পেতে গিয়েও কি রাকিবের জীবন থেমে থাকে হাফ চান্সে? শ্যামলের সঙ্গে রাকিবের ‘হাফ চান্স’ জীবনের গল্প জানতে দেখুন তৌসিফ, তানজিনা তিশা, তামিম মৃধা, সারিকা সাবাহ অভিনিত টেলিফিকশন ‘হাফ চান্স’ ঈদের পঞ্চম দিন।
ঈদের ষষ্ঠ দিন
সুরভি
(সুরভি—ইমদাদুল হক মিলন), পরিচালনায় চয়নিকা চৌধুরী, অভিনয়ে: ইয়ামিন হক ববি, সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর প্রমুখ।
গল্প সংক্ষেপ:
সুরভি তো মারা গেছে দুর্ঘটনায়। কিন্তু তাও কেন রুম্পা সুরভিকে দেখতে পায়? কেন সুরভির সবকিছু রুম্পার এতো চেনা? রুম্পাকে দেখে সবাই কেন সুরভি বলে ভুল করে? এই সব রহস্য জানতে হলে দেখতে হবে ইয়ামিন হক ববি অভিনিত ‘সুরভি’ ঈদের ষষ্ঠ দিন।
ঈদের সপ্তম দিন
চল
(চল—অন্তিক মাহমুদ), পরিচালনায় মাহমুদুর রহমান হিমি, অভিনয়ে: ইয়াশ রোহান, সাবিলা নূর, সৈয়দ জামান শাওন
গল্প সংক্ষেপ:
রহস্যময়ভাবে নিখোঁজ মালিহা। মালিহার খালার কল পেয়ে বন্ধুদের নিয়ে রাকিব বের হয়ে পড়ে মালিহার খোঁজে। কোথায় গিয়েছে মালিহা? কে দায়ী? বন্ধুত্ব, ভালোবাসা ও বেইমানির অ্যাকশনে ভরপুর রোমাঞ্চকর টেলিফিকশন ‘চল’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ইয়াশ রোহান, সাবিলা নূর ও সৈয়দ জামান শাওন অভিনিত ‘চল’ দেখুন ঈদের সপ্তম দিন।
বঙ্গের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছাড়াও ‘বঙ্গ বব সিজন ২’ দর্শক যেসব টিভি চ্যানেলে দেখতে পাবেন:
দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন দুপুর ১টায়
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সন্ধ্যা ৭টায়
চ্যানেল নাইনে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
বাংলা টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন রাত ৮টা ৩০ মিনিটে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের জনপ্রিয় প্রজেক্ট ‘বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২’ ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। সেখানে থাকছে সব প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।
আন্তর্জাতিক জনপ্রিয় ওটিটি সাইটগুলোতে সাহিত্যভিত্তিক কনটেন্টগুলো জনপ্রিয়তার শীর্ষে থাকে। অথচ আমাদের সাহিত্যের ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ হওয়া সত্ত্বেও নাটক, চলচ্চিত্রে তার উপস্থাপন তুলনামূলক কমই হয়েছে। তাই বাংলার সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা ও স্বপ্ন নিয়েই গত বছর থেকে বঙ্গ শুরু করেছে বিশেষ প্রজেক্ট বঙ্গ বব (বেজড অন বুকস), যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়েই এই ঈদে বঙ্গ আবারও নিয়ে এসেছে বিকাশ নিবেদিত ‘বব (বেজড অন বুকস) সিজন ২’।
বঙ্গ বব (বেজড অন বুকস) সিজন-২-এর এই সাত টেলিফিকশনে অভিনয় করেছেন দেশের ছোট পর্দা, বড় পর্দার খ্যাতিমান সব তারকা শিল্পীরা। এ ছাড়া প্রথমবারের মতো দর্শকদের সামনে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বড় পর্দার তারকা ইয়ামিন হক ববিও বিকাশ নিবেদিত বব সিজন ২-এর টেলিফিকশনে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো ওটিটির পর্দায় আসছেন।
বঙ্গের চিফ কনেটন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, ইন্ডাস্ট্রিতে অনেক উদীয়মান পরিচালক আছেন, যাঁরা যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও দুর্বল গল্প নির্বাচনের কারণে তাঁদের নির্মিত কনটেন্ট আশানুরূপ হয় না। কিন্তু বাংলা সাহিত্যে ভালো গল্প কিংবা উপন্যাসের অভাব নেই। এমনকি আমাদের তরুণ লেখকেরাও যথেষ্ট ভালো লিখছেন। সেই ভালো গল্প কিংবা উপন্যাসগুলো দর্শকদের মধ্যে পৌঁছে দিতেই গত বছর আমরা শুরু করেছিলাম বঙ্গ বব। সেখানে আমরা দর্শক ও সমালোচকদের অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই জনপ্রিয় লেখকদের নতুন সাতটি গল্প নিয়ে বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন ২’। বিকাশকে ধন্যবাদ এবারও আমাদের সঙ্গে থাকার জন্য। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) ভাইকে পাশে থেকে আমাদের উৎসাহিত করার জন্য। একই সঙ্গে ধন্যবাদ ববি, মেহজাবিন, আফরান নিশো, সুবর্ণা মুস্তাফাসহ সব অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের। পুরোনোদের পাশাপাশি এবার আমরা নতুন কিছু পরিচালককে নিয়েও কাজ করেছি। বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন ২’ দেখে দর্শক আগের চেয়ে বেশি বিনোদিত হবে বলে আমরা আশাবাদী।’
বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন-২’-এর এবারের নির্বাচিত সেরা বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত ঈদ টেলিফিকশনগুলোর নাম, পরিচালক বৃন্দ ও প্রচারের দিন:
ঈদের প্রথম দিন
এক অলৌকিক বিকেলের গল্প (অন্ধকার ও আলো দেখার গল্প—অপরাহ্নের গল্প), পরিচালনায় নূর ইমরান মিঠু, অভিনয়ে: ফেরদৌস হাসান নেভিল, তানজিকা আমিন, ফজলুর রহমান বাবু প্রমুখ।
গল্প সংক্ষেপ:
ব্যক্তিগত কাজে ও এক রহস্যময় চরিত্রকে খুঁজে বের করতে আঁকাবাঁকা অরণ্যপথে বাসে চড়ে ছুটে চলেছেন নেহাল। যেতে যেতেই তার চোখ পড়ে সহযাত্রী সুন্দরী এক তরুণীর দিকে। তরুণীটিরও ভালো লেগে যায় নেহালকে। হঠাৎ করেই মাঝপথে নষ্ট হয়ে যায় বাস। তারপর কী হয়েছিল সেই অলৌকিক বিকেলে? নেহাল কি জানতে পারে তরুণীর পরিচয়? দেখা পায় বন্ধুর অনুরোধের সেই রহস্যময় ব্যক্তির, যার আছে অলৌকিক ক্ষমতা? জানতে হলে দেখতে হবে ‘এক অলৌকিক বিকেলের গল্প’।
ঈদের দ্বিতীয় দিন
প্রায়শ্চিত্ত
(একটি শাড়ি এবং কামরাঙা বোমা ও অন্যান্য—প্রায়শ্চিত্ত—ওবায়েদ হক), পরিচালনায়—ভিকি জাহেদ, অভিনয়ে: আফরান নিশো, নিশাত প্রিয়ম, ফারুক আহমেদ।
গল্প সংক্ষেপ:
সমাজের সফল ও প্রতিষ্ঠিত কামরুল সাহেবের অতীতে লুকিয়ে রয়েছে এক অজানা পাপ। কী সেই সেই অজানা পাপ? কীভাবে কামরুল সাহেব করতে চলেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত? জানতে দেখুন ঈদের দ্বিতীয় দিন ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশোর অভিনয়ে বিকাশ নিবেদিত ‘বঙ্গ বব সিজন ২’-এর বিশেষ টেলিফিকশন ‘প্রায়শ্চিত্ত’।
ঈদের তৃতীয় দিন
ফ্রিল্যান্সার নাদিয়া
(কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া—রাহিতুল ইসলাম), পরিচালনায়—ইমরাউল রাফাত, অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন এবং একটি বিশেষ দৃশ্যে তথ্য ও যোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি।
গল্প সংক্ষে:
সাধারণ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পিতৃহারা শিক্ষিত গৃহবধু নাদিয়া। স্বামীর অল্প আয়ে সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাওয়া এবং সংসারে সবার কাছে নিগৃহীত হওয়াই কি তার নিয়তি? নাকি সে নিজের পায়ে দাঁড়িয়ে চমকে দেবে পৃথিবী? কী হয় নাদিয়ার পরিণতি? জানতে দেখুন মেহজাবিন অভিনিত ফ্রিল্যান্সার নাদিয়া ঈদের তৃতীয় দিন।
ঈদের চতুর্থ দিন
সাদা প্রাইভেট
(সাদা প্রাইভেট—ইশতিয়াক আহমেদ), পরিচালনায়—আশিকুর রহমান, অভিনয়ে: তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ।
গল্প সংক্ষেপ:
সদ্য প্রমোশন পাওয়া বজলুল সাহেব অফিস থেকে গাড়ি পাবেন। তাঁর চাওয়া গাড়িটি যেন হয় সাদা প্রাইভেট। গাড়িটি পাওয়ার আগেই বজলুল সাহেব রেখেছেন নিজের পছন্দের ড্রাইভার। শেষ পর্যন্ত কি বজলুল সাহেব পান তাঁর স্বপ্নের সাদা প্রাইভেট কার? জানতে ঈদের চতুর্থ দিন দেখুন তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ অভিনিত ‘সাদা প্রাইভেট’।
ঈদের পঞ্চম দিন
হাফ চান্স
(কলম—রাসয়াত রহমান জিকো), পরিচালনায়— শিহাব শাহীন, অভিনয়ে: তৌসিফ মাহবুব, তামিম মৃধা, তানজিন তিশা, সারিকা সাবাহ।
গল্প সংক্ষেপ:
ফুল কিনতে গিয়ে শ্যামলের সঙ্গে পরিচয় হয় রাকিবের। কথায় কথায় শ্যামল জানতে পারে রাকিবের জীবনে ঘটা প্রতিটি মুহূর্ত আটকে পরে হাফ চান্সের ফাঁদে। ভালোবাসা পেতে গিয়েও কি রাকিবের জীবন থেমে থাকে হাফ চান্সে? শ্যামলের সঙ্গে রাকিবের ‘হাফ চান্স’ জীবনের গল্প জানতে দেখুন তৌসিফ, তানজিনা তিশা, তামিম মৃধা, সারিকা সাবাহ অভিনিত টেলিফিকশন ‘হাফ চান্স’ ঈদের পঞ্চম দিন।
ঈদের ষষ্ঠ দিন
সুরভি
(সুরভি—ইমদাদুল হক মিলন), পরিচালনায় চয়নিকা চৌধুরী, অভিনয়ে: ইয়ামিন হক ববি, সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, ডলি জহুর প্রমুখ।
গল্প সংক্ষেপ:
সুরভি তো মারা গেছে দুর্ঘটনায়। কিন্তু তাও কেন রুম্পা সুরভিকে দেখতে পায়? কেন সুরভির সবকিছু রুম্পার এতো চেনা? রুম্পাকে দেখে সবাই কেন সুরভি বলে ভুল করে? এই সব রহস্য জানতে হলে দেখতে হবে ইয়ামিন হক ববি অভিনিত ‘সুরভি’ ঈদের ষষ্ঠ দিন।
ঈদের সপ্তম দিন
চল
(চল—অন্তিক মাহমুদ), পরিচালনায় মাহমুদুর রহমান হিমি, অভিনয়ে: ইয়াশ রোহান, সাবিলা নূর, সৈয়দ জামান শাওন
গল্প সংক্ষেপ:
রহস্যময়ভাবে নিখোঁজ মালিহা। মালিহার খালার কল পেয়ে বন্ধুদের নিয়ে রাকিব বের হয়ে পড়ে মালিহার খোঁজে। কোথায় গিয়েছে মালিহা? কে দায়ী? বন্ধুত্ব, ভালোবাসা ও বেইমানির অ্যাকশনে ভরপুর রোমাঞ্চকর টেলিফিকশন ‘চল’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ইয়াশ রোহান, সাবিলা নূর ও সৈয়দ জামান শাওন অভিনিত ‘চল’ দেখুন ঈদের সপ্তম দিন।
বঙ্গের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছাড়াও ‘বঙ্গ বব সিজন ২’ দর্শক যেসব টিভি চ্যানেলে দেখতে পাবেন:
দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন দুপুর ১টায়
এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সন্ধ্যা ৭টায়
চ্যানেল নাইনে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
বাংলা টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন রাত ৮টা ৩০ মিনিটে।

২০১৯ সালে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন’ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসেবে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ওটিটি, সিনেমা ও টিভি নাটকে নিয়মিত কাজ করলেও তানিম রহমান অংশুর পরিচালনায় আর দেখা যায়নি সুনেরাহকে।
৬ ঘণ্টা আগে
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধপূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
৬ ঘণ্টা আগে
‘ওপেনহাইমার’ সিনেমার সাফল্যের পর ক্রিস্টোফার নোলান নজর দিয়েছেন গ্রিক মহাকাব্যে। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য তুলে আনছেন পর্দায়। হাজার হাজার বছর ধরে যে গল্প মানুষ মনে রেখেছে, যেসব চরিত্র রহস্য-রোমান্সের অনুভূতি জাগিয়েছে; সেই গল্প ও চরিত্ররা কতটা জীবন্ত হয়ে ধরা পড়বে ক্যামেরায়...
৭ ঘণ্টা আগে
গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। দেখতে দেখতে শত পর্বের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ রাত ৮টায় প্রচার হবে তেল ছাড়া পরোটা ধারাবাহিকের ১০০তম পর্ব।
৮ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৯ সালে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন’ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসেবে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ওটিটি, সিনেমা ও টিভি নাটকে নিয়মিত কাজ করলেও তানিম রহমান অংশুর পরিচালনায় আর দেখা যায়নি সুনেরাহকে। ছয় বছর পর আবার এই পরিচালকের নির্দেশনায় কাজ করছেন তিনি।
নতুন এই কাজের শুটিং করতে ১৮ ডিসেম্বর নেপালে যান সুনেরাহ। গতকাল শেষ হয়েছে শুটিং। গতকাল তানিম রহমান অংশুর সঙ্গে তোলা শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘কিছু একটা হচ্ছে। ছয় বছর পর একসঙ্গে আমরা কাজ করছি। সবাইকে দেখানোর অপেক্ষায়।’
নতুন এই কাজ নিয়ে জানতে যোগাযোগ করা হয় সুনেরাহর সঙ্গে। নেপাল থেকে খুদেবার্তায় সুনেরাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দারুণ ইন্টারেস্টিং একটা কাজ করছি। এখানে আমাকে এমন চরিত্রে দেখা যাবে, যেমনটা আগে কখনো দেখা যায়নি।’
এটি ওটিটি কনটেন্ট নাকি সিনেমা, সে বিষয়ে এখনই কিছু জানাতে রাজি নন সুনেরাহ। বললেন, ‘কাজটি কোথায় দেখা যাবে এ নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। আশা করছি শিগগির দর্শক কাজটি দেখতে পারবে।’

শুটিং অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, ‘খুব ঠান্ডার মধ্যে শুটিং করতে হচ্ছে। আমরা যেখানে শুটিং করছি, সেখানে মাইনাস ডিগ্রি। প্রথমবার এ রকম আবহাওয়াতে শুটিং করলাম। সব মিলিয়ে ভয়ংকর অভিজ্ঞতা। কিন্তু কাজটি খুব ভালো হয়েছে।’
অন্যদিকে, ২২ ডিসেম্বর ভিন্ন একটি ছবি পোস্ট করেন সুনেরাহ। অভিনেতা আরশ খানের সঙ্গে তোলা ছবিটিতে দেখা যায়, সমুদ্রপারে আরশ ও সুনেরাহ দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসছেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছবিটি। অনেকেই দাবি করেন, এই ছবি দিয়ে আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন স্বীকার করলেন সুনেরাহ। অনেকে তাঁদের শুভকামনা জানান।
বরাবরের মতো এবারও প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সুনেরাহ। জানালেন এই ছবিতে নেটিজেনদের শুভেচ্ছাবার্তা তাঁকে বিস্মিত করেছে। আরও জানালেন থাইল্যান্ডে শুটিংয়ের সময় তোলা হয়েছিল ভাইরাল হওয়া ছবিটি। থাইল্যান্ডে ওই সময় একসঙ্গে ছয়টি নাটকের শুটিংয়ে গিয়েছিলেন তাঁরা। এই ছবিটি ভালো লাগায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুনেরাহ। এর বাইরে কিছু না।
নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। টিভি ও ইউটিউবে নিয়মিত প্রকাশ পাচ্ছে তাঁর অভিনীত নাটক। গত মাস থেকে প্রচার শুরু হয়েছে সুনেরাহর প্রথম ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। সম্প্রতি শেষ করেছেন আরাফাত মহসিন নিধি পরিচালিত একটি সিরিজের শুটিং। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এতে সুনেরাহর সহশিল্পী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু।

২০১৯ সালে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন’ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসেবে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ওটিটি, সিনেমা ও টিভি নাটকে নিয়মিত কাজ করলেও তানিম রহমান অংশুর পরিচালনায় আর দেখা যায়নি সুনেরাহকে। ছয় বছর পর আবার এই পরিচালকের নির্দেশনায় কাজ করছেন তিনি।
নতুন এই কাজের শুটিং করতে ১৮ ডিসেম্বর নেপালে যান সুনেরাহ। গতকাল শেষ হয়েছে শুটিং। গতকাল তানিম রহমান অংশুর সঙ্গে তোলা শুটিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘কিছু একটা হচ্ছে। ছয় বছর পর একসঙ্গে আমরা কাজ করছি। সবাইকে দেখানোর অপেক্ষায়।’
নতুন এই কাজ নিয়ে জানতে যোগাযোগ করা হয় সুনেরাহর সঙ্গে। নেপাল থেকে খুদেবার্তায় সুনেরাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দারুণ ইন্টারেস্টিং একটা কাজ করছি। এখানে আমাকে এমন চরিত্রে দেখা যাবে, যেমনটা আগে কখনো দেখা যায়নি।’
এটি ওটিটি কনটেন্ট নাকি সিনেমা, সে বিষয়ে এখনই কিছু জানাতে রাজি নন সুনেরাহ। বললেন, ‘কাজটি কোথায় দেখা যাবে এ নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। আশা করছি শিগগির দর্শক কাজটি দেখতে পারবে।’

শুটিং অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, ‘খুব ঠান্ডার মধ্যে শুটিং করতে হচ্ছে। আমরা যেখানে শুটিং করছি, সেখানে মাইনাস ডিগ্রি। প্রথমবার এ রকম আবহাওয়াতে শুটিং করলাম। সব মিলিয়ে ভয়ংকর অভিজ্ঞতা। কিন্তু কাজটি খুব ভালো হয়েছে।’
অন্যদিকে, ২২ ডিসেম্বর ভিন্ন একটি ছবি পোস্ট করেন সুনেরাহ। অভিনেতা আরশ খানের সঙ্গে তোলা ছবিটিতে দেখা যায়, সমুদ্রপারে আরশ ও সুনেরাহ দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসছেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছবিটি। অনেকেই দাবি করেন, এই ছবি দিয়ে আরশের সঙ্গে প্রেমের গুঞ্জন স্বীকার করলেন সুনেরাহ। অনেকে তাঁদের শুভকামনা জানান।
বরাবরের মতো এবারও প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সুনেরাহ। জানালেন এই ছবিতে নেটিজেনদের শুভেচ্ছাবার্তা তাঁকে বিস্মিত করেছে। আরও জানালেন থাইল্যান্ডে শুটিংয়ের সময় তোলা হয়েছিল ভাইরাল হওয়া ছবিটি। থাইল্যান্ডে ওই সময় একসঙ্গে ছয়টি নাটকের শুটিংয়ে গিয়েছিলেন তাঁরা। এই ছবিটি ভালো লাগায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুনেরাহ। এর বাইরে কিছু না।
নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। টিভি ও ইউটিউবে নিয়মিত প্রকাশ পাচ্ছে তাঁর অভিনীত নাটক। গত মাস থেকে প্রচার শুরু হয়েছে সুনেরাহর প্রথম ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। সম্প্রতি শেষ করেছেন আরাফাত মহসিন নিধি পরিচালিত একটি সিরিজের শুটিং। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এতে সুনেরাহর সহশিল্পী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর জনপ্রিয় প্রজেক্ট ‘বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২’ ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। যেখানে থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার, ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।
২৭ এপ্রিল ২০২২
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধপূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
৬ ঘণ্টা আগে
‘ওপেনহাইমার’ সিনেমার সাফল্যের পর ক্রিস্টোফার নোলান নজর দিয়েছেন গ্রিক মহাকাব্যে। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য তুলে আনছেন পর্দায়। হাজার হাজার বছর ধরে যে গল্প মানুষ মনে রেখেছে, যেসব চরিত্র রহস্য-রোমান্সের অনুভূতি জাগিয়েছে; সেই গল্প ও চরিত্ররা কতটা জীবন্ত হয়ে ধরা পড়বে ক্যামেরায়...
৭ ঘণ্টা আগে
গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। দেখতে দেখতে শত পর্বের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ রাত ৮টায় প্রচার হবে তেল ছাড়া পরোটা ধারাবাহিকের ১০০তম পর্ব।
৮ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধপূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা। বড়দিনকে ঘিরে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে মানুষের জীবনকে আলোকিত করার প্রয়াসে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তন পরিবেশনা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তেজগাঁও চার্চ কয়্যার শিল্পীরা। পরিবেশনায় অংশ নেবেন ক্রিস্টোফার গোমেজ, দিলীপ মন্ডল, বিজয় গোমেজ, রেক্সোনা মন্ডল, জয়া গোমেজ, বিভা গোমেজ, সুভাষ পিরিচ প্রমুখ। সংগীত পরিবেশন করবেন জুলিয়েট সুস্মিতা বাড়ৈ। ব্যান্ডসংগীত নিয়ে মঞ্চে আসবে ব্যান্ড গেৎশিমানী ওরশিপ ও এফ মাইনর। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ একাডেমির নন্দনমঞ্চে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান, বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে ১০ মে একাডেমির নন্দনমঞ্চসহ ৬টি জেলায় সাংস্কৃতিক উৎসব, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন নন্দনমঞ্চে আনন্দ উৎসব, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এবং ১ অক্টোবর একাডেমির নন্দনমঞ্চে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধপূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা। বড়দিনকে ঘিরে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে মানুষের জীবনকে আলোকিত করার প্রয়াসে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তন পরিবেশনা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তেজগাঁও চার্চ কয়্যার শিল্পীরা। পরিবেশনায় অংশ নেবেন ক্রিস্টোফার গোমেজ, দিলীপ মন্ডল, বিজয় গোমেজ, রেক্সোনা মন্ডল, জয়া গোমেজ, বিভা গোমেজ, সুভাষ পিরিচ প্রমুখ। সংগীত পরিবেশন করবেন জুলিয়েট সুস্মিতা বাড়ৈ। ব্যান্ডসংগীত নিয়ে মঞ্চে আসবে ব্যান্ড গেৎশিমানী ওরশিপ ও এফ মাইনর। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ একাডেমির নন্দনমঞ্চে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান, বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে ১০ মে একাডেমির নন্দনমঞ্চসহ ৬টি জেলায় সাংস্কৃতিক উৎসব, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন নন্দনমঞ্চে আনন্দ উৎসব, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এবং ১ অক্টোবর একাডেমির নন্দনমঞ্চে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর জনপ্রিয় প্রজেক্ট ‘বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২’ ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। যেখানে থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার, ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।
২৭ এপ্রিল ২০২২
২০১৯ সালে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন’ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসেবে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ওটিটি, সিনেমা ও টিভি নাটকে নিয়মিত কাজ করলেও তানিম রহমান অংশুর পরিচালনায় আর দেখা যায়নি সুনেরাহকে।
৬ ঘণ্টা আগে
‘ওপেনহাইমার’ সিনেমার সাফল্যের পর ক্রিস্টোফার নোলান নজর দিয়েছেন গ্রিক মহাকাব্যে। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য তুলে আনছেন পর্দায়। হাজার হাজার বছর ধরে যে গল্প মানুষ মনে রেখেছে, যেসব চরিত্র রহস্য-রোমান্সের অনুভূতি জাগিয়েছে; সেই গল্প ও চরিত্ররা কতটা জীবন্ত হয়ে ধরা পড়বে ক্যামেরায়...
৭ ঘণ্টা আগে
গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। দেখতে দেখতে শত পর্বের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ রাত ৮টায় প্রচার হবে তেল ছাড়া পরোটা ধারাবাহিকের ১০০তম পর্ব।
৮ ঘণ্টা আগেবিনোদন ডেস্ক

‘ওপেনহাইমার’ সিনেমার সাফল্যের পর ক্রিস্টোফার নোলান নজর দিয়েছেন গ্রিক মহাকাব্যে। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য তুলে আনছেন পর্দায়। হাজার হাজার বছর ধরে যে গল্প মানুষ মনে রেখেছে, যেসব চরিত্র রহস্য-রোমান্সের অনুভূতি জাগিয়েছে; সেই গল্প ও চরিত্ররা কতটা জীবন্ত হয়ে ধরা পড়বে ক্যামেরায়, তা নিয়ে দর্শকদের কৌতূহল ছিল। অবশেষে দ্য ওডিসির ট্রেলার প্রকাশ করল ইউনিভার্সাল পিকচার্স। প্রায় দুই মিনিটের এ ট্রেলার রীতিমতো ঝড় তুলেছে বিশ্বজুড়ে। এ যেন সত্যিই এক মহাকাব্যিক নির্মাণ!
দ্য ওডিসি তৈরি হয়েছে ওডিসিয়াসের নিজ ভূমিতে ফেরার রোমহর্ষক সংগ্রাম নিয়ে। গ্রিসের এক ছোট দ্বীপ ইথাকার রাজা ছিলেন ওডিসিয়াস। ট্রোজান যুদ্ধ শুরু হলে ওডিসিয়াসকে সেই যুদ্ধে অংশ নিতে হয়। একটানা ১০ বছর চলে সেই যুদ্ধ। যুদ্ধ শেষে দেশে ফেরার পথে ঝড়ের মুখে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওডিসিয়াস। পথভ্রষ্ট হয়ে সে সাগরের মধ্যে ঘুরতে ঘুরতে বিভিন্ন দ্বীপে বিভিন্ন ধরনের মানুষ, জন্তু-জানোয়ার এবং দেব-দেবীর মুখোমুখি হয়। ভয়ংকর সব বাধার মুখে পড়ে। কিন্তু নিজের বুদ্ধি, সাহস এবং শক্তি দিয়ে সকল বিপদ পেরিয়ে প্রায় ২০ বছর পর বিজয়ী হিসেবে নিজ দেশে ফেরে ওডিসিয়াস।
দ্য ওডিসির ট্রেলারের শুরুতেই দেখা যায় ট্রয় যুদ্ধের ময়দানে পড়ে থাকা শত শত সমাধির দৃশ্য। বাড়ি ফেরার জন্য সৈন্য বাহিনী নিয়ে রওনা দেয় ওডিসিয়াস। বিপৎসংকুল সমুদ্রযাত্রা, পথে শত্রুদের হানা, কখনো তীব্র ঝড়, ভুল দ্বীপে গিয়ে ওঠা, নতুন নতুন বিপদ—সবকিছুই ক্যামেরায় নিখুঁতভাবে তুলে এনেছেন ক্রিস্টোফার নোলান!
সিনেমার মুখ্য চরিত্র ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। ট্রেলারের প্রায় পুরোটা জুড়ে তাঁর উপস্থিতি। কয়েক ঝলক দেখা গেল ওডিসিয়াসের ছেলে টেলিমাকাস চরিত্রে টম হল্যান্ড এবং ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপের চরিত্রে অ্যান হ্যাথাওয়েকে। আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি, জন বার্নথাল প্রমুখ। তবে ট্রেলারে তাঁদের দেখা যায়নি।
দ্য ওডিসি সিনেমায় সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন আইম্যাক্স ক্যামেরা ব্যবহার করেছেন ক্রিস্টোফার নোলান। ২০ লাখ ফুট ফিল্ম খরচ করেছেন গল্পটি তুলে আনতে।
বহুল প্রতীক্ষিত সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

‘ওপেনহাইমার’ সিনেমার সাফল্যের পর ক্রিস্টোফার নোলান নজর দিয়েছেন গ্রিক মহাকাব্যে। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য তুলে আনছেন পর্দায়। হাজার হাজার বছর ধরে যে গল্প মানুষ মনে রেখেছে, যেসব চরিত্র রহস্য-রোমান্সের অনুভূতি জাগিয়েছে; সেই গল্প ও চরিত্ররা কতটা জীবন্ত হয়ে ধরা পড়বে ক্যামেরায়, তা নিয়ে দর্শকদের কৌতূহল ছিল। অবশেষে দ্য ওডিসির ট্রেলার প্রকাশ করল ইউনিভার্সাল পিকচার্স। প্রায় দুই মিনিটের এ ট্রেলার রীতিমতো ঝড় তুলেছে বিশ্বজুড়ে। এ যেন সত্যিই এক মহাকাব্যিক নির্মাণ!
দ্য ওডিসি তৈরি হয়েছে ওডিসিয়াসের নিজ ভূমিতে ফেরার রোমহর্ষক সংগ্রাম নিয়ে। গ্রিসের এক ছোট দ্বীপ ইথাকার রাজা ছিলেন ওডিসিয়াস। ট্রোজান যুদ্ধ শুরু হলে ওডিসিয়াসকে সেই যুদ্ধে অংশ নিতে হয়। একটানা ১০ বছর চলে সেই যুদ্ধ। যুদ্ধ শেষে দেশে ফেরার পথে ঝড়ের মুখে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওডিসিয়াস। পথভ্রষ্ট হয়ে সে সাগরের মধ্যে ঘুরতে ঘুরতে বিভিন্ন দ্বীপে বিভিন্ন ধরনের মানুষ, জন্তু-জানোয়ার এবং দেব-দেবীর মুখোমুখি হয়। ভয়ংকর সব বাধার মুখে পড়ে। কিন্তু নিজের বুদ্ধি, সাহস এবং শক্তি দিয়ে সকল বিপদ পেরিয়ে প্রায় ২০ বছর পর বিজয়ী হিসেবে নিজ দেশে ফেরে ওডিসিয়াস।
দ্য ওডিসির ট্রেলারের শুরুতেই দেখা যায় ট্রয় যুদ্ধের ময়দানে পড়ে থাকা শত শত সমাধির দৃশ্য। বাড়ি ফেরার জন্য সৈন্য বাহিনী নিয়ে রওনা দেয় ওডিসিয়াস। বিপৎসংকুল সমুদ্রযাত্রা, পথে শত্রুদের হানা, কখনো তীব্র ঝড়, ভুল দ্বীপে গিয়ে ওঠা, নতুন নতুন বিপদ—সবকিছুই ক্যামেরায় নিখুঁতভাবে তুলে এনেছেন ক্রিস্টোফার নোলান!
সিনেমার মুখ্য চরিত্র ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। ট্রেলারের প্রায় পুরোটা জুড়ে তাঁর উপস্থিতি। কয়েক ঝলক দেখা গেল ওডিসিয়াসের ছেলে টেলিমাকাস চরিত্রে টম হল্যান্ড এবং ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপের চরিত্রে অ্যান হ্যাথাওয়েকে। আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি, জন বার্নথাল প্রমুখ। তবে ট্রেলারে তাঁদের দেখা যায়নি।
দ্য ওডিসি সিনেমায় সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন আইম্যাক্স ক্যামেরা ব্যবহার করেছেন ক্রিস্টোফার নোলান। ২০ লাখ ফুট ফিল্ম খরচ করেছেন গল্পটি তুলে আনতে।
বহুল প্রতীক্ষিত সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর জনপ্রিয় প্রজেক্ট ‘বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২’ ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। যেখানে থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার, ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।
২৭ এপ্রিল ২০২২
২০১৯ সালে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন’ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসেবে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ওটিটি, সিনেমা ও টিভি নাটকে নিয়মিত কাজ করলেও তানিম রহমান অংশুর পরিচালনায় আর দেখা যায়নি সুনেরাহকে।
৬ ঘণ্টা আগে
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধপূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
৬ ঘণ্টা আগে
গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। দেখতে দেখতে শত পর্বের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ রাত ৮টায় প্রচার হবে তেল ছাড়া পরোটা ধারাবাহিকের ১০০তম পর্ব।
৮ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। দেখতে দেখতে শত পর্বের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ রাত ৮টায় প্রচার হবে তেল ছাড়া পরোটা ধারাবাহিকের ১০০তম পর্ব।
তেল ছাড়া পরোটা নাটকের গল্পে দেখা যায় একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করত। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারকেল তেলের। এমনকি জ্বালানি তেল পেট্রলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। অন্যদিকে, রয়েছে আরেক পরিবার, যারা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তোষামোদ নয়, তারা নিজেদের নীতিতেই বিশ্বাসী। এই দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনি।
নির্মাতা বলেন, ‘সমাজে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে, যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ।
গত মাসে নির্মাতা কচি খন্দকার জানিয়েছিলেন, ১০০ পর্ব থেকে ধারাবাহিকের গল্পে আসবে নতুন চমক। সেই চমকের অংশ হিসেবে ধারাবাহিকে যুক্ত হবেন অভিনেতা মোশাররফ করিম। এতে মোশাররফ করিমকে দেখা যাবে তেল কোম্পানির মালিকানা হারিয়ে সংগ্রাম করা এক চরিত্রে। মূলত তেল কোম্পানি থেকে তাঁর অংশ দখল হয়ে যায়।

গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিবান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। দেখতে দেখতে শত পর্বের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাটকটি। আজ রাত ৮টায় প্রচার হবে তেল ছাড়া পরোটা ধারাবাহিকের ১০০তম পর্ব।
তেল ছাড়া পরোটা নাটকের গল্পে দেখা যায় একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করত। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারকেল তেলের। এমনকি জ্বালানি তেল পেট্রলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। অন্যদিকে, রয়েছে আরেক পরিবার, যারা সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তোষামোদ নয়, তারা নিজেদের নীতিতেই বিশ্বাসী। এই দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনি।
নির্মাতা বলেন, ‘সমাজে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে, যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ।
গত মাসে নির্মাতা কচি খন্দকার জানিয়েছিলেন, ১০০ পর্ব থেকে ধারাবাহিকের গল্পে আসবে নতুন চমক। সেই চমকের অংশ হিসেবে ধারাবাহিকে যুক্ত হবেন অভিনেতা মোশাররফ করিম। এতে মোশাররফ করিমকে দেখা যাবে তেল কোম্পানির মালিকানা হারিয়ে সংগ্রাম করা এক চরিত্রে। মূলত তেল কোম্পানি থেকে তাঁর অংশ দখল হয়ে যায়।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর জনপ্রিয় প্রজেক্ট ‘বঙ্গ বব (বেসড অন বুকস) সিজন ২’ ফিরে আসছে সাতজন লেখকের সাতটি বিশেষ গল্প নিয়ে। যেখানে থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগী ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, মিস্ট্রি, থ্রিলার, ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিকশন।
২৭ এপ্রিল ২০২২
২০১৯ সালে তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন’ডরাই’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী হিসেবে জেতেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ওটিটি, সিনেমা ও টিভি নাটকে নিয়মিত কাজ করলেও তানিম রহমান অংশুর পরিচালনায় আর দেখা যায়নি সুনেরাহকে।
৬ ঘণ্টা আগে
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধপূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
৬ ঘণ্টা আগে
‘ওপেনহাইমার’ সিনেমার সাফল্যের পর ক্রিস্টোফার নোলান নজর দিয়েছেন গ্রিক মহাকাব্যে। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য তুলে আনছেন পর্দায়। হাজার হাজার বছর ধরে যে গল্প মানুষ মনে রেখেছে, যেসব চরিত্র রহস্য-রোমান্সের অনুভূতি জাগিয়েছে; সেই গল্প ও চরিত্ররা কতটা জীবন্ত হয়ে ধরা পড়বে ক্যামেরায়...
৭ ঘণ্টা আগে