
মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘দৌড়’ মুক্তি পেয়েছে গত ঈদে, হইচইয়ে। হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তির প্রথম সাত দিনে দৌড় পূর্বের সকল স্ট্রিমিং রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ফলে ‘দৌড়’ এখন হইচই বাংলাদেশের রিলিজ করা সিরিজগুলোর মধ্যে প্রথম সাত দিনে সবচেয়ে বেশি সংখ্যকবার স্ট্রিমিং করা সিরিজ।
‘দৌড়’ ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংশায় ভাসছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘ঈদ আমাদের কাছে সব সময়ই স্পেশাল। আর এবার হইচই দৌড়ের রেকর্ড সংখ্যক ভিউ এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। দৌড়ের সাথে জড়িত সবার সহযোগিতাই এই সাফল্যের নেপথ্য কারণ। আমি সিরিজের পরিচালক রায়হান খান, দৌড়ের পুরো টিম এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ।’
এ সিরিজে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ইন্তেখাব দিনারকে। তিনি বলেন, ‘দৌড় সিরিজটি অনেকগুলো কারণে আমার জন্য স্পেশাল একটা কাজ। পুরো কাজটি গুছিয়ে আনতে আমাদের টিমকে অনেক খাটতে হয়েছে। রিলিজ হওয়ার প্রথম সাত দিনে দৌড় ভিউয়ারশিপের আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে, এটা সত্যি আনন্দের। আমাদের পরিশ্রম সার্থক।’
অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘পছন্দমত একটা চরিত্র পাওয়াটা আসলে বেশ কঠিন। ভাল একটা চরিত্রে কাজ করতে পারলে নিজের ভেতর থেকেই একটা আলাদা তাগিদ জন্মায়। দৌড় সিরিজটি সফল হয়েছে। প্রচণ্ড ভাল লাগা কাজ করছে।’
‘দৌড়’ ওয়েব সিরিজের গল্পে দেখা যায়, সকাল বেলা জরুরী কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারে তার গাড়িটি চুরি হয়েছে। সে নিকটস্থ থানায় যোগাযোগ করে। এদিকে তার ম্যানেজার তাকে জানায় যে গাড়িতে কিছু বেআইনী ও গোপন কাগজপত্র আছে। রুহুল আমিন তার একজন নিজস্ব লোককে গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিয়ে যাবতীয় প্রমাণ নষ্ট করার নির্দেশ দেয়। এরই মাঝে রুহুল আমিনের স্ত্রী অহনা জানায় তাদের ছেলে সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সায়ান সম্ভবত খেলতে খেলতে গাড়ির ট্র্যাঙ্কে আটকা পড়েছে। এদিকে রুহুল আমিন যাদের বলেছিল গাড়ি পুড়িয়ে দিতে, তাদের আর ফোনে পাওয়া যাচ্ছে না। এখন ছেলেকে বাঁচাতে হলে রুহুল আমিনকে নিজের লোক আর পুলিশের আগে গাড়িটি খুঁজে বের করার দৌড়ে নামতে হবে।
‘দৌড়’ সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ সিরিজের মাধ্যমে প্রথমবারের মত কোনো ওয়েব কনটেন্টে দেখা দিয়েছেন রোবেনা রেজা জুঁই। রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এছাড়া চারজন চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘দৌড়’ মুক্তি পেয়েছে গত ঈদে, হইচইয়ে। হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তির প্রথম সাত দিনে দৌড় পূর্বের সকল স্ট্রিমিং রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ফলে ‘দৌড়’ এখন হইচই বাংলাদেশের রিলিজ করা সিরিজগুলোর মধ্যে প্রথম সাত দিনে সবচেয়ে বেশি সংখ্যকবার স্ট্রিমিং করা সিরিজ।
‘দৌড়’ ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংশায় ভাসছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘ঈদ আমাদের কাছে সব সময়ই স্পেশাল। আর এবার হইচই দৌড়ের রেকর্ড সংখ্যক ভিউ এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। দৌড়ের সাথে জড়িত সবার সহযোগিতাই এই সাফল্যের নেপথ্য কারণ। আমি সিরিজের পরিচালক রায়হান খান, দৌড়ের পুরো টিম এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ।’
এ সিরিজে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ইন্তেখাব দিনারকে। তিনি বলেন, ‘দৌড় সিরিজটি অনেকগুলো কারণে আমার জন্য স্পেশাল একটা কাজ। পুরো কাজটি গুছিয়ে আনতে আমাদের টিমকে অনেক খাটতে হয়েছে। রিলিজ হওয়ার প্রথম সাত দিনে দৌড় ভিউয়ারশিপের আগের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে, এটা সত্যি আনন্দের। আমাদের পরিশ্রম সার্থক।’
অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘পছন্দমত একটা চরিত্র পাওয়াটা আসলে বেশ কঠিন। ভাল একটা চরিত্রে কাজ করতে পারলে নিজের ভেতর থেকেই একটা আলাদা তাগিদ জন্মায়। দৌড় সিরিজটি সফল হয়েছে। প্রচণ্ড ভাল লাগা কাজ করছে।’
‘দৌড়’ ওয়েব সিরিজের গল্পে দেখা যায়, সকাল বেলা জরুরী কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারে তার গাড়িটি চুরি হয়েছে। সে নিকটস্থ থানায় যোগাযোগ করে। এদিকে তার ম্যানেজার তাকে জানায় যে গাড়িতে কিছু বেআইনী ও গোপন কাগজপত্র আছে। রুহুল আমিন তার একজন নিজস্ব লোককে গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিয়ে যাবতীয় প্রমাণ নষ্ট করার নির্দেশ দেয়। এরই মাঝে রুহুল আমিনের স্ত্রী অহনা জানায় তাদের ছেলে সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সায়ান সম্ভবত খেলতে খেলতে গাড়ির ট্র্যাঙ্কে আটকা পড়েছে। এদিকে রুহুল আমিন যাদের বলেছিল গাড়ি পুড়িয়ে দিতে, তাদের আর ফোনে পাওয়া যাচ্ছে না। এখন ছেলেকে বাঁচাতে হলে রুহুল আমিনকে নিজের লোক আর পুলিশের আগে গাড়িটি খুঁজে বের করার দৌড়ে নামতে হবে।
‘দৌড়’ সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ সিরিজের মাধ্যমে প্রথমবারের মত কোনো ওয়েব কনটেন্টে দেখা দিয়েছেন রোবেনা রেজা জুঁই। রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এছাড়া চারজন চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শুরু হয়েছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) পর্যন্ত।
১৩ ঘণ্টা আগে
২০১৭ সালের শেষ দিকে ‘দাহকাল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা ধ্রুব হাসান। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। তবে বদলে যায় সিনেমার নাম ও গল্প। ২০২৪ সালে ‘ফাতিমা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
১ দিন আগে
প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ নাট্যকর্মীদের সম্মানিত করে নাট্যদল এথিক। কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ দেওয়া হয় ‘এথিক তারুণ্য সম্মাননা’। প্রতিষ্ঠার ১৭ বছর উদ্যাপন উপলক্ষে এ বছরও ১৭টি নাট্যদলের ১৭ নাট্যকর্মীকে সম্মাননা দিচ্ছে এথিক।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে