
টিভি পর্দায় আর দেখা যাবে না রাজা-মাম্পি জুটিকে। শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’। ৩১ অক্টোবর প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। ২৩৫ পর্বে থামছে সিরিয়ালটির পথচলা।
কয়েক দিন আগে দেশের মাটির শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন কলাকুশলীরা। শেষ দিনের শুটিংয়ে সবাই মিলে কেক কেটেছেন। নীল-সাদা কেক, ওপরে লেখা দেশের মাটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের অনেকেরই ছবি ছিল কেকের ওপর। শুটিং ফ্লোরে সেদিন সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। এত দিন যেভাবে দেশের মাটি টিম একটি পরিবারের আকার নিয়েছিল, তা এখন মিস করবেন বলে জানিয়েছেন ধারাবাহিকের অভিনয়শিল্পীরা।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাহুল ওরফে রাজা ও রুকমা ওরফে মাম্পি। লাইভে রুকমা বলেন রাহুলকে, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’
দেশের মাটির প্রচার শুরু হয়েছিল গত বছর। কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকমনে জায়গা করে নেয় সিরিয়ালটি। নোয়া, কিয়ান, রাজা, মাম্পিসহ মুখার্জি পরিবারের সবাই দর্শকের আপন হয়ে ওঠে। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতে পেরেছে এ সিরিয়াল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায়, দেশের মাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জি।
দেশের মাটি প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আগামী ১ নভেম্বর থেকে এ সময় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারি’।

টিভি পর্দায় আর দেখা যাবে না রাজা-মাম্পি জুটিকে। শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’। ৩১ অক্টোবর প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। ২৩৫ পর্বে থামছে সিরিয়ালটির পথচলা।
কয়েক দিন আগে দেশের মাটির শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন কলাকুশলীরা। শেষ দিনের শুটিংয়ে সবাই মিলে কেক কেটেছেন। নীল-সাদা কেক, ওপরে লেখা দেশের মাটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের অনেকেরই ছবি ছিল কেকের ওপর। শুটিং ফ্লোরে সেদিন সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। এত দিন যেভাবে দেশের মাটি টিম একটি পরিবারের আকার নিয়েছিল, তা এখন মিস করবেন বলে জানিয়েছেন ধারাবাহিকের অভিনয়শিল্পীরা।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাহুল ওরফে রাজা ও রুকমা ওরফে মাম্পি। লাইভে রুকমা বলেন রাহুলকে, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’
দেশের মাটির প্রচার শুরু হয়েছিল গত বছর। কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকমনে জায়গা করে নেয় সিরিয়ালটি। নোয়া, কিয়ান, রাজা, মাম্পিসহ মুখার্জি পরিবারের সবাই দর্শকের আপন হয়ে ওঠে। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতে পেরেছে এ সিরিয়াল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায়, দেশের মাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জি।
দেশের মাটি প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আগামী ১ নভেম্বর থেকে এ সময় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারি’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে