
আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।

আজ থেকে স্টার জলসায় আসছে নতুন জুটি—ঋষিরাজ ও পিহু। শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলবে সিরিয়ালটি। বলবে ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ। ‘মন ফাগুন’ দিয়েই শুরু হচ্ছে তাঁর অভিনয় ক্যারিয়ার। সিরিয়ালে সৃজলার সঙ্গী হয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। তিনি আছেন ঋষিরাজ চরিত্রে।
এর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শন। ডাক্তার উজান চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিলেন তিনি। তবে ‘মন ফাগুন’-এ একেবারেই অন্য রকম চরিত্রে হাজির হচ্ছেন শন। পারিবারিক ড্রামার পাশাপাশি পুরোনো হারিয়ে যাওয়া ছোটবেলার প্রেমকে কীভাবে খুঁজে পাবে ঋষিরাজ ও পিহু, তা নিয়েই রচনা করা হয়েছে নতুন সিরিয়ালের গল্প।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ বানিয়েছেন লক্ষ্মণ ঘোষ। শন-সৃজলা ছাড়াও এতে আছেন কলকাতার সিরিয়ালের একগুচ্ছ পরিচিত মুখ। অভিনয় করছেন শাশ্বতী গুহঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, গীতশ্রী রায়, নীল মুখোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি ও রব দে।
ধারাবাহিকের সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘বাতাসে গুনগুন, এসেছে ফাগুন’ টাইটেল গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইনডোর ছাড়াও ‘মন ফাগুন’-এর শুটিং হয়েছে হাওড়া, কালিম্পংয়ের একাধিক মনোরম লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, এমন কিছু লোকেশন বেছে নেওয়া হয়েছে এ সিরিয়ালের শুটিংয়ের জন্য, যেখানে আগে খুব একটা শুটিং হয়নি।
আজ থেকে স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘মন ফাগুন’। তবে নতুন সিরিয়াল আসায় জায়গা ছেড়ে দিতে হচ্ছে ‘ফেলনা’কে। রাজ চক্রবর্তী প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘ফেলনা’ এগিয়ে আনা হয়েছে দুপুরের স্লটে। আজ থেকে ‘ফেলনা’ দেখা যাবে ‘মোহর’-এর ঠিক পরই, অর্থাৎ বেলা ৩টায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৬ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে