বিনোদন প্রতিবেদক, ঢাকা
জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এ কনসার্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তবে এ জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
চ্যারিটি কনসার্টের বিস্তারিত জানাতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্পিরিট অব জুলাইয়ের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তাঁরা জানান, জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও আহতের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। এ কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।
গত মঙ্গলবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্মের সমঝোতা চুক্তি হয়েছে। আর ২৮ নভেম্বর রাহাত ফতেহ আলী খানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইকোস অব রেভল্যুশন কনসার্টে পারফর্ম করতে কোনো পারিশ্রমিক নেবেন না রাহাত ফতেজ আলী খান। তাঁর পারিশ্রমিকের অর্থ ফাউন্ডেশনে দিয়ে দিতে বলেছেন তিনি।
এর আগে গত ২০ জুলাই বাংলাদেশে গান শোনানোর কথা ছিল রাহাত ফতেহ আলী খানের। সে সময় দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শেষ মুহূর্তে আয়োজনটি বাতিল করা হয়।
ইকোস অব রেভল্যুশন কনসার্টে রাহাত ফতেহ আলীর সঙ্গে থাকবেন দেশের কয়েকটি ব্যান্ড। গান শোনাবে চিরকুট, আর্টসেল, অ্যাশেজ ও আফটারম্যাথ। এ ছাড়া কনসার্টে পারফর্ম করবেন জুলাই আন্দোলনের সময় আলোড়ন সৃষ্টি করা দুই র্যাপার হান্নান ও শেজান। এ কনসার্টে দেশের শিল্পীরাও স্বল্প পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
কনসার্ট ছাড়াও এ আয়োজনে থাকবে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন গ্রাফিতি ও মঞ্চনাটক। চ্যারিটি কনসার্টের শুভেচ্ছা মূল্য তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তবে টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে টিকিট বিক্রি।
জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এ কনসার্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তবে এ জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
চ্যারিটি কনসার্টের বিস্তারিত জানাতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্পিরিট অব জুলাইয়ের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। তাঁরা জানান, জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও আহতের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। এ কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে।
গত মঙ্গলবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্মের সমঝোতা চুক্তি হয়েছে। আর ২৮ নভেম্বর রাহাত ফতেহ আলী খানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইকোস অব রেভল্যুশন কনসার্টে পারফর্ম করতে কোনো পারিশ্রমিক নেবেন না রাহাত ফতেজ আলী খান। তাঁর পারিশ্রমিকের অর্থ ফাউন্ডেশনে দিয়ে দিতে বলেছেন তিনি।
এর আগে গত ২০ জুলাই বাংলাদেশে গান শোনানোর কথা ছিল রাহাত ফতেহ আলী খানের। সে সময় দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শেষ মুহূর্তে আয়োজনটি বাতিল করা হয়।
ইকোস অব রেভল্যুশন কনসার্টে রাহাত ফতেহ আলীর সঙ্গে থাকবেন দেশের কয়েকটি ব্যান্ড। গান শোনাবে চিরকুট, আর্টসেল, অ্যাশেজ ও আফটারম্যাথ। এ ছাড়া কনসার্টে পারফর্ম করবেন জুলাই আন্দোলনের সময় আলোড়ন সৃষ্টি করা দুই র্যাপার হান্নান ও শেজান। এ কনসার্টে দেশের শিল্পীরাও স্বল্প পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
কনসার্ট ছাড়াও এ আয়োজনে থাকবে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন গ্রাফিতি ও মঞ্চনাটক। চ্যারিটি কনসার্টের শুভেচ্ছা মূল্য তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তবে টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে টিকিট বিক্রি।
হায়দরাবাদে অন্নপূর্ণ স্টুডিওতে বসে তাঁদের বিয়ের আসর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত বেশ কিছু বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগেএকটা কাজে অভিনয় করার পর সেই কাজটি আমার আর ভালো লাগে না। আমার মনে হয় আরও ভালো করার সুযোগ ছিল। যে কারণে একটা পর্যায়ে আমি হতাশ হয়ে পড়তাম। তাই যখন পরিচালক বলেন ভালো হয়েছে, যখন সংশ্লিষ্ট ব্যক্তিরা বা দর্শকেরা বলেন ভালো হয়েছে, তখন আমার মনে হয় ভালো হয়েছে।
৮ ঘণ্টা আগেমঞ্চে আসছে নাট্যদল অনুস্বরের নতুন নাটক ‘মহাশূন্যে সাইকেল’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা একই শিরোনামের গল্প অবলম্বনে লেখা হয়েছে নাটকটি। নাট্যরূপও দিয়েছেন শাহাদুজ্জামান। নির্দেশনায় সাইফ সুমন। চলতি মাসেই ঢাকার মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
৮ ঘণ্টা আগেকয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। চলচ্চিত্রের ক্ষেত্রে সৌদির সবচেয়ে বড় আয়োজন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আজ ৫ ডিসেম্বর থেকে জেদ্দায় শুরু হচ্ছে উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ উৎসবে সৌদি আরব ছাড়াও অংশ নিচ্ছে ব
৮ ঘণ্টা আগে