
অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।

অনেকবার মিউজিক ভিডিওতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে ভারতের জনপ্রিয় গায়ক শানকে। পাপারাও বিয়ালাস পরিচালিত সংগীতবহুল সিনেমা ‘মিউজিক স্কুল’-এ দেখা যাবে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
সিনেমায় সুযোগ পাওয়ায় পরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে শান বলেন, ‘যখন ‘‘মিউজিক স্কুল’’-এর একটা গানের কাজ করলাম, তখন ধারণাই ছিল না যে তাতে অভিনয়ের সুযোগও পাব।’
কেন তাঁকেই অভিনয়ের জন্য বেছে নিলেন পরিচালক? শানের কথায়, ‘যখন আমি গান রেকর্ড করছিলাম, পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটায় আমাকেই সব থেকে ভালো মানাবে। তখন তিনি আমাকে প্রস্তাব দেন।’
সিনেমার গল্প নিয়ে ধারণা ছিলই, এরপর যখন পাপারাও চিত্রনাট্য পড়ে শোনান, রাজি হয়ে যান শান। তিনি জানান, ‘শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। সিনেমার বেশির ভাগ অংশ শুট করা হয়েছে ভারতের গোয়ায়।’
শানের অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা পাপারাও বলেন, ‘শান যখন সিনেমার জন্য গান রেকর্ড করছিল, তখন ওকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। খুশিতে ওর চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আক্ষরিক অর্থেই নেচে নেচে গাইছিল ও। ব্যস, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, যাকে খুঁজছি, আমি তাকেই পেয়ে গেছি।’
শানের বিপুল প্রশংসা করে পরিচালক জানান, ‘শান শুধু একজন অসাধারণ গায়কই নন, একজন স্বতঃস্ফূর্ত, অভিনেতাও। জোর করে কোনো কিছু করার চেষ্টা করতে হয় না তাকে। পাপারাওয়ের কথায়, সব থেকে বড় কথা, ও একজন খুব ভালো মানুষ। ওর ইতিবাচক মানসিকতা এবং উচ্ছল ভাবভঙ্গির জন্যই এ ছবিতে ওকে নিয়েছি।’
জানা গেছে, ১১টি গান থাকবে এই সিনেমায়। এর মধ্যে তিনটি গান ‘সাউন্ড অব মিউজিক’ সিনেমা থেকে নিয়ে নতুন করে সাজানো হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে