অনলাইন ডেস্ক
কনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এবার দ্য কপিল শর্মা শো (বর্তমানে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো) থেকে একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিও সমালোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
কপিল শর্মার শোয়ে উদিত নারায়ণ অভিনেত্রী অর্চনা পুরাণ সিংকে ‘মোটি’ (মোটা) বলে মন্তব্য করেন। তিনি মজা করে মন্তব্য করেন, তিনি অর্চনাকে পছন্দ করেন। কিন্তু তার চেহারার পরিবর্তন এখন তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
এ ছাড়া উদিত কুমার শানুর সঙ্গে গায়িকা অলকা ইয়াগনিকের সম্পর্ক নিয়েও মজার ছলে মন্তব্য করেন। তিনি বলেন, অলকা আসলে কুমার শানুর নয়, বরং তার প্রেমে পড়েছেন।
২০২১ সালে প্রথম সম্প্রচারিত ওই পর্বে উদিত অর্জুন পুরাণ সিং ও আলকা ইয়াগনিক সম্পর্কে কয়েকটি বিতর্কিত মন্তব্যও করেন। এমনকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমার শানুও। একপর্যায়ে কুমার শানু উদিত নারায়ণকে বিতর্কিত ব্যক্তি আসারাম বাপুর সঙ্গে তুলনা করেন, যিনি একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা এবং দোষী সাব্যস্ত ধর্ষক। এ সময় উদিত মজার ছলে বলেন, শানু নাকি তাঁর সবকিছু অনুকরণ করেন, এমনকি একই ড্রাইভারও চাইতেন।
উদিত এই ঠাট্টার জবাবে বলেন, ‘আমার বউয়ের ওপরও তার নজর না পড়ে!’ সঙ্গে সঙ্গেই কুমার শানু পাল্টা উত্তর দেন, ‘বড় চিন্তাভাবনা! আসারাম বাপুরও একই চিন্তা!’
এসব ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘উদিতজি, এসব মন্তব্য আপনার মানায় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এরপরও তিনি নিজেকে ভদ্রলোক বলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘লজ্জাজনক ও ঘৃণ্য!’
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উদিত নারায়ণ এই সমালোচনার জবাব দেন। কনসার্টের ঘটনায় তিনি বলেন, ‘ভক্তরা অনেক পাগল হয়ে থাকে। আমরা এমন নই, আমরা ভদ্রলোক। কিছু মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমনটা করে। এটা নিয়ে এত আলোচনার দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘ভিড়ের মধ্যে দেহরক্ষীরা উপস্থিত ছিলেন, কিন্তু ভক্তরা যখন সুযোগ পায়, তখন কেউ হাত মেলায়, কেউ চুম্বন করে এটা শুধুই উন্মাদনা।’
উল্লেখ্য, উদিত নারায়ণ বলিউড ও অন্যান্য ভাষার গান গেয়েছেন। তিনি কেয়ামত সে কেয়ামত তক, রঙ্গীলা, পূকার, ধড়কান, লাগান, দেবদাস, বীর-জারা, স্টুডেন্ট অব দ্য ইয়ারসহ বহু চলচ্চিত্রে জনপ্রিয় গান গেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।
কনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এবার দ্য কপিল শর্মা শো (বর্তমানে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো) থেকে একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিও সমালোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
কপিল শর্মার শোয়ে উদিত নারায়ণ অভিনেত্রী অর্চনা পুরাণ সিংকে ‘মোটি’ (মোটা) বলে মন্তব্য করেন। তিনি মজা করে মন্তব্য করেন, তিনি অর্চনাকে পছন্দ করেন। কিন্তু তার চেহারার পরিবর্তন এখন তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
এ ছাড়া উদিত কুমার শানুর সঙ্গে গায়িকা অলকা ইয়াগনিকের সম্পর্ক নিয়েও মজার ছলে মন্তব্য করেন। তিনি বলেন, অলকা আসলে কুমার শানুর নয়, বরং তার প্রেমে পড়েছেন।
২০২১ সালে প্রথম সম্প্রচারিত ওই পর্বে উদিত অর্জুন পুরাণ সিং ও আলকা ইয়াগনিক সম্পর্কে কয়েকটি বিতর্কিত মন্তব্যও করেন। এমনকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমার শানুও। একপর্যায়ে কুমার শানু উদিত নারায়ণকে বিতর্কিত ব্যক্তি আসারাম বাপুর সঙ্গে তুলনা করেন, যিনি একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা এবং দোষী সাব্যস্ত ধর্ষক। এ সময় উদিত মজার ছলে বলেন, শানু নাকি তাঁর সবকিছু অনুকরণ করেন, এমনকি একই ড্রাইভারও চাইতেন।
উদিত এই ঠাট্টার জবাবে বলেন, ‘আমার বউয়ের ওপরও তার নজর না পড়ে!’ সঙ্গে সঙ্গেই কুমার শানু পাল্টা উত্তর দেন, ‘বড় চিন্তাভাবনা! আসারাম বাপুরও একই চিন্তা!’
এসব ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘উদিতজি, এসব মন্তব্য আপনার মানায় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এরপরও তিনি নিজেকে ভদ্রলোক বলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘লজ্জাজনক ও ঘৃণ্য!’
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উদিত নারায়ণ এই সমালোচনার জবাব দেন। কনসার্টের ঘটনায় তিনি বলেন, ‘ভক্তরা অনেক পাগল হয়ে থাকে। আমরা এমন নই, আমরা ভদ্রলোক। কিছু মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমনটা করে। এটা নিয়ে এত আলোচনার দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘ভিড়ের মধ্যে দেহরক্ষীরা উপস্থিত ছিলেন, কিন্তু ভক্তরা যখন সুযোগ পায়, তখন কেউ হাত মেলায়, কেউ চুম্বন করে এটা শুধুই উন্মাদনা।’
উল্লেখ্য, উদিত নারায়ণ বলিউড ও অন্যান্য ভাষার গান গেয়েছেন। তিনি কেয়ামত সে কেয়ামত তক, রঙ্গীলা, পূকার, ধড়কান, লাগান, দেবদাস, বীর-জারা, স্টুডেন্ট অব দ্য ইয়ারসহ বহু চলচ্চিত্রে জনপ্রিয় গান গেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।
বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। একটি প্রতারণা মামলা ঘিরে এই গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এই মামলায় সোনু প্রতারক কিংবা প্রতারিত—কোনোটিই নন, সাক্ষী। মামলায় ১ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কয়েকবার...
১৮ ঘণ্টা আগে২০২৩ সালের শেষ দিকে ‘যন্ত্রণা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সায়মা স্মৃতির। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। সায়মা জানালেন নতুন সিনেমা মুক্তি না পেলেও ইতিমধ্যে শেষ করেছেন চার সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত অপূর্ব রানার ‘জলরঙ’, আবু সাঈদের ‘সংযোগ’, এইচ আর হাবিবের
১ দিন আগেনতুন বছরের শুরু থেকেই দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনুদানের দুই সিনেমা। অনুদানের সাত বছর পর আলোর মুখ দেখছে ‘দায়মুক্তি’, অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শন ও কানাডায় মুক্তির পর দেশের হলে আসছে ‘বলী’।
১ দিন আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১ দিন আগে