
কনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এবার দ্য কপিল শর্মা শো (বর্তমানে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো) থেকে একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিও সমালোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
কপিল শর্মার শোয়ে উদিত নারায়ণ অভিনেত্রী অর্চনা পুরাণ সিংকে ‘মোটি’ (মোটা) বলে মন্তব্য করেন। তিনি মজা করে মন্তব্য করেন, তিনি অর্চনাকে পছন্দ করেন। কিন্তু তার চেহারার পরিবর্তন এখন তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
এ ছাড়া উদিত কুমার শানুর সঙ্গে গায়িকা অলকা ইয়াগনিকের সম্পর্ক নিয়েও মজার ছলে মন্তব্য করেন। তিনি বলেন, অলকা আসলে কুমার শানুর নয়, বরং তার প্রেমে পড়েছেন।
২০২১ সালে প্রথম সম্প্রচারিত ওই পর্বে উদিত অর্জুন পুরাণ সিং ও আলকা ইয়াগনিক সম্পর্কে কয়েকটি বিতর্কিত মন্তব্যও করেন। এমনকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমার শানুও। একপর্যায়ে কুমার শানু উদিত নারায়ণকে বিতর্কিত ব্যক্তি আসারাম বাপুর সঙ্গে তুলনা করেন, যিনি একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা এবং দোষী সাব্যস্ত ধর্ষক। এ সময় উদিত মজার ছলে বলেন, শানু নাকি তাঁর সবকিছু অনুকরণ করেন, এমনকি একই ড্রাইভারও চাইতেন।
উদিত এই ঠাট্টার জবাবে বলেন, ‘আমার বউয়ের ওপরও তার নজর না পড়ে!’ সঙ্গে সঙ্গেই কুমার শানু পাল্টা উত্তর দেন, ‘বড় চিন্তাভাবনা! আসারাম বাপুরও একই চিন্তা!’
এসব ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘উদিতজি, এসব মন্তব্য আপনার মানায় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এরপরও তিনি নিজেকে ভদ্রলোক বলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘লজ্জাজনক ও ঘৃণ্য!’
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উদিত নারায়ণ এই সমালোচনার জবাব দেন। কনসার্টের ঘটনায় তিনি বলেন, ‘ভক্তরা অনেক পাগল হয়ে থাকে। আমরা এমন নই, আমরা ভদ্রলোক। কিছু মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমনটা করে। এটা নিয়ে এত আলোচনার দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘ভিড়ের মধ্যে দেহরক্ষীরা উপস্থিত ছিলেন, কিন্তু ভক্তরা যখন সুযোগ পায়, তখন কেউ হাত মেলায়, কেউ চুম্বন করে এটা শুধুই উন্মাদনা।’
উল্লেখ্য, উদিত নারায়ণ বলিউড ও অন্যান্য ভাষার গান গেয়েছেন। তিনি কেয়ামত সে কেয়ামত তক, রঙ্গীলা, পূকার, ধড়কান, লাগান, দেবদাস, বীর-জারা, স্টুডেন্ট অব দ্য ইয়ারসহ বহু চলচ্চিত্রে জনপ্রিয় গান গেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।

কনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এবার দ্য কপিল শর্মা শো (বর্তমানে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো) থেকে একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিও সমালোচনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
কপিল শর্মার শোয়ে উদিত নারায়ণ অভিনেত্রী অর্চনা পুরাণ সিংকে ‘মোটি’ (মোটা) বলে মন্তব্য করেন। তিনি মজা করে মন্তব্য করেন, তিনি অর্চনাকে পছন্দ করেন। কিন্তু তার চেহারার পরিবর্তন এখন তাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
এ ছাড়া উদিত কুমার শানুর সঙ্গে গায়িকা অলকা ইয়াগনিকের সম্পর্ক নিয়েও মজার ছলে মন্তব্য করেন। তিনি বলেন, অলকা আসলে কুমার শানুর নয়, বরং তার প্রেমে পড়েছেন।
২০২১ সালে প্রথম সম্প্রচারিত ওই পর্বে উদিত অর্জুন পুরাণ সিং ও আলকা ইয়াগনিক সম্পর্কে কয়েকটি বিতর্কিত মন্তব্যও করেন। এমনকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমার শানুও। একপর্যায়ে কুমার শানু উদিত নারায়ণকে বিতর্কিত ব্যক্তি আসারাম বাপুর সঙ্গে তুলনা করেন, যিনি একজন ভারতীয় আধ্যাত্মিক নেতা এবং দোষী সাব্যস্ত ধর্ষক। এ সময় উদিত মজার ছলে বলেন, শানু নাকি তাঁর সবকিছু অনুকরণ করেন, এমনকি একই ড্রাইভারও চাইতেন।
উদিত এই ঠাট্টার জবাবে বলেন, ‘আমার বউয়ের ওপরও তার নজর না পড়ে!’ সঙ্গে সঙ্গেই কুমার শানু পাল্টা উত্তর দেন, ‘বড় চিন্তাভাবনা! আসারাম বাপুরও একই চিন্তা!’
এসব ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘উদিতজি, এসব মন্তব্য আপনার মানায় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এরপরও তিনি নিজেকে ভদ্রলোক বলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘লজ্জাজনক ও ঘৃণ্য!’
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উদিত নারায়ণ এই সমালোচনার জবাব দেন। কনসার্টের ঘটনায় তিনি বলেন, ‘ভক্তরা অনেক পাগল হয়ে থাকে। আমরা এমন নই, আমরা ভদ্রলোক। কিছু মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমনটা করে। এটা নিয়ে এত আলোচনার দরকার নেই।’
তিনি আরও বলেন, ‘ভিড়ের মধ্যে দেহরক্ষীরা উপস্থিত ছিলেন, কিন্তু ভক্তরা যখন সুযোগ পায়, তখন কেউ হাত মেলায়, কেউ চুম্বন করে এটা শুধুই উন্মাদনা।’
উল্লেখ্য, উদিত নারায়ণ বলিউড ও অন্যান্য ভাষার গান গেয়েছেন। তিনি কেয়ামত সে কেয়ামত তক, রঙ্গীলা, পূকার, ধড়কান, লাগান, দেবদাস, বীর-জারা, স্টুডেন্ট অব দ্য ইয়ারসহ বহু চলচ্চিত্রে জনপ্রিয় গান গেয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।

এ বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দেন তাহসান। এক বছর পার না হতেই তাহসান-রোজার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। আজকের পত্রিকাকে তাহসান নিজেই জানালেন, গত বছরের জুলাই মাস থেকে আলাদা থাকছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
১৬ ঘণ্টা আগে
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৬ ঘণ্টা আগে
এক টেকে পুরো গানের শুটিং করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোমান্টিক গানটি দিয়ে শেষ হয়েছে সিনেমার শুটিং। গানটিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
১৬ ঘণ্টা আগে