বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। সোহেল মেহেদী ও বেলী আফরোজ গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গান। সাব্বির জামান ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের একটি গান। রোববার বিটিভিতে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
এই গানের মাধ্যমে দুই যুগের বেশি সময় পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাইলেন সোহেল মেহেদী। সাব্বির ও লুইপা এর আগেও তাঁর কথা ও সুরে গান গেয়েছেন। তবে বেলী আফরোজ প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইলেন বিটিভির কোনো অনুষ্ঠানে। চলতি মাসে বিটিভিতে প্রচারিত হবে বৈঠকখানার নতুন পর্বটি।
সোহেল মেহেদি বলেন, ‘রাজধানীতে এসে প্রথম যাঁর ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম, তিনি মিল্টন খন্দকার। সেই মানুষটির কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ হলো। খুব উচ্ছ্বসিত আমি। এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে বলে আমার বিশ্বাস।’
বেলী আফেরাজ বলেন, ‘মিল্টন ভাইয়ের কথা ও সুরে বাংলাদেশের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে। আমারও সৌভাগ্য হলো তাঁর কথা ও সুরে গাইবার। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
সাব্বির জামান বলেন, ‘মিল্টন খন্দকারের সুরে আগেও গান গেয়েছি। তবে বিটিভিতে এবারই প্রথম আমি আর লুইপা কোনো মৌলিক গান করেছি তাঁর কথা ও সুরে। তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
লুইপা বলেন, ‘আমি আগেও শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গেয়েছি। তবে এবারের গানটি অনেক বেশি সুন্দর।’

বাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। সোহেল মেহেদী ও বেলী আফরোজ গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গান। সাব্বির জামান ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের একটি গান। রোববার বিটিভিতে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
এই গানের মাধ্যমে দুই যুগের বেশি সময় পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাইলেন সোহেল মেহেদী। সাব্বির ও লুইপা এর আগেও তাঁর কথা ও সুরে গান গেয়েছেন। তবে বেলী আফরোজ প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইলেন বিটিভির কোনো অনুষ্ঠানে। চলতি মাসে বিটিভিতে প্রচারিত হবে বৈঠকখানার নতুন পর্বটি।
সোহেল মেহেদি বলেন, ‘রাজধানীতে এসে প্রথম যাঁর ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম, তিনি মিল্টন খন্দকার। সেই মানুষটির কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ হলো। খুব উচ্ছ্বসিত আমি। এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে বলে আমার বিশ্বাস।’
বেলী আফেরাজ বলেন, ‘মিল্টন ভাইয়ের কথা ও সুরে বাংলাদেশের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে। আমারও সৌভাগ্য হলো তাঁর কথা ও সুরে গাইবার। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
সাব্বির জামান বলেন, ‘মিল্টন খন্দকারের সুরে আগেও গান গেয়েছি। তবে বিটিভিতে এবারই প্রথম আমি আর লুইপা কোনো মৌলিক গান করেছি তাঁর কথা ও সুরে। তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
লুইপা বলেন, ‘আমি আগেও শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গেয়েছি। তবে এবারের গানটি অনেক বেশি সুন্দর।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে