
শোন্ড্রে ক্রফোর্ড, প্রখ্যাত মার্কিন র্যাপার। জন্ম ১৯৭৫ সালের ১৩ মার্চ, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের দেস মোয়িনেস শহরে। ডক্টর ড্রে ও ডিজে কুইক থেকে অনুপ্রাণিত হয়ে অল্প বয়স থেকেই সংগীত প্রযোজনা শুরু করেন তিনি। কিশোর বয়স থেকেই স্থানীয় র্যাপারদের সঙ্গে কাজ শুরু করেন শোন্ড্রে।
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের যোগসূত্র নেই, তবুও নিজের মঞ্চনাম ‘বাংলাদেশ’ রেখেছেন ক্রফোর্ড।
কর্মজীবন হিসেবে র্যাপ সংগীতকেই বেছে নেওয়ার পর শোন্ড্রে ক্রফোর্ড নিজের মঞ্চ নাম হিসেবে বেছে নেন ‘বাংলাদেশ’। তিনি তাঁর সংগীত প্রযোজনার ধরনকেও ‘বাংলাদেশ’ বলে উল্লেখ করেন। ‘বাংলাদেশ’ নামটি মার্কিনদের কাছে অপরিচিত বলেই এ নাম পছন্দ করেছেন বলে একাধিকবার উল্লেখ করেছেন ক্রফোর্ড। নামটি সংগীত প্রযোজনায় তাঁর অনন্য এবং অভিনব পদ্ধতির প্রতিনিধিত্ব করে বলে দাবি ক্রফোর্ডের।
তবে ক্রফোর্ড এ নামের অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন তা নিয়ে অনেক জল্পনা–কল্পনা রয়েছে। অনেকের ধারণা, তিনি বিভিন্ন সংগীত থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এবং নামটিকে তাঁর বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে বিবেচনা করেছেন। অবশ্য তাঁর কিছু বাংলাদেশি বন্ধু আছে বলেও স্বীকার করেন তিনি। এ ক্ষেত্রে এ নামের পেছনে ব্যক্তিগত কোনো যোগসূত্র থাকতে পারে বলেও ধারণা করেন অনেকে।
শোন্ড্রে ক্রফোর্ডকে অনেকে বাংলাদেশি বংশোদ্ভূত মনে করলেও তা সত্য নয়। এ নামের পেছনে নির্দিষ্ট কারণ কখনো খোলাসা করেননি তিনি। ২০০৩ সালে ‘বাংলাদেশ’ নামের একটি অ্যালবাম প্রকাশ করেন এ র্যাপার।
সংগীত চর্চায় আরও ভালো সুযোগ–সুবিধার জন্য নব্বইয়ের দশকেই আটলান্টায় চলে আসেন শোন্ড্রে ক্রফোর্ড।
২০০৪ সালে লুডাক্রিসের একক সংগীতায়োজন ‘গেট ব্যাক’ প্রযোজনার মাধ্যমে তিনি আলোচনায় আসতে শুরু করেন। এ ছাড়া তিনি জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে, রিয়ান্না ও আশারের সঙ্গেও কাজ করেছেন। বিয়ন্সের অ্যালবাম ‘ডেঞ্জারাসলি ইন লাভ’–এর জন্য দুইবার গ্র্যামি মনোনয়নও পেয়েছেন তিনি।
শোন্ড্রে ২০১৫ সালে নিজের রেকর্ড লেবেল ‘বাংলাদেশ রেকর্ডস’ প্রতিষ্ঠা করেন।
ক্রফোর্ড বিভিন্ন ঘরানার শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। নিকি মিনাজ, ক্রিস ব্রাউন ও জাস্টিন বিবারের মতো তারকার সঙ্গেও জুড়েছে তাঁর নাম। বৈচিত্র্যময় কাজের জন্য তাঁকে তাঁর প্রজন্মের সবচেয়ে সফল ও প্রভাবশালী রেকর্ড প্রযোজকের একজনও বলা হয়।

শোন্ড্রে ক্রফোর্ড, প্রখ্যাত মার্কিন র্যাপার। জন্ম ১৯৭৫ সালের ১৩ মার্চ, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের দেস মোয়িনেস শহরে। ডক্টর ড্রে ও ডিজে কুইক থেকে অনুপ্রাণিত হয়ে অল্প বয়স থেকেই সংগীত প্রযোজনা শুরু করেন তিনি। কিশোর বয়স থেকেই স্থানীয় র্যাপারদের সঙ্গে কাজ শুরু করেন শোন্ড্রে।
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের যোগসূত্র নেই, তবুও নিজের মঞ্চনাম ‘বাংলাদেশ’ রেখেছেন ক্রফোর্ড।
কর্মজীবন হিসেবে র্যাপ সংগীতকেই বেছে নেওয়ার পর শোন্ড্রে ক্রফোর্ড নিজের মঞ্চ নাম হিসেবে বেছে নেন ‘বাংলাদেশ’। তিনি তাঁর সংগীত প্রযোজনার ধরনকেও ‘বাংলাদেশ’ বলে উল্লেখ করেন। ‘বাংলাদেশ’ নামটি মার্কিনদের কাছে অপরিচিত বলেই এ নাম পছন্দ করেছেন বলে একাধিকবার উল্লেখ করেছেন ক্রফোর্ড। নামটি সংগীত প্রযোজনায় তাঁর অনন্য এবং অভিনব পদ্ধতির প্রতিনিধিত্ব করে বলে দাবি ক্রফোর্ডের।
তবে ক্রফোর্ড এ নামের অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন তা নিয়ে অনেক জল্পনা–কল্পনা রয়েছে। অনেকের ধারণা, তিনি বিভিন্ন সংগীত থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এবং নামটিকে তাঁর বৈশ্বিক দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে বিবেচনা করেছেন। অবশ্য তাঁর কিছু বাংলাদেশি বন্ধু আছে বলেও স্বীকার করেন তিনি। এ ক্ষেত্রে এ নামের পেছনে ব্যক্তিগত কোনো যোগসূত্র থাকতে পারে বলেও ধারণা করেন অনেকে।
শোন্ড্রে ক্রফোর্ডকে অনেকে বাংলাদেশি বংশোদ্ভূত মনে করলেও তা সত্য নয়। এ নামের পেছনে নির্দিষ্ট কারণ কখনো খোলাসা করেননি তিনি। ২০০৩ সালে ‘বাংলাদেশ’ নামের একটি অ্যালবাম প্রকাশ করেন এ র্যাপার।
সংগীত চর্চায় আরও ভালো সুযোগ–সুবিধার জন্য নব্বইয়ের দশকেই আটলান্টায় চলে আসেন শোন্ড্রে ক্রফোর্ড।
২০০৪ সালে লুডাক্রিসের একক সংগীতায়োজন ‘গেট ব্যাক’ প্রযোজনার মাধ্যমে তিনি আলোচনায় আসতে শুরু করেন। এ ছাড়া তিনি জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে, রিয়ান্না ও আশারের সঙ্গেও কাজ করেছেন। বিয়ন্সের অ্যালবাম ‘ডেঞ্জারাসলি ইন লাভ’–এর জন্য দুইবার গ্র্যামি মনোনয়নও পেয়েছেন তিনি।
শোন্ড্রে ২০১৫ সালে নিজের রেকর্ড লেবেল ‘বাংলাদেশ রেকর্ডস’ প্রতিষ্ঠা করেন।
ক্রফোর্ড বিভিন্ন ঘরানার শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। নিকি মিনাজ, ক্রিস ব্রাউন ও জাস্টিন বিবারের মতো তারকার সঙ্গেও জুড়েছে তাঁর নাম। বৈচিত্র্যময় কাজের জন্য তাঁকে তাঁর প্রজন্মের সবচেয়ে সফল ও প্রভাবশালী রেকর্ড প্রযোজকের একজনও বলা হয়।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে