বিনোদন প্রতিবেদক, ঢাকা

মারা গেছেন সংগীতশিল্পী জিনাত রেহানা। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন জিনাত রেহানা।
বুধবার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জিনাত রেহানার। এরপর চ্যানেল আই কার্যালয়ে বেলা ৩টায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই সংগীতশিল্পীকে।
পরিবারের মাধ্যমে শিল্পী হিসেবে পথ চলা শুরু হয় ষাট, সত্তর ও আশির দশকের সংগীতশিল্পী জিনাত রেহানার। তাঁর মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক, আর খালা আঞ্জুমান আরা বেগম বিখ্যাত কণ্ঠশিল্পী। জিনাত রেহানার স্বামী ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দ। জিনাত রেহানাকে গানের জগতে আসার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তাঁর খালা কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম।
১৯৬৪ সালে বেতার ও ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত রেহানা। বেতারে ১৯৬৮ সালে তাঁর ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে মাঝে তাঁকে গানে কম পাওয়া যেত।
জিনাত রেহানার গাওয়া অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকে ছিলেম’, ‘কপালে তো টিকলি পরব না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ ইত্যাদি। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের গানও করেছেন জিনাত রেহানা।

মারা গেছেন সংগীতশিল্পী জিনাত রেহানা। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন জিনাত রেহানা।
বুধবার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জিনাত রেহানার। এরপর চ্যানেল আই কার্যালয়ে বেলা ৩টায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই সংগীতশিল্পীকে।
পরিবারের মাধ্যমে শিল্পী হিসেবে পথ চলা শুরু হয় ষাট, সত্তর ও আশির দশকের সংগীতশিল্পী জিনাত রেহানার। তাঁর মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক, আর খালা আঞ্জুমান আরা বেগম বিখ্যাত কণ্ঠশিল্পী। জিনাত রেহানার স্বামী ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দ। জিনাত রেহানাকে গানের জগতে আসার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তাঁর খালা কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম।
১৯৬৪ সালে বেতার ও ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত রেহানা। বেতারে ১৯৬৮ সালে তাঁর ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে মাঝে তাঁকে গানে কম পাওয়া যেত।
জিনাত রেহানার গাওয়া অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকে ছিলেম’, ‘কপালে তো টিকলি পরব না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ ইত্যাদি। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের গানও করেছেন জিনাত রেহানা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে