
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পপ ব্যান্ড ‘বিটিএস’-এর গায়ক ও র্যাপার জে-হোপ সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন। এরই মধ্যে তাঁর নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
জে হোপ জানিয়েছেন, নতুন একক অ্যালবাম ‘অন দ্য স্ট্রিট’ প্রকাশের পর তিনি সামরিক বাহিনীতে যোগ দেবেন। বিটিএসের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন।
‘বিগ হিট মিউজিক’ এক বিবৃতিতে জানায়, ‘আমরা আমাদের ভক্তদের জানাতে চাই যে, জে-হোপ সামরিক বাহিনীতে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছেন। ভক্তদের কাছে জের জন্য অব্যাহত ভালোবাসা এবং তাঁর প্রতি সমর্থন রাখার জন্য অনুরোধ করছি।’
দক্ষিণ কোরিয়ার প্রায় সব পুরুষ নাগরিকের ২৮ বছর বয়সের মধ্যে ১৮ মাস বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়। তবে ২০২০ সালে দেশটির পার্লামেন্টে পপ তারকাদের জন্য বয়সসীমা শিথিল করে ৩০ বছর করে বিল পাস হয়।
বিটিএসের জ্যেষ্ঠ সদস্য ৩০ বছর বয়সী গায়ক জিনের ঠিক এক মাস পর, ২৯ বছর বয়সী জে-হোপ সামরিক বাহিনীকে যোগ দিতে যাচ্ছেন। তিনি দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর ফ্রন্ট লাইনের বুট ক্যাম্পে অংশ নেবেন।

এর আগে সেনা ঘাঁটিতে জিনকে বেশ ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল। সংবাদমাধ্যম এবং ভক্তদের দূরে থাকার জন্য আগেই অনুরোধ জানানো সত্ত্বেও বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
আজ সোমবার বিগহিট এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ মার্চ জে-হোপের ‘অন দ্য রোড’ একক অ্যালবামটি প্রকাশিত হবে।
২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী ‘বিটিএস’–এর জনপ্রিয়তা আকাশচুম্বী। টুইটারে তাদের ফলোয়ার ৪ কোটি ৮০ লাখের বেশি। ২০২০ সালে প্রথম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয় বিটিএস। গানের জন্য শুধু জনপ্রিয়তা নয়, বিটিএস গড়ে ৪৯ লাখ ডলার আয় করে দক্ষিণ কোরিয়ার জিডিপিতে দশমিক ৩ শতাংশ অবদান রেখে আসছে।
‘বিটিএস’ গত বছর ঘোষণা করে, সদস্যরা ব্যক্তিগত প্রকল্পের জন্য কয়েক বছর বিরতি নেবেন। বিগ হিট মিউজিক তখন জানিয়েছিল, ২০২৫ সালের দিকে তাঁরা আবার মিলিত হবেন।

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পপ ব্যান্ড ‘বিটিএস’-এর গায়ক ও র্যাপার জে-হোপ সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন। এরই মধ্যে তাঁর নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
জে হোপ জানিয়েছেন, নতুন একক অ্যালবাম ‘অন দ্য স্ট্রিট’ প্রকাশের পর তিনি সামরিক বাহিনীতে যোগ দেবেন। বিটিএসের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন।
‘বিগ হিট মিউজিক’ এক বিবৃতিতে জানায়, ‘আমরা আমাদের ভক্তদের জানাতে চাই যে, জে-হোপ সামরিক বাহিনীতে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছেন। ভক্তদের কাছে জের জন্য অব্যাহত ভালোবাসা এবং তাঁর প্রতি সমর্থন রাখার জন্য অনুরোধ করছি।’
দক্ষিণ কোরিয়ার প্রায় সব পুরুষ নাগরিকের ২৮ বছর বয়সের মধ্যে ১৮ মাস বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়। তবে ২০২০ সালে দেশটির পার্লামেন্টে পপ তারকাদের জন্য বয়সসীমা শিথিল করে ৩০ বছর করে বিল পাস হয়।
বিটিএসের জ্যেষ্ঠ সদস্য ৩০ বছর বয়সী গায়ক জিনের ঠিক এক মাস পর, ২৯ বছর বয়সী জে-হোপ সামরিক বাহিনীকে যোগ দিতে যাচ্ছেন। তিনি দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর ফ্রন্ট লাইনের বুট ক্যাম্পে অংশ নেবেন।

এর আগে সেনা ঘাঁটিতে জিনকে বেশ ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল। সংবাদমাধ্যম এবং ভক্তদের দূরে থাকার জন্য আগেই অনুরোধ জানানো সত্ত্বেও বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।
আজ সোমবার বিগহিট এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ মার্চ জে-হোপের ‘অন দ্য রোড’ একক অ্যালবামটি প্রকাশিত হবে।
২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বব্যাপী ‘বিটিএস’–এর জনপ্রিয়তা আকাশচুম্বী। টুইটারে তাদের ফলোয়ার ৪ কোটি ৮০ লাখের বেশি। ২০২০ সালে প্রথম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয় বিটিএস। গানের জন্য শুধু জনপ্রিয়তা নয়, বিটিএস গড়ে ৪৯ লাখ ডলার আয় করে দক্ষিণ কোরিয়ার জিডিপিতে দশমিক ৩ শতাংশ অবদান রেখে আসছে।
‘বিটিএস’ গত বছর ঘোষণা করে, সদস্যরা ব্যক্তিগত প্রকল্পের জন্য কয়েক বছর বিরতি নেবেন। বিগ হিট মিউজিক তখন জানিয়েছিল, ২০২৫ সালের দিকে তাঁরা আবার মিলিত হবেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে