বিনোদন প্রতিবেদক, ঢাকা

অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন তিনি। ৮ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর গাওয়া গানটি।
ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান। বাবার সাইকেল গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি, সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
গানটি নিয়ে নাহিদ হাসান বলেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ বাবার সাইকেল গানটি। এই সাইকেলে করে বাবা কাজে গিয়েছেন, নানা প্রয়োজনে সাইকেল নিয়ে ছুটে বেড়িয়েছেন, আমাকে পেছনে বসিয়ে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না, বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। যখন এই গানটা লিখি, তখন বাবা বেঁচে ছিলেন। করোনার সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম। পুরো গানটি পড়ে বাবা শুধু একটি বাক্য বললেন, আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস। বাবা এখন বেঁচে নেই। আমি সত্যিই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি হাজারো সন্তানের শৈশব-কৈশোরের স্মৃতি বহন করবে এই গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাবার সাইকেল গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।

অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন তিনি। ৮ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর গাওয়া গানটি।
ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান। বাবার সাইকেল গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি, সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
গানটি নিয়ে নাহিদ হাসান বলেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ বাবার সাইকেল গানটি। এই সাইকেলে করে বাবা কাজে গিয়েছেন, নানা প্রয়োজনে সাইকেল নিয়ে ছুটে বেড়িয়েছেন, আমাকে পেছনে বসিয়ে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না, বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। যখন এই গানটা লিখি, তখন বাবা বেঁচে ছিলেন। করোনার সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম। পুরো গানটি পড়ে বাবা শুধু একটি বাক্য বললেন, আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস। বাবা এখন বেঁচে নেই। আমি সত্যিই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি হাজারো সন্তানের শৈশব-কৈশোরের স্মৃতি বহন করবে এই গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাবার সাইকেল গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১৬ মিনিট আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
২০ মিনিট আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
২৬ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২৯ মিনিট আগে