প্রতিনিধি, রাজশাহী

এন্ড্রু কিশোরকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তাঁর স্ত্রী-সন্তানদের চেনেন কয়জন? তাঁরা গণমাধ্যমের মুখোমুখি হন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই পদচারণা। যেন সবার আড়ালেই থাকতে পছন্দ করেন তাঁরা।
কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনের গল্প শেষ হয়েছে এক বছর আগে। তাঁর মৃত্যুর পরও কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে জে এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞার কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সপ্তক ও সংজ্ঞা পড়াশোনা করেন অস্ট্রেলিয়ায়। বাবার মৃত্যুতে দেশে এসে আর ফিরতে পারেননি। তাঁদের মা লিপিকা একজন প্রকৌশলী। বর্তমানে কাজ থেকে দূরে আছেন।
গণমাধ্যম থেকে দূরে থাকার কারণ হিসেবে এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বললেন, ‘দুঃখে। কিশোর তো এখন নেই। কথা বলে এখন কী হবে! এই দুঃখেই হয়তো তারা কারও সঙ্গে কথা বলে না। তবে আগেও তাদের সব সময় প্রচারবিমুখ দেখেছি।’
গত রোববার ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস রাজশাহী মহানগরীর মহিষবাথানে নিজের বাসায় বসে আজকের পত্রিকার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, ‘কিশোরও তো সব সময় প্রচারবিমুখ ছিল। কখনো নিজেকে হাইলাইটস করতে চায়নি। এই যে আপনি এসেছেন, আমরা কিন্তু ডাকিনি। এটাই তো বড় প্রাপ্তি। তা ছাড়া লিপিকা তো গানের জগতের মানুষ নয়। সে কারণে স্বাভাবিকভাবেই তিনি সবার থেকে দূরে। আগ বাড়িয়ে কখনো বলতে যান না, আমার স্বামী অমুক। সে এত বড় শিল্পী।’
ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানালেন, এন্ড্রু কিশোরের ছেলেমেয়ে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে চান। আর তাঁদের মা এলজিইডির প্রকল্পে কাজ করতেন। এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর প্রকল্পটি শেষ হয়ে গেছে। এখন তিনি বেকার।

এন্ড্রু কিশোরকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তাঁর স্ত্রী-সন্তানদের চেনেন কয়জন? তাঁরা গণমাধ্যমের মুখোমুখি হন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই পদচারণা। যেন সবার আড়ালেই থাকতে পছন্দ করেন তাঁরা।
কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনের গল্প শেষ হয়েছে এক বছর আগে। তাঁর মৃত্যুর পরও কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে জে এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞার কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সপ্তক ও সংজ্ঞা পড়াশোনা করেন অস্ট্রেলিয়ায়। বাবার মৃত্যুতে দেশে এসে আর ফিরতে পারেননি। তাঁদের মা লিপিকা একজন প্রকৌশলী। বর্তমানে কাজ থেকে দূরে আছেন।
গণমাধ্যম থেকে দূরে থাকার কারণ হিসেবে এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বললেন, ‘দুঃখে। কিশোর তো এখন নেই। কথা বলে এখন কী হবে! এই দুঃখেই হয়তো তারা কারও সঙ্গে কথা বলে না। তবে আগেও তাদের সব সময় প্রচারবিমুখ দেখেছি।’
গত রোববার ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস রাজশাহী মহানগরীর মহিষবাথানে নিজের বাসায় বসে আজকের পত্রিকার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, ‘কিশোরও তো সব সময় প্রচারবিমুখ ছিল। কখনো নিজেকে হাইলাইটস করতে চায়নি। এই যে আপনি এসেছেন, আমরা কিন্তু ডাকিনি। এটাই তো বড় প্রাপ্তি। তা ছাড়া লিপিকা তো গানের জগতের মানুষ নয়। সে কারণে স্বাভাবিকভাবেই তিনি সবার থেকে দূরে। আগ বাড়িয়ে কখনো বলতে যান না, আমার স্বামী অমুক। সে এত বড় শিল্পী।’
ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানালেন, এন্ড্রু কিশোরের ছেলেমেয়ে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে চান। আর তাঁদের মা এলজিইডির প্রকল্পে কাজ করতেন। এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর প্রকল্পটি শেষ হয়ে গেছে। এখন তিনি বেকার।

বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
৯ ঘণ্টা আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
৯ ঘণ্টা আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১০ ঘণ্টা আগে
রবিন হুড মানেই আমাদের চোখে ভেসে ওঠে এক পরোপকারী বীরের ছবি। ধনীদের সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া এক মহানায়ক। কিন্তু ‘দ্য ডেথ অব রবিন হুড’ সিনেমায় এই চেনা গল্প সম্পূর্ণ বদলে গেছে। চিরাচরিত রবিন হুডের বীরত্বগাথা থেকে বেরিয়ে তাকে একজন অনুতপ্ত অপরাধী হিসেবে দেখানো হয়েছে এতে।
১১ ঘণ্টা আগে