
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।

শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২০ ঘণ্টা আগে